নভেম্বর এমপিও ২০২০: বেসরকারী স্কুল-কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন এর চেক ছাড়, এমপিও শিট প্রকাশ করা হয়েছে।
এমপিও ভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নভেম্বর মাসের অনুদানের অর্থ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে স্কুল-কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের বেতনের চেক ছাড় করা হয়েছে।
স্কুল-কলেজ ও কারিগরির নভেম্বর এর এমপিও শিট পাওয়া যাবে অধিদপ্তর এর ওয়েবসাইটে। (নভেম্বর এর এমপিও শিট সংগ্রহের লিংক দেখুন নিচের অনুচ্ছেদে)।
স্কুল-কলেজের ডিসেম্বর ২০২০ মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। বেতন-ভাতা ছাড় ও এমপিও শিট প্রকাশের তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন।
স্কুল-কলেজের নভেম্বর ২০২০ মাসের বেতনের চেক ছাড়
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর ২০২০ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসের বেতন হস্তান্তর ও এমপিও শিট প্রকাশ করা হয়েছে।
অধিদপ্তর এর মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নভেম্বরের বেতন-ভাতার অর্থ ছাড়ের নোটিশ দেখা যাবে, অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ডে।
আর এমপিও শিট পাওয়া যাবে অধিদপ্তর এর গুগল ড্রাইভ ফোল্ডারে। (এমপিও শিট সংগ্রহের লিংক নিচের দেখুন)।
বেসরকারী স্কুল-কলেজের বেতন-ভাতা স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে উত্তোলন করা যাবে ১০/১২/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
নভেম্বর এমপিও স্মারক নং: ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৬৭১১/৪
উল্লেখ্য, এবারে বেতনের সাথে নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্ত হয়েছেন। ইনডেক্সধারীরা টাইমস্কেল/উচ্চতর গ্রেড, বিএড স্কেল/কামিল স্কেল পেয়েছেন।
কলেজ শিক্ষকরা সিনিয়র প্রভাষক, সহকারী অধ্যাপক স্কেল, প্রতিষ্ঠান প্রধানেরা অভিজ্ঞতার স্কেল সহ সহকারী লাইব্রেরিয়ানের এমপিওভুক্তি হয়েছে।
আরো জানুন: মাধ্যমিক শিক্ষা বদলে যাচ্ছে, পাঠ্য বিষয় কমানো সহ বিভাগ থাকছে না
School-College November MPO Sheet 2020: নভেম্বর মাসের এমপিও শিট ২০২০
নিচের লিংক থেকে স্কুল-কলেজের নভেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
নির্দেশনা: লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে তা ব্রাউজ করুন।
সেখানে কতকগুলো ব্যাংকের নাম লেখা ফোল্ডার পাওয়া যাবে।
যে ব্যাংক হতে প্রতিষ্ঠান বেতন-ভাতা প্রাপ্ত হয়, সে ফোল্ডারে ক্লিক করুন।
পেমেন্ট ভাউচার ও টপ শিট লেখা দুটো পিডিএফ ফাইলে আপনার প্রতিষ্ঠানের অর্থের হিসাব করা আছে।
আরো পড়ুন: এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২১ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য
কারিগরি প্রতিষ্ঠানের নভেম্বর ২০২০ মাসের এমপিও শিট প্রকাশ ও বেতনের চেক ছাড়
এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক ছাড় ও এমপিও শিট প্রকাশ করা হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহের প্রধান শাখায় ০৩/১২/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে বেতনের অর্থ হস্তান্তর করা হয়।
কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক (শাখা ০৮) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেতন-ভাতা হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে। বেতনের বিজ্ঞপ্তি দেখা যাবে অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ডে।
কারিগরি শিক্ষকদের নভেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১০/১২/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
বেতনের আদেশের স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২০-৮৯১, ৮৯২, ৮৯৩, ৮৯৪ তাং : ৩-১২-২০২০।
Technical Teacher November MPO Sheet 2020 : কারিগরি নভেম্বর এমপিও শিট ২০২০
নভেম্বর মাসের কারিগরি এমপিও শিট সংগ্রহ করুন নিচের সংযুক্ত লিংক থেকে।
আরো দেখুন:
মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ
স্কুল ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান)
কলেজ ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি কলেজ)
তথ্যসূত্র:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
সবশেষ আপডেট: ০৩/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ১২:৪৫ অপরাহ্ন।