২০২৩ সালের কারিগরি শিক্ষা বোর্ড এর এইচএসসি সমমান ভোকেশনাল, বিএম/বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স রেজাল্ট দেখার সহজ নিয়ম জানুন।
এই প্রতিবেদনের নির্দেশনা অনুসরণ করলে খুব সহজে সবার আগে, মার্কশিট নাম্বার সহ এইচএসসি ভোকেশনাল, ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
সদ্য সংবাদ: ২০২৩ সালের এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। নিচের লিংক থেকে পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, যারা উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে চান, তাদের ২২ থেকে ২৮ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখের মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি প্রতি পত্র প্রতি ১৫০/= টাকা।
- কারিগরি বোর্ডের এইচএসসি সমমান রেজাল্টের কপি সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
কারিগরি বোর্ড এইচএসসি ভোকেশনাল বিএম ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রেজাল্ট ২০২৩
সূচীপত্র...
২০২৩ সালের কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার রেজাল্ট ২৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখের প্রকাশ করা হবে। একই দিন-তারিখে দেশের ৯ সাধারণ বোর্ড ও মাদ্রাসার এইচএসসি-আলিম পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে।
রেজাল্ট প্রকাশের সাথে সাথে সকল বোর্ডের রেজাল্ট একযোগে মোবাইল এসএমএস, অনলাইন ও রেজাল্ট বিতরণকারী প্রতিষ্ঠানে পাওয়া যাবে।
কারিগরি বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশমাত্রই বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশে শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইট থেকে এই রেজাল্ট অনলাইনে পাওয়া যাবে।
এছাড়া মোবাইল এসএমএস (SMS)-এর মাধ্যমে কারিগরি বোর্ডের সকল রেজাল্ট পাওয়া যাবে। নিচের অনুচ্ছেদে বিষয় ও পত্র ভিত্তিক নাম্বার মার্কশিট সহ রেজাল্ট দেখার নিয়ম বর্ণনা করা হলো।
কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রেজাল্ট প্রকাশের নোটিশ দেখুন। এখানে রেজাল্ট দেখার নির্দেশনা দেওয়া আছে।
আরো পড়ুন:
Rajshahi Board HSC Result 2023: নাম্বার সহ এইচএসসি রেজাল্ট
Alim Result 2023: মার্কশিট নাম্বার সহ আলিম রেজাল্ট দেখার নিয়ম
এইচএসসি ভোকেশনাল-বিএম ও ডিপ্লোমা ইন কমার্স রেজাল্ট দেখার নিয়ম
দেশের সব শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষা সমূহের রেজাল্ট সরবরাহ করা হয় বোর্ডের দুইটি ওয়েবসাইট থেকে।
বোর্ডের পাবলিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ মাত্রই এই দুই ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীর প্রাপ্ত গ্রেড পয়েন্ট বা জিপিএ ভিত্তিক রেজাল্ট পাওয়া যায়।
এছাড়া প্রতিটি বিষয় ও পত্রের আলাদা-আলাদা প্রাপ্ত নাম্বার সহ মোট নাম্বার দেখা যায় অনলাইনে বোর্ড রেজাল্ট সরবরাহকারী ওয়েবসাইট থেকে।
এখানে নাম্বার মার্কশিট সহ এইচএসসি সমমান বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কর্মাস পরীক্ষার রেজাল্ট দেখার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো।
মার্কশিট নাম্বার সহ ভোকেশনাল-বিএম ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রেজাল্ট দেখুন
অনলাইনে সকল শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষা সমুহের রেজাল্ট সরবরাহ করা হয় সরকারের দুটি দাপ্তরিক ওয়েবসাইট থেকে।
এক. eboardresults.com
দুই. www.educationboardresults.gov.bd
এই দুই ওয়েবসাইটের জন্য বোর্ড থেকে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করে টেলিটক বাংলাদেশ লিমিটেড।
তবে eboardresults.com ওয়েবসাইটে শুধুমাত্র পরীক্ষার্থীর রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখা যায়। এক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকলেও সমস্যা নেই, রেজাল্ট দেখা যাবে।
এছাড়া এখানে রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার একত্রে দিলে, পরীক্ষার্থীর প্রতি বিষয় ও পত্রের গ্রেড পয়েন্ট, প্রাপ্ত নাম্বার সহ মার্কশীট দেখা যাবে।
এবার নিচের নির্দেশনা অনুসরণ করে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট দেখুন।
প্রথমে আপনার মোবাইল/কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করুন। এরপর ব্রাউজারের অ্যাড্রেসবারে নিচের ঠিকানাটি লিখুন।
https://eboardresults.com/v2/home
উপরের ঠিকানাটি লিখতে সমস্যা হলে, কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে তা ব্রাউজ করুন।
নিচের ছবির মত WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS লেখা রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হবে।
কারিগরি এইচএসসি ২০২৩ রেজাল্ট সার্চ ফরমে তথ্য নির্বাচনের নির্দেশনা
উপরের রেজাল্ট সার্চ ফরমে সকল বোর্ডের JSC/JDC, SSC/DAKHIL/Equivalent, HSC/ALIM/Equivalent এবং DIBS (diploma in Business Studies) পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।
রেজাল্ট সার্চ ফরমটি ভালোভাবে লক্ষ্য করুন। এখানে পরীক্ষা ও পরীক্ষার্থীর নিজের কিছু তথ্য নির্বাচন ও লিখে দিয়ে Submit বাটনে ক্লিক করলে রেজাল্ট মুহুর্তেই দেখা যাবে।
এবার দেখে নিন রেজাল্ট সার্চ ফরমের কোন অপশন নির্বাচন এবং কোন তথ্য লিখে দিতে হবে।
Examination: এখানে পরীক্ষার্থীর পরীক্ষার নাম নির্বাচন করতে হবে। যেমন: HSC/ALIM/Equivalent অপশনটি নির্বাচন করুন। অথবা প্রযোজ্য ক্ষেত্রে সঠিক অপশনটি নির্বাচন করুন।
Year: পরীক্ষার বছর নির্বাচন করতে হবে এখানে। যেমন- 2023.
