২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমন্বিত কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের যোগ্যতা, পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের মানবন্টন তথ্য সম্পর্কে জানুন।
কৃষি গুচ্ছের ভর্তি আবেদন ২২ এপ্রিল থেকে শুরু হবে। আবেদন ফি ১২০০/= টাকা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ জুলাই ২০২৪ খ্রি. তারিখে।
গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: সিলেবাস ও প্রশ্নের মানবণ্টন
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৯ কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রি প্রদানকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ২২ এপ্রিল থেকে শুরু হবে।
অনলাইনে ভর্তি আবেদন করা যাবে ৩০ মে ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২০ জুলাই ২০২৪ শনিবার বেলা ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা উপর্যুক্ত ৮ টি কেন্দ্র ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে।
এবারে ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ৩৭১৮ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। গুচ্ছের কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তির অনলাইন আবেদন ফি টাকা ১২০০ (ট্রানজেকশনস চার্জ ব্যতীত) টাকা।
১৭ এপ্রিল তারিখে প্রকাশিত কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। ভর্তির অনলাইন আবেদন সহ ভর্তির সকল তথ্য পাওয়া যাবে acas.edu.bd ওয়েবসাইট থেকে।
আরো পড়ুন:
কৃষি গুচ্ছ এডমিট কার্ড ডাউনলোড (acas.edu.bd admit card 2024
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ (এ, বি, সি ইউনিট)
গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের যোগ্যতা
২০১৯/২০২০/ ২০২১ সালের এসএসসি/সমমান এবং ২০২২/২০২৩ সালের এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন তারা কৃষি গুচ্ছের ভর্তি আবেদন করতে পারবেন।
তবে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় সহ উভয় পরীক্ষায় প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতিত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
জিসিই এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।
সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিলেবাস ও নম্বরবণ্টন
উচ্চ মাধ্যমিক শ্রেণির ইংরেজী, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা ও গণিত বিষয়ের প্রশ্ন থাকবে। ২০২৩ সালের এইচএসসি সমমান পরীক্ষার সিলেবাস অনুসারে সমন্বিত কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এইচএসসি/সমমান পর্যায়ের বিষয় ইংরেজীতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদ বিজ্ঞানে ১৫, পদার্থে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে।
পরীক্ষায় মোট ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতির প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। মোট ১০০টি পশ্ন থাকবে। প্রত্যেক ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে।
মোট ১৫০ নম্বররের মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রণয়ন করা হবে। এমসিকিউ পরীক্ষা ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি সমমান সনদের ৫০ নম্বর।
সনদের নম্বর বণ্টন নিম্নরূপ-
এসএসসি/সমমান সনদের ২৫ নম্বর।
এইচএসসি/সমমান সনদের ২৫ নম্বর।
আরো দেখুন:
চুয়েট রুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২৪
গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য ২০২৪
গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের তালিকা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (নতুন)।
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪
সমন্বিত ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি ১৭ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখে প্রকাশিত হয়। ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির যোগ্যতা, আবেদনের সময়সূচি, পরীক্ষার কেন্দ্র, লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন প্রকাশ করা হয়েছে।
নিচের ভর্তি বিজ্ঞপ্তি থেকে এবিষয়ে বিস্তারিত তথ্য জানুন।
২০২৪ সালের কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আরো তথ্য জানতে আমাদের কাছে লিখতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো জানুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি তথ্য ২০২৩-২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ (স্নাতক অনার্স ১ম বর্ষ)
তথ্যসূত্র:
আমার ssc & hsc এর মোট নাম্বার =৯.৬৬।
আমি কৃষিতে এক্সাম দেওয়ার জন্য সুযোগ চাই।
মতামতের জন্য ধন্যবাদ।
আমি একজন অভিভাবক,
আমার মেয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী।আমার অবস্থান ফেনী শহরে। ভর্তি পরীক্ষার কেন্দ্র চয়েস দিয়েছি চট্টগ্রাম। কিন্তু আমার মেয়েকে সিট দেয়া হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় ময়মনসিংহে।কিন্তু কেন?
আমার পক্ষে এতদূরে যাওয়া সম্ভব নয়।তাহলে কেন্দ্র চয়েস দেওয়ার কি দরকার ছিল।
আসলে কিছু বিষয়ের উপর ভিত্তি করে আপনার মেয়ের সিট পড়েছে। এবিষয়ে করার কিছু নেই। ধন্যবাদ।
কতজন পরীক্ষার্থী কৃষি গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা দিয়েছে?
সে বিষয়ে নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই। ধন্যবাদ।
কৃষি রেজাল্ট কবে হবে ?
৭০০ টাকা কবে ফেরত দেওয়া হবে?
এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। হলে জানাবো।
আমি ৭০০টাকা পেলাম নাহ তো এখনও।
আপনার সাথের কেউ পেয়েছে কীনা তার খোঁজ নিন। ধন্যবাদ।
কৃষি গুচ্ছ পরীক্ষার ফল পুনঃনিরীক্ষনের সুযোগ দোয়া হবে কি?
কৃষি ভর্তি ওয়েবসাইটে নজর রাখুন। ধন্যবাদ।
কৃষি ২য় মেরিট এর তারিখ কি পড়ছে?
কৃষি গুচ্ছে এসএসসি ও এইচএসসি এর মার্কের ওপর যে ৫০ মার্ক থাকে সেটা কিভাবে হিসেবে করবো? (মাদরাসা বোর্ড এর জন্য)
আগে পরীক্ষা দেন, তারপর চান্স পান। এরপর এসব হিসাব করবেন।
2nd merit er admission date
কবে 700 টাকা ফেরত দেওয়া হবে??
আমি এখনো ৭০০ টাকা ফেরত পাইনি
অন্যরা টাকা ফেরত পেয়েছে কীনা তার খোঁজ নিন।
700taka return kon din dibe?
Agriculture a Jara select hoi ni tader700 tk akon o thara ferot paini.koba nagad ferot peta Paris?
আমি মাদ্রাসা বোর্ড থেকে আলিম পাস করছি
আমার GPA point 6.65 আমি কি কৃষিতে ভর্তি হতে পারবো
ভর্তি বিজ্ঞপ্তি পড়ে দেখুন।
চতুর্থ সাবজেক্ট এর পরিবর্তে বাংলা বা ইংরেজি দেওয়া যাবে? কৃষি গুচ্ছে?
আমি আর্টস নিয়ে পড়ি আমি কি ভর্তি পরীক্ষা জন্য সুযোগ পাব
না, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে বিজ্ঞান বিভাগের হতে হবে।