দাখিল পরীক্ষার মানবন্টন, সময় নির্ধারণ ও নম্বর বিভাজন ২০২২

দাখিল পরীক্ষার মানবন্টন ২০২২: মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার বিষয়, প্রশ্ন পত্রের সময় নির্ধারণ ও নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

২০২২ সালের দাখিল পরীক্ষার মানবন্টন, বিষয় ভিত্তিক প্রশ্নের সময় নির্ধারণ ও নম্বর বিভাজন নির্দেশিকা

২০২২ সালের বছরের মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার প্রশ্নপত্রের মানবন্টন, সময় নির্ধারণ ও নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, দাখিলের প্রশ্নের মানবন্টন বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেছে।

বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে (www.bmeb.gov.bd), দাখিলের মানবন্টন বিষয়ক বিজ্ঞপ্তি, ১ মার্চ ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হয়।

এবছরের দাখিল পরীক্ষার মানবন্টন নির্দেশীকায়, যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেসব বিষয়ের প্রশ্নের পূর্ণমান ও সময় নির্ধারণ করা হয়েছে।

দাখিল পরীক্ষা ১৯ জুন ২০২২ খ্রি. তারিখ থেকে অনুষ্ঠিত হবে। তবে এখনো পরীক্ষার দিন-তারিখ নির্ধারণ করে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, এবারের মাদ্রাসা বোর্ডের দাখিল সহ আলিম পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে পরীক্ষার বিষয় ও প্রশ্নপত্রের সময় কমিয়ে অনুষ্ঠিত হবে।

দাখিল পরীক্ষার মানবন্টনের সাথে বাংলা-ইংরেজির অধিকতর সংক্ষিপ্ত সিলেবাস যুক্ত করে, নতুন সিলেবাসের কপি আপলোড করা হয়েছে।

নিচের প্রতিবেদন থেকে দাখিলের সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করুন।

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (বাংলা ইংরেজী)

Dakhil-Alim Short Syllabus 2022: দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস

মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার বিষয়, ফরমপূরণ ও পরীক্ষার সময়সূচি

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ফরমপূরণ শুরু হয় ১৩/০৪/২০২২ খ্রি. তারিখ থেকে। বর্ধিত সময়ে এখনো ফরমপূরণ করা যাচ্ছে।

এবারে দাখিলের টেস্ট পরীক্ষা হবে না। তবে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে ১৯/০৫/২০২২ খ্রি. তারিখে।

মাদ্রাসা বোর্ডের দাখিল ও এর সমমান এসএসসি পরীক্ষা শুরু ১৯/০৬/২০২২ খ্রি. তারিখ থেকে।

২০২২ সালের দাখিল পরীক্ষায় যে সব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে না, তার তালিকা দেওয়া হয়ে। এছাড়া যেসব বিষয়ের পরীক্ষার হবে তারও তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা বোর্ড।

লক্ষ্য করুন: এরই মধ্যে ২৭ এপ্রিল দাখিল পরীক্ষার্থীদের রুটিন প্রকাশ করা হয়েছে। দাখিলের রুটিন সংগ্রহ করতে নিচের প্রতিবেদন পড়ুন।

নিচের বিজ্ঞপ্তি থেকে দাখিল পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার বিষয় সমূহ সম্পর্কে বিস্তারিত জানুন

২০২২ সালের দাখিল পরীক্ষার মানবন্টন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২

প্রকাশিত দাখিল পরীক্ষার মানবন্টন নির্দেশিকায়, প্রতি বিষয়ে পৃথক-পৃথক ভাবে প্রশ্নের সময় ও নম্বর বিভাজন করা হয়েছে।

প্রতিটি বিষয়ে MCQ/বহুনির্বাচনী প্রশ্নের সময় থাকবে ২০ মিনিট। আর CQ/রচনামূলক প্রশ্নের সময় নির্ধারণ করা হয়েছে ০১ ঘন্টা ৪০ মিনিট। মোট পরীক্ষার সময় ২ ঘন্টা।