Board: এখানে পরীক্ষার্থীর নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। যেমন- Technical.
Result Type: এই অপশনটি পরীক্ষার্থীর নিজ রেজাল্ট দেখতে খুবই গুরুত্বপূর্ণ। এখানে Individual Result অপশনটি নির্বাচন করুন। এই অপশনটি নির্বাচন করা হলে, নতুন কয়েকটি অপশন সার্চ ফরমে যুক্ত হবে।
Roll: এরপর পরীক্ষার্থীর নিজ রোল নাম্বার ইংরেজী সংখ্যায় লিখুন। যেমন- 123456। এখানে পরীক্ষার্থীর নিজ রোল নাম্বর লিখতে হবে।
Registration: পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন নাম্বার লিখতে হবে। রেজিষ্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় এখানে লিখতে হবে। যেমন- 12345678.
Security Key (4 digits): সিকিউরিটি কি নামক অপশনটি আসলে ক্যাপচা কোড। এখানে ইংরেজীতে যে চারটি সংখ্যা দেখছেন, তা পাশের টেক্সটবক্সে ইংরেজী সংখ্যায় লিখতে হবে। ভুল হলে এরর দেখা দিবে।
Submit: সবশেষে পরীক্ষার্থীর উপরোক্ত তথ্যগুলো আবারো চেক করে নিয়ে, Submit বাটনে ক্লিক করুন। কিছু সময় পর পরবর্তী নতুন পাতায় গ্রেড পয়েন্ট নাম্বার মার্কশিট সহ পরীক্ষার্থীর নিজ রেজাল্ট দেখা যাবে।
সতর্কতা: রেজাল্ট প্রকাশের দিন সার্ভার ব্যস্ততার কারণে, রেজাল্ট দেখতে সমস্যা হতে পারে। তাই ধৈর্য্য না হারিয়ে কিছু সময় পরপর চেষ্ট করতে থাকুন।
HSC BM-Vocational, Diploma in Commerce Result 2023 With Marksheet by Mobile SMS
মোবাইল ফোনে এইচএসসি সমমান বিএম ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়। মোবাইল এসএমএস-এর মাধ্যমে সহজে এসব রেজাল্ট ঘরে বসে দেখা যাবে।
এর জন্য নির্ধারিত ফরম্যাটে মেসেজ লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। নিচের মেসেজ ফরম্যাটটি দেখুন।
HSC<স্পেস>TEC<স্পেস>12345678<স্পেস>2022 Send to 16222
এখানে <স্পেস> মানে ফাঁকা জায়গা যা দুটি শব্দ পাশাপাশি লিখতে মাঝখানে ব্যবহার করি।
উদাহরণ: HSC TEC 12345678 2023
সঠিক তথ্য দিয়ে সঠিক ফরম্যাটে এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যে, ফিরতি এসএমএস এর মাধ্যমে কাঙ্খিত রেজাল্ট পাওয়া যাবে।
কারিগরি শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এইচএসসি সমমান ভোকেশনাল, বিএম ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রেজাল্ট দেখতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
কারিগরি বোর্ড রেজাল্ট দেখার নিয়ম [www.bteb.gov.bd result]
HSC Result 2023: এইচএসসি রেজাল্ট ২০২৩ মার্কশিট (নাম্বার) সহ দেখুন
ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৩: Dhaka Board HSC Result 2023
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ২৩/১১/২০২৩ খ্রি. তারিখ ০৮:৪৫ অপরাহ্ন।
Ok
155166
Certificate in radio TV &mobile servicing