কারিগরি শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতা হস্তান্তর

বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। একই সাথে কারিগরির মে মাসের এমপিও সীট প্রকাশ করা হয়েছে।
Technical May MPO 2022: কারিগরি শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের চেক হস্তান্তর
সূচীপত্র...
এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিও সীট প্রকাশ ও বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
৮ জুন ২০২২ খ্রি. তারিখ কারিগরি শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে, কারিগরির মে মাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও শাখা) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, কারিগরির মে মাসের চেক হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।
কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচরীগণ মে/২০২২ মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১২ জুন ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
আরো জানুন:
MPO May 2022: স্কুল-কলেজের মে মাসের বেতনের চেক ছাড়
মাদ্রাসা মে এমপিও ২০২২: শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর
নিচের যুক্ত বিজ্ঞপ্তিতে এমপিও স্মারক নম্বর ও নিচের অনুচ্ছেদে এমপিও শিট সংগ্রহের ঠিকানা দেখুন।
Technical May MPO Sheet 2022: কারিগরি মে মাসের এমপিও সীট ২০২২
নিচের লিংক থেকে প্রকাশিত মে/২০২২ মাসের কারিগরির এমপিও শিট সংগ্রহ করা যাবে।
http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/7174_File_may_2022.html
২০২২ সালের কারিগরি শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের চেক ছাড়ের আরো তথ্য জানতে আমাদের কাছে লিখতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন
কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএম, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স)
তথ্যসূত্র: