Home » এসএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের আপডেট খবর জানুন

এসএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের আপডেট খবর জানুন

এসএসসি পরীক্ষা ২০২২ আপডেট খবর

২০২২ সালের স্থগিত এসএসসি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে গ্রহণের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১৯ জুন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাটি বন্যার কারণে স্থগিত করা হয়েছে।

এবারের এসএসসি পরীক্ষা সময় ও প্রশ্নপত্রের নম্বর কমিয়ে মাধ্যমিকের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে প্রতিটি বিষয় ও পত্রের এসএসসির প্রশ্নপত্রের নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে।

২০২২ সালের এসএসসি সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের বন্যা পরিস্থিতি অবনতির কারণে এসএসসি সহ দাখিল ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়।

১৭ জুন তারিখে প্রকাশিত ঢকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে, চলতি সালের এসএসসি সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ১৯ জুন থেকে এসএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

স্থগিত পরীক্ষার রুটিন পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।

2022 সালের এসএসসি দাখিল সমমান স্থগিত পরীক্ষা ১৫ সেপ্টেম্বর (আপডেট খবর)

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ (SSC Routine PDF Download 2022)

মাদ্রাসার দাখিল পরীক্ষার রুটিন ২০২২ (Dakhil Routine PDF 2022)

২০২২ সালের এসএসসি পরীক্ষার সবশেষ আপডেট খবর

২০২২ সালের স্থগিত এসএসসি সমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠানের কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১৭ জুলাই দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, “আগস্টের মাঝামাঝি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পরিকল্পনা থাকলেও এ সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা যায়। তাই এ সময়ে পরীক্ষা না নিয়ে কিছু পরে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।”

উল্লেখ্য, ঢাকা বোর্ডের ১৭ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। পরীক্ষার পরবর্তী দিন-তারিখ নতুন রুটিনে প্রকাশ করা হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষা ২২ আগস্ট তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকলেও, এই পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রীর তথ্য অনুসারে, এইচএসসি পরীক্ষা নভেম্বর