গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২২ (এ, বি, সি ইউনিট)

২০২২ সালের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টন প্রকাশ করা হয়েছে। এবারে সংক্ষিপ্ত সিলেবাসে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে। ৩০ জুলাই থেকে গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হবে।
গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের মান বন্টন (নম্বর বন্টন)
সূচীপত্র...
গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে এবারে ২০২১ সালের এইচএসসি সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। ১ ঘন্টায় মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষায় এমসিকিউ (MCQ) পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর করে। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেয়ে পাশ করতে হবে।
আরো জানুন:
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি ২০২২ (২২ সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২ (NU Honours Admission 2022)
এ (বিজ্ঞান) ইউনিট এর মানবন্টন
গুচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের, পদার্থ, রসায়ন গণিত ও জীববিদ্যা বিষয়ের পরীক্ষা দিতে হবে। ৪র্থ বিষয় গণিত/জীববিদ্যা বিষয়ের পরীক্ষা দিতে না চাইলে, বাংলা/ইংরেজী বিষয়ের মধ্যে ১টির বিষয়ের পরীক্ষা দিতে হবে।
পদার্থবিদ্যা ২৫, রসায়ন ২৫, গণিত ২৫ ও জীববিদ্যা ২৫ নম্বর। বাংলা অথবা ইংরেজী বিষয়ের পরীক্ষা দিতে চাইলে উভয় বিষয়ের নম্বর ২৫ করে থাকবে।
বি (মানবিক) ইউনিট এর মানবন্টন
মানবিক বিভাগের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজী ও সাধারণ জ্ঞান বিষয়ের পরীক্ষা দিতে হবে। বাংলায় ৩৫, ইংরেজীতে ৩৫ ও সাধারণ জ্ঞান বিষয়ে ৩০ নম্বরের প্রশ্নপত্র হবে।
বি-ইউনিটের সাধারণ জ্ঞান যেসব বিষয় থেকে থাকবে-
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে পঠিত পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন থাকবে ।
সি (বাণিজ্য) ইউনিট এর মানবন্টন
হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলা ও ইংরেজী বিষয়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
হিসাব বিজ্ঞানে ৩৫, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনায় ৩৫, বাংলায় ১৫ এবং ইংরেজীতে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে।
গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রশ্নের নম্বর বন্টন সম্পর্কে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি পড়ুন।
২০২২ সালের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে আরো জানার থাকলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
চবি ভর্তি পরীক্ষা তথ্য ২০২২: CU Admission 2022
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২১-২০২২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২
তথ্যসূত্র:
বি ইউনিট এ সিলেবাস ও মানবন্ট বিষয়ে জানতে চাই
বি-ইউনিটের মানবণ্টন দেওয়া আছে। এখানে সেসব বিষয় দেওয়া আছে সেসব বিষয় থেকে প্রশ্নপত্র প্রনয়ন করা হবে। বাংলা ইংরেজী সহ অন্যান্য বিষয় উচ্চ মাধ্যমিকের ২০২১ সালের সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন হবে।
আমরা তো এডমিটকাড তুলিনি
আবারো এডমিট কার্ড তোলা যাবে ২২ জুলাই ২০২২ থেকে।
প্রতি বিষয়ে আলাদা পাশ করতে হবে নাকি মোট ৩০ পেলেইপাশ?
ভর্তি বিজ্ঞপ্তিতে পৃথক পাশের কথা বলা হয়নি।