গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ (এ বি সি ইউনিট)

২০২৪ সালের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টন প্রকাশ করা হয়েছে। এবারেও ২০২৩ সালের এইচএসসি সমমান পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা ১ ঘন্টায় গ্রহণ করা হবে। গুচ্ছের আবেদন শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারি থেকে। ২৭ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা গ্রহণ শুরু হবে।

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের মানবন্টন (নম্বর বন্টন)

গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ে এবারে ২০২৩ সালের এইচএসসি সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। ১ ঘন্টায় মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষায় এমসিকিউ (MCQ) পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর করে। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেয়ে পাশ করতে হবে।

আরো জানুন:

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি ২০২৪ (২৪ সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ (NU Honours Admission 2024)

এ (বিজ্ঞান) ইউনিট এর মানবন্টন

গুচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের, পদার্থ, রসায়ন বিষয়টি বাধ্যতামূলক। এরপর গণিত ও জীববিদ্যা বিষয়ের যে কোন একটি বিষয়ের পরীক্ষা দিতে হবে।

আর ৪র্থ বিষয় গণিত ও জীববিদ্যা কোন একটি বিষয়ের পরীক্ষা দিতে না চাইলে, বাংলা/ইংরেজী বিষয়ের মধ্যে ১টির বিষয়ের পরীক্ষা দিতে হবে।

পদার্থবিদ্যা ২৫, রসায়ন ২৫, গণিত ২৫ ও জীববিদ্যা ২৫ নম্বর। বাংলা অথবা ইংরেজী বিষয়ের পরীক্ষা দিতে চাইলে উভয় বিষয়ের নম্বর ২৫ করে থাকবে।

বি (মানবিক) ইউনিট এর নম্বর বন্টন

মানবিক বিভাগের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজী ও সাধারণ জ্ঞান বিষয়ের পরীক্ষা দিতে হবে। বাংলায় ৩৫, ইংরেজীতে ৩৫ ও সাধারণ জ্ঞান বিষয়ে ৩০ নম্বরের প্রশ্নপত্র হবে।

বি-ইউনিটের সাধারণ জ্ঞান যেসব বিষয় থেকে থাকবে-

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে পঠিত পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন থাকবে ।

সি (বাণিজ্য) ইউনিট এর মানবন্টন

হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলা ও ইংরেজী বিষয়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

হিসাব বিজ্ঞানে ৩৫, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনায় ৩৫, বাংলায় ১৫ এবং ইংরেজীতে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে।

গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রশ্নের নম্বর বন্টন সম্পর্কে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি পড়ুন।

গুচ্ছ ভর্তি মানবন্টন ২০২৪

২০২৪ সালের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে আরো জানার থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

চবি ভর্তি পরীক্ষা তথ্য ২০২৪: CU Admission 2024

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩-২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

তথ্যসূত্র:

জিএসটি ভর্তি ওয়েবসাইট

“গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ (এ বি সি ইউনিট)”-এ 10-টি মন্তব্য

    • বি-ইউনিটের মানবণ্টন দেওয়া আছে। এখানে সেসব বিষয় দেওয়া আছে সেসব বিষয় থেকে প্রশ্নপত্র প্রনয়ন করা হবে। বাংলা ইংরেজী সহ অন্যান্য বিষয় উচ্চ মাধ্যমিকের ২০২১ সালের সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন হবে।

    • আসসালামু আলাইকুম। sir amder ki aiber 4th subject aer kono problem ase naki. Mane 4th subject aer bodole bangla english dagabo. Naki chaile math aer bodole bangla dagate parbo. Please sir bolle valo hoto

  1. আমার ৩য় বিষয় উচ্চতর গণিত ৪র্থ বিষয় জিববিজ্ঞান। ৩য় বিষয়ের পরিবর্তে আমি কি বাংলা / ইংরেজি দাগাতে পারব?

    জবাব

মন্তব্য করুন