বেসরকারি শিক্ষকদের জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় ২০২৪

বেসরকারি শিক্ষকদের জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে। স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ জুন মাসের বেতন তুলতে পারবেন ১১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত (June MPO 2024)।

বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় ২০২৪

দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ২০২৪ সালের জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে। ৭  জুলাই তারিখে শিক্ষকদের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক এমপিও নোটিশে, জুন মাসের বেতনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ জুন মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১১/০৭/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের জুন মাসের বেতনের স্বারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৪/১৯৫১/০৪ তারিখ : ০৭/০৭/২০২৪।

স্কুল-কলেজের জুন মাসের বেতনের এমপিও নোটিশ ২০২৪

June MPO Sheet 2024 (School-College)

জুন মাসের স্কুল-কলেজের এমপিও শিট অনলাইনে পাওয়া যাবে। প্রতিষ্ঠান প্রধানদের (emis.gov.bd) ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

অথবা নিচের লিংক থেকে এমপিও শিটের কপি সরাসরি ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/16aK4iqq-qQ5ars664oiC5R8ec_oT7Vn_?usp=sharing

২০২৪ সালের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের জুন মাসের বেতন-ভাতা নিয়ে কোন তথ্য জানার থাকলে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি)

কলেজ ছুটির তালিকা ২০২৪ pdf ক্যালেন্ডার (সরকারি-বেসরকারি)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন