কুমিল্লা শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার রেজাল্ট ২৮ জুলাই ২০২৩ তারিখ শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে প্রকাশ করা হবে।
অনলাইনে বোর্ডের ওয়েবসাইট (comillaboard.gov.bd) থেকে ও মোবাইল SMS এর মাধ্যমে comilla board ssc result দেখুন।
কুমিল্লা শিক্ষা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৩ (comilla board ssc result 2023)
সূচীপত্র...
২০২৩ সালের কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার রেজাল্ট ২৮ জুলাই ২০২৩ খ্রি. তারিখ সকাল ১০.৩০ টায় প্রকাশ করা হবে। একই সময়ে দেশের অন্য সব বোর্ডের এসএসসি সমমান রেজাল্ট প্রকাশিত হবে।
কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে, বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।
২৬ জুলাই তারিখে, কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখা যাবে তার নিয়ম নির্দেশনা দিয়ে নোটিশ প্রকাশ করা হয়।
বোর্ডের এসএসসি রেজাল্ট প্রকাশের নোটিশে, ৪টি পদ্ধতিতে কুমিল্লা বোর্ডের রেজাল্ট দেখা যাবে বলে জানানো হয়েছে। নিচের অনুচ্ছেদে রেজাল্ট দেখার নিয়ম জানুন।
আরো পড়ুন:
এসএসসি-দাখিল রেজাল্ট চেক ২০২৩ (Check SSC-Dakhil Result 2023)
মোবাইল এসএমএস (SMS) দিয়ে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জানুন
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলাফল দেখার নিয়ম (অনলাইন ও SMS)
কুমিল্লা বোর্ড প্রকাশিত এসএসসি পরীক্ষার রেজাল্ট নিম্নোক্ত যে কোন একটি পদ্ধতি অনুসরণ করে সংগ্রহ করা যাবে।
১। কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.comillaboard.gov.bd) থেকে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে স্ব-স্ব প্রতিষ্ঠান Result Sheet download/print করতে পারবে।
২। mail.educationboard.gov.bd ওয়েবসাইটে গিয়ে কুমিল্লা বোর্ড সিলেক্ট করে প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে প্রতিষ্ঠান ভিত্তিক Result Sheet download/ print করতে পারবে।
৩। পরীক্ষার্থী সমন্বিত শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইট : www.educationboardresults.gov.bd এর মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে।
৪। পরীক্ষার ফল প্রকাশের পর যেকোন মোবাইল নম্বর থেকে SSC Board Name (1st 3 letters ) RollYear লিখে 16222 এ SMS এর মাধ্যমে ফল জানা যাবে।
উদাহরণ : SSC Com 150000 2023 লিখে SEND to 16222
উল্লেখ্য, ফল প্রকাশের দিন থেকে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পরবর্তী ০৭ (সাত) দিন পর্যন্ত বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শিত হবে। এর পরে আর বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর প্রদর্শিত হবে না।
শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাবোর্ড বা পত্রিকা অফিসে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে না বা প্রকাশিত হবে না।
কুমিল্লা বোর্ডের এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের তারিখ ২০২৩
কুমিল্লা বোর্ডের এসএসসি ফলাফল পুন:নিরীক্ষণের জন্য SMS এর মাধ্যমে ২৯ জুলাই ২০২৩ খ্রি. তারিখ থেকে ০৪ আগষ্ট ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন পদ্ধতি ও পুনঃনিরীক্ষণের ফি প্রদানের পদ্ধতি টেলিটক বাংলাদেশ লি. প্রদত্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
২০২৩ সালের কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
SSC Result 2023 with Marksheet: মার্কশীট (নাম্বার) সহ এসএসসি রেজাল্ট
শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এসএসসি-দাখিল ফলাফল ২০২৩)
তথ্যসূত্র-
আমি 2023এর পরীক্ষা দিয়েছি ,তাই আমি এখন পরীক্ষার রেজাল্ট জানতে চাই।
Hmmm
Hi
আমি ২০২৩সালে এসএসসি পরীক্ষা দিছি
একন আমি কোন বিষয় কত পাইছি নাম্বার দেখা যায় না কেন ভাই বলেন তো
আপনি বোর্ডের রেজাল্ট ওয়েবসাইটে নাম্বার সহ রেজাল্ট দেখতে পারেন। এক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন।