কারিগরি মে মাসের এমপিও ২০২১ প্রকাশ ও বেতন-ভাতার চেক হস্তান্তর

কারিগরি মে মাসের এমপিও ২০২১

কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিও শিট ২০২১ প্রকাশ ও বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিও ২০২১: বেতনের চেক ছাড়

বেসরকারি এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের মে মাসের এমপিও শিট প্রকাশ করা হয়েছে। সাথে মে মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকের প্রধান ও স্থানীয় কার্যালয়ে ০৬/০৬/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে বেতনের অর্থ হস্তান্তর করা হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক (এমপিও শাখা) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মে মাসের বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

কারিগরি অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইটে ০৭/০৬/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে চেক হস্তান্তরের নোটিশ প্রকাশিত হয়।

এছাড়া অধিদপ্তরের ওয়েবসাইটে চলতি মাসের হালনাগাদ এমপিও শিট আপলোড করা হয়েছে। নিচের অনুচ্ছেদে যুক্ত লিংক থেকে এমপিও শিট সহজে সংগ্রহ করে, বেতন-ভাতা উত্তোলনের জন্য ব্যাংকে জমা দেওয়া যাবে।

এবারের কারিগরির মে মাসের এমপিও’তে, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণ ইনডেক্স নম্বর পেয়েছেন ও সংশ্লিষ্ট মাসের বেতন-ভাতা পাচ্ছেন।

পূর্বের ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীরা টাইম স্কেল/সিলেকশন গ্রেড ও উচ্চতর গ্রেড পেয়েছেন। প্রতিষ্ঠান প্রধানদের অভিজ্ঞতার স্কেল ও অন্য সব শিক্ষক-কর্মচারীরা এমপিও আবেদনের প্রেক্ষিতে কাঙ্খিত স্কেল পেয়েছেন বলে অধিদপ্তর সুত্রে জানা গেছে।

কারিগরির মে মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১৫/০৬/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

বিঃদ্রঃ- নিচের বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তির প্রথমে, কারিগরির মে মাসের এমপিও ছাড়ের স্মারক নম্বর উল্লেখ আছে।

কারিগরি মে মাসের এমপিও ২০২১

আরো পড়ুন:

স্কুল-কলেজ এখনই খুলছে না, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আবারো বাড়ছে

এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা ২০২১ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য

Technical Teacher May MPO Sheet 2021: কারিগরির মে মাসের এমপিও শিট ২০২১

কারিগরির ২০২১ খ্রিষ্টাব্দের মে মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচের যুক্ত লিংক থেকে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/4522_File_May_2021.html

উপরের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে তা ব্রাউজ করুন। এখানে ব্যাংকের নাম লেখা এমপিও শিটের কতকগুলো ফাইল দেখতে পাবেন।

এখান থেকে আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন উত্তোলন করে সে ব্যাংকের নামের ফাইলে ক্লিক করুন। বাংকে অধিনের সকল প্রতিষ্ঠানের এমপিও শিট এখানেই সংরক্ষিত আছে।

আরো দেখুন:

মে মাসের এমপিও ২০২১: স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড়

মাদ্রাসা মে এমপিও ২০২১: শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর

শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনা

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০

তথ্যসূত্র:

কারিগরি শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“কারিগরি মে মাসের এমপিও ২০২১ প্রকাশ ও বেতন-ভাতার চেক হস্তান্তর”-এ 2-টি মন্তব্য

  1. ভাইয়া কারিগরী জানুয়ারি ২০২১ সংশোধনী এমপি ও নীতিমালার অনুমোদন কবে হবে এবং কবে বেতন ভাতা ছাড় করা হবে বলে আশা করা যায়? জুন মাসের শেষ সপ্তাহের দিকে আশা করা যায় কি?

    জবাব
    • এটা আগে থেকে বলা সম্ভব নয়। তবে জুন মাসের এমপিও মাসের শেষ সপ্তাহের বা পরের মাসের প্রথম সপ্তাহে ছাড় হতে পারে। ধন্যবাদ।

মন্তব্য করুন