নভেম্বর এমপিও ২০২২ (November MPO 2022): এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নভেম্বরের বেতন-ভাতা হস্তান্তরের আপডেট খবর জানুন।
নভেম্বর এমপিও ২০২২: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতনের খবর
এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নভেম্বর মাসের এমপিও ও বেতন-ভাতা হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়েছে।
ইতোমধ্যে শিক্ষা অধিদপ্তর সমূহ বেসরকারি এমপিও প্রতিষ্ঠানের নভেম্বর মাসের এমপিও প্রকাশের কার্যক্রম সমাপ্ত করেছে।
২৯ নভেম্বর, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর ও এমপিও সীট প্রকাশ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ১ ডিসেম্বর, স্কুল-কলেজের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সবশেষ ৬ ডিসেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তরে, নভেম্বর মাসের বেতনের চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।
নভেম্বরে এমপিও’তে স্কুল-কলেজের ৪ হাজার ৩৪৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। সাথে ১৮ হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ৪৪৬ জনকে বিএড স্কেল প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি দুই মাস পরপর নতুন নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীগণ এমপিওভুক্ত হওয়ার সুযোগ পেয়ে থাকেন। সাথে ইনডেক্সধারী শিক্ষকগণের বিএড স্কেল, উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক স্কেল সহ বিভিন্ন স্কেল প্রাপ্তির সুযোগ ঘটে।
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের চেক ছাড়
বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
২৯ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নভেম্বর মাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ নভেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৬ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
নভেম্বর মাসের বেতনের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-২৫৬ তারিখ ২৯-১১-২০২২ খ্রি.।
নিচের লিংক থেকে মাদ্রাসার নভেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করুন।
মাদ্রাসার নভেম্বর মাসের বেতন-ভাতা হস্তান্তরের নোটিশ দেখুন।
স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর
এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হন্তান্তর করা হয়েছে।
১ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে, স্কুল-কলেজের নভেম্বরের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়। সাথে এমপিও শিটের কপি প্রকাশ করা হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ নভেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৬ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
নভেম্বরে নতুন করে ৪ হাজার ৩৪৪ জনকে এমপিওভুক্তি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১৮ হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ৪৪৬ জনকে বিএড স্কেল প্রদান করেছে।
স্কুল-কলেজ নভেম্বর এমপিওর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২/১০০৯৪/৪ তারিখ : ০১-১২-২০২২ খ্রি.।
নিচের লিংক থেকে স্কুল-কলেজের নভেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1D3qZHmG-CPa8Rs5c-vl16kMZqspN_7fp?usp=share_link
উপরের গুগল ডাইভ ফোল্ডারে দেশের সকল এমপিওভুক্ত স্কুল-কলেজের এমপিও শিট আছে। আপনার প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত এমপিও শিট খুঁজে নিন।
আরো জানুন:
Online MPO Application: শিক্ষক এমপিও আবেদন করার নিয়ম
MEMIS Madrasah MPO Application: মাদ্রাসা অনলাইন এমপিও আবেদন
November MPO 2022: কারিগরি শিক্ষকদের নভেম্বর মাসের চেক ছাড়
নভেম্বর মাসের বেতন-ভাতা ছাড় ও এমপিও প্রকাশ করেছে কারিগরি অধিদপ্তর। ৬ ডিসেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তরে, নভেম্বর মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।
কারিগরি শিক্ষক-কর্মচারীগণ নভেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ১২/১২/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
নিচের অনুচ্ছেদে সংযুক্ত কারিগরি চেক ছাড়ের নোটিশে এমপিও স্বারক নং উল্লেখ আছে। এছাড়া নিচের লিংক থেকে নভেম্বরের এমপিএ শিট সংগ্রহ করা যাবে।
নিচের লিংকে কারিগরির নভেম্বরের এমপিও শিটের কপি পাওয়া যাবে।
এমপিও শিক্ষক-কর্মচারীদের ২০২২ সালের নভেম্বর মাসের বেতন-ভাতা হস্তান্তরের আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।
আরো দেখুন:
স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষাপঞ্জি
মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)
২০২২ সালের কলেজ ছুটির তালিকা (সরকারি-বেসরকারি কলেজ)
তথ্যসূত্র-
গ্রন্থগারিকদের (গ্রন্থগার প্রভাষক) মত শরীর চর্চা শিক্ষকদের পদবী শরীর চর্চা প্রভাষক করার জন্য অনুরোধ করছি।