নতুন প্রতিষ্ঠানের এমপিও ২০২১: স্কুল-কলেজের এমপিওভুক্তির আবেদন

২০২১ সালের বেসরকারি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও আবেদন গ্রহণ শুরু ১০ অক্টোবর। স্কুল-কলেজের এমপিওভুক্তির আবেদন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

DSHE New MPO 2021: নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) অনলাইন এমপিও আবেদন

২০২১ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধিন বেসরকারি স্কুল-কলেজের নতুন এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে, নতুন স্কুল-কলেজের এমপিওভুক্তির তথ্য নিশ্চিত করা হয়েছিলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি, সংশ্লিষ্ট বিভাগের দাপ্তরিক ওয়েবসাইটে ৩০ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত হয়।

স্কুল-কলেজের নতুন এমপিওভুক্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু ১০ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ থেকে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

উল্লেখ্য, নতুন প্রতিষ্ঠানের এমপিওভুক্তিতে প্রকাশিত স্কুল-কলেজের সংশোধিত এমপিও নীতিমালা ২০২১ অনুসরণ করা হবে। এমপিও নীতিমালা সংগ্রহ করতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

DSHE School-College New Online MPO Application 2021

অনলাইনে স্কুল-কলেজের নতুন এমপিও আবেদন করার লিংক পাওয়া যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধিন তিন দপ্তরের ওয়েবসাইট থেকে।

আবেদন করার সময় হলে নিচের ওয়েবসাইটগুলোতে Online MPO Application শিরোনামের একটি লিংক প্রদর্শিত হবে। এই লিংকে ক্লিক করে নতুন এমপিওভুক্তির আবেদন করতে হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এমপিও আবেদন সরাসরি, ইমেইল বা অন্য কোন ভাবে প্রেরণ করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্কুল-কলেজের নতুন এমপিওভুক্তির সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। এ পদ্ধতিতে ঘোষিত নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য প্রতিষ্ঠানের তালিকা এমপিওভুক্তির জন্য প্রস্তুত করার কথা বলা হয়েছে।

লক্ষ্য করুন, স্কুল-কলেজের অনলাইন এমপিও আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি সহায়ক হতে পারে।

Online MPO Application | শিক্ষক এমপিও আবেদন কোথায় করবেন?

২০২১ সালের নতুন প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) এমপিও আবেদনের ঠিকানা

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত নিচের তিনটি প্রতিষ্ঠানের দাপ্তরিক ওয়েবসাইটে, এমপিও আবেদনের লিংক ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট:  www.shed.gov.bd

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট: www.dshe.gov.bd

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ওয়েবসাইট: www.banbeis.gov.bd

উপরের তিন দপ্তরের ওয়েবসাইটে ১০ অক্টোবর থেকে Online MPO Application লিংকে ক্লিক করে অনলাইনে নতুন এমপিও আবেদন প্রেরণ করতে হবে।

অথবা, সরাসরি অনলাইনে আবেদন করুন এই ঠিকানা: http://202.72.235.210/mpo-shed/

আবেদনের নির্দেশিকা পাওয়া যাবে এই লিংকে: http://202.72.235.210/mpo-shed/assets/docs/nirdesika.pdf

নিচে সংযুক্ত ২০২১ সালের স্কুল-কলেজ এমপিওভুক্তির আবেদনের নির্দেশিকা হতে বিস্তারিত জানুন।

২০২১ সালের স্কুল-কলেজ এমপিওভুক্তির আবেদনের নির্দেশিকা

২০২১ সালের স্কুল-কলেজ নতুন এমপিওভুক্তির আবেদনের নির্দেশিকা

বিঃদ্রঃ– এমপিও আবেদন করার আগে উপরের সংযুক্ত নির্দেশিকাটি ভালোভাবে পড়ে নিন। এটা অনলাইনে আবেদনের ডকুমেন্টস ও পদ্ধতি বুঝতে সহায়ক হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত নতুন এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন অনলাইন এমপিও আবেদন ২০২১ (স্কুল-কলেজ)

নতুন প্রতিষ্ঠানের এমপিও ২০২১ (স্কুল-কলেজ): মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির তথ্য জানতে আমাদের কাছে লিখতে পারেন।তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

Education Ministry Notice Board | শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন | Ministry of Education Gazette

www.dshe.gov.bd – Teacher MPO Update কীভাবে দেখবেন?

তথ্যসূত্র:

শিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ১২/১০/২০২১ খ্রি. তারিখ ০৮:৩৬ অপরাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“নতুন প্রতিষ্ঠানের এমপিও ২০২১: স্কুল-কলেজের এমপিওভুক্তির আবেদন”-এ 4-টি মন্তব্য

  1. ২০২১ সালের নতুন প্রতিষ্ঠানের স্কুল এমপিও আবেদনের কাগজ পত্র কি কি লাগবে ? দয়া করে জানাবেন ।

    জবাব
    • আবেদন শুরু হলে এবিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে প্রতিষ্ঠানের ডকুমেন্টস গুলো হালনাগাদ ও সংগ্রহ করে রাখুন। ধন্যবাদ।

  2. ভাইয়া কারিগরী জানুয়ারি ২০২১ এর সংশোধিত এমপিও নীতিমালার অনুমোদন কবে নাগাদ হতে পারে?বা এই চলতি অক্টবর মাসের শেষের দিকে বেতন ভাতা ছাড় করা হবে বলে কি আশা করা যাচ্ছে??

    জবাব
    • এবিষয়ে আগে থেকে তথ্য দেওয়া সম্ভব নয়। সময় হলে জানতে পারবেন। ধন্যবাদ।

মন্তব্য করুন