দাখিল এসাইনমেন্ট নম্বর এন্ট্রি করতে মাদ্রাসা বোর্ডের জরুরী নির্দেশনা

২০২১ সালের দাখিল পরীক্ষার এসাইনমেন্ট নম্বর এন্ট্রি করতে মাদ্রাসা বোর্ড জরুরী নির্দেশনা দিয়েছে। দাখিলের এসাইনমেন্ট নম্বর প্রেরণ শুরু ১৬ সেপ্টেম্বর থেকে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২১ সালের দাখিল পরীক্ষার এসাইনমেন্ট নম্বর এন্ট্রি (প্রেরণ) করার  নির্দেশনা

চলতি সালের দাখিল পরীক্ষার শিক্ষার্থীদের এসাইনমেন্ট নম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এন্ট্রি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের ৮ম সপ্তাহ পর্যন্ত এসাইনমেন্ট ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এসকল এসাইনমেন্টের নম্বর বোর্ডে প্রেরণ করতে হবে ১৬ সেপ্টেম্বর হতে ২১ অক্টোবর ২০২১ খ্রি. তারিখে মধ্যে।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, দাখিলের এসাইনমেন্ট নম্বর বোর্ডে প্রেরণ করার তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরো জানুন:

Dakhil Exam 2021 Assignment: ২০২১ সালের দাখিল পরীক্ষার অ্যাসাইনমেন্ট

Alim Exam 2021 Assignment: ২০২১ সালের আলিম পরীক্ষার অ্যাসাইনমেন্ট

এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম পরীক্ষা ২০২১ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য

দাখিলের এসাইনমেন্ট নম্বর এন্ট্রি কোথায় ও কীভাবে করবেন?

মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইট (www.bmeb.gov.bd) ব্রাউজ করে নিচে যুক্ত নির্দেশীকার নির্দেশীত পন্থায় এই নম্বর এন্ট্রি করতে হবে। এক্ষেত্রে মাদ্রাসার EIIN নম্বর ও পাসওয়ার্ড প্রয়োজন হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এই সকল তথ্য দিয়ে বোর্ডের ওয়েবসাইটের এসাইনমেন্ট প্যানেলে প্রবেশ করে, সংশ্লিষ্ট বিষয়ের ফাঁকা এসাইনমেন্ট ফর্দ সংগ্রহ করে বিষয় শিক্ষককে সরবরাহ করা নির্দেশনা দিয়েছে।

সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে নিচের যুক্ত নির্দেশিকা মোতাবেক অ্যাসাইনমেন্ট সকল তথ্য পূরণ ও নম্বর যুক্ত করে প্রতিষ্ঠান প্রধানদের হাতে দিতে হবে। এরপর সম্পূর্ণ তথ্য ও নম্বর যুক্ত এসাইনমেন্ট ফর্দ নির্দেশীকায় উল্লেখিত ঠিকানায় তা প্রেরণ করতে হবে।

নিচের যুক্ত বিজ্ঞপ্তিতে কোন সপ্তাহের এসাইনমেন্ট নম্বর কত তারিখের মধ্যে এন্ট্রি করতে হবে তার সময়সীমা উল্লেখ করা হয়েছে।

এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন যে, বোর্ড যে কোন এসাইনমেন্ট পুনঃমূল্যায়ন করতে চাইলে, শিক্ষকদের এসাইনমেন্ট বোর্ডে জমা দিতে হবে। তাই নম্বর এসাইনমেন্ট মূল্যায়ন ও এন্ট্রি সতর্কতার সাথে করতে হবে।

২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের এসাইনমেন্টের নম্বর এন্ট্রি বিষয়ে বিস্তারিত নির্দেশনা জানুন নিচের যুক্ত বিজ্ঞপ্তি থেকে।

আরো পড়ুন:

মাদ্রাসা অ্যাসাইনমেন্ট: ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট

আলিম অ্যাসাইনমেন্ট: ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের সপ্তাহ ভিত্তিক অ্যাসাইনমেন্ট

২০২১ সারের দাখিল পরীক্ষার এসাইনমেন্ট নম্বর এন্ট্রি নির্দেশিকা

২০২১ সালের দাখিলের এসাইনমেন্ট নম্বর প্রেরণের নির্দেশিকা

২০২১ সালের দাখিলের এসাইনমেন্ট নম্বর এন্ট্রি সম্পর্কে জানার থাকলে প্রথমত নির্দেশিকা ভালোভাবে পড়ুন। এছাড়া আমাদের কাছে লিখে জানাতে পারেন।

আরো দেখুন:

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | Dakhil-Alim Syllabus 2021

Dakhil-Alim Short Syllabus 2022: পুনর্বিন্যাসকৃত দাখিল-আলিম সিলেবাস

শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে ১২ সেপ্টেম্বর, শ্রেণি ভিত্তিক ক্লাস রুটিনের নির্দেশনা

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা বোর্ড

“দাখিল এসাইনমেন্ট নম্বর এন্ট্রি করতে মাদ্রাসা বোর্ডের জরুরী নির্দেশনা”-এ 7-টি মন্তব্য

  1. দাখিল পরীক্ষা ২০২১ এর ১৫টি এ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। বাকিগুলোর নম্বর কিভাবে দিব একটু বুঝিয়ে দিলে উপকৃত হব।

    জবাব

মন্তব্য করুন