বিজ্ঞানের বিষয় ছাড়া অন্য সব সাধারণ বিষয়ের MCQ প্রশ্ন থাকবে ৩০ টি। উত্তর দিতে হবে ১৫ টি প্রশ্নের। মোট নম্বর ১৫।

সাধারণ বিষয়ের CQ/রচনামূলক প্রশ্ন থাকবে ১১ টি, উত্তর দিতে হবে যে কোন ৪ টি প্রশ্নের। মোট নম্বর ৪০।

বিজ্ঞানের বিষয়সমূহে MCQ/বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ২৫টি আর উত্তর দিতে হবে ১৫টি প্রশ্নের। মোট নম্বর ১৫।

আর  বিজ্ঞানের CQ/রচনামূলক প্রশ্ন থাকবে ৮টি, উত্তর দিতে হবে ৩টি প্রশ্নের। মোট নম্বর ৩০।

তাজভিদ (নসর ও নজম), তাজভিদ বিষয়ের নম্বর বিভাজন একটু ভিন্নভাবে করা হয়েছে।

মাদ্রাসার দাখিল পরীক্ষার সকল বিষয়ের নম্বর বণ্টন প্রক্রিয়া ভালোভাবে জানতে নিচের নির্দেশীকাটি ভালোভাবে পড়ুন

দাখিল পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বণ্টন ২০২২

দাখিল পরীক্ষার প্রশ্নের সময় নির্ধারণ ও নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২

২০২২ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষার মানবন্টন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন। আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ (SSC Routine PDF Download 2022)

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ০১/০৫/২০২২ খ্রি. তারিখ ১২:৩৫ অপরাহ্ন।

“দাখিল পরীক্ষার মানবন্টন, সময় নির্ধারণ ও নম্বর বিভাজন ২০২২”-এ 43-টি মন্তব্য

    • পরীক্ষার মধ্যে বিরতি থাকবে না। তবে প্রথমে MCQ ও পরে CQ পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নে সময় উল্লেখ থাকবে। নম্বর বন্টন নির্দেশিকায় সময় উল্লেখ করা আছে তা দেখৃুন।

    • দাখিলের নম্বর বিভাজন বিষয়ের বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট কর হয়েছে। তবে আগের নিয়মে ব্যবহারিকের নম্বর রেজাল্টে যুক্ত হবে। ধন্যবাদ।

  1. আরবি প্রথম ও আরবি দ্বিতীয় পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং বলতে কী বোঝানো হয়েছে ?
    এই পরীক্ষাগুলো কি সেন্টারে হবে না ?

    জবাব
  2. আস সালামু আলাইকুম। দাখিল ২০২২ পরীক্ষার মানবন্টনে দেওয়া আছে গণিতে যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দেয়া যাবে।অনেকে আবার বলছে যে প্রতিটি বিভাগ থেকে ১টি করে দিতে হবে। আসলে কোনটি সঠিক? জানা খুব জরুরী। দয়া করে জানাবেন।

    জবাব
    • দাখিল পরীক্ষার মানবন্টন সম্পর্কীত বোর্ডের বিজ্ঞপ্তি এই প্রতিবেদনে যুক্ত করা আছে। এর বাইরে আমাদের কাছে কোন তথ্য নেই।

  3. দাখিল ২০২২ এর পরিক্ষায় MCQ &CQ তে কী আলাদা ভাবে পাশ করতে হবে?
    যদি আলাদা ভাবে পাশ করতে হয় তবে MCQ &
    CQ কোনটি কতোতে পাশ?
    (জনাবেন দয়া করে)।

    জবাব
  4. দাখিল পরীক্ষা 2022 এ কত নাম্বার পেলে A+ আবার কত নাম্বার পেলেA , আবার কত নাম্বার পেলে A- এ বিষয়টি একটু স্পষ্ট করে জানান , ধন্যবাদ
    একটু স্পষ্ট করে জানান

    জবাব

মন্তব্য করুন