কারিগরি শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিও’র চেক হস্তান্তর

কারিগরি অক্টোবর মাসের এমপিও চেক হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিও’র চেক হস্তান্তর করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের অক্টোবর-২০২২ মাসের এমপিও’র বেতন-ভাতার চেক হস্তান্তর

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমার বেতনের চেক হস্তান্তর করা হয়েছে।

২০২২ সালের অক্টোবর মাসের বেতন-ভাতার ১২(বার)টি চেক অগ্রণী, জনতা, রুপালী ও সোনালী ব্যাংকের কার্যালয়ে ০২/১১/২০২২ খ্রি. তারিখে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষকদের বেতন ভাতা উত্তোলনের সুবিধার্থে অক্টোবর মাসের বেতন-ভাতাদির সংশ্লিষ্ট এমপিও শিটের কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের আপলোড করা হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানগণকে তাঁর প্রতিষ্ঠানের এমপিও শিট ওয়েবসাইট হতে ডাউনলোড করে বেতন ভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ অক্টোবর মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ০৯/১১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

এমপিও স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০,০০৫.২২-১৭১১,১৭১২,১৭১৩,১৭১৪ তারিখ: ০২/১১/২০২২ খ্রি.।

কারিগরি অক্টোবর মাসের চেক হস্তান্তরের নোটিশ ২০২২

নিচের অনুচ্ছেদের লিংক থেকে অক্টোবর মাসের বেতনের এমপিও শিটের কপি পাওয়া যাবে।

আরো জানুন:

October MPO 2022: এমপিও স্কুল-কলেজের অক্টোবর মাসের চেক ছাড়

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের চেক ছাড়

Technical Teacher October MPO Sheet 2022

নিচের লিংক থেকে সরাসরি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অক্টোবর মাসের এমপিও শিট পাওয়া যাবে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/2559_File_october_2022.html

কারিগরি শিক্ষক-কর্মচারীদের ২০২২ সালের অক্টোবর মাসের বেতনের চেক ছাড়ের আরো তথ্য জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)

Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা অধিদপ্তর

Share This:

One Comment

  1. আমি জয়নন্দ ডিগ্রি কলেজের (বিএম) শাখার একজন কম্পিউটার ল্যাব অ্যাসিটেন্ট আমার যোগদান ২০০১ সালে বতমানে একই পদে বেতন স্কেল বৈষম্য কেন ? এটা দুঃখ জনক | কারিগরি শাখার ১৬ বছরের উচ্চতর স্কেল পাচ্ছিনা কেন ?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + ten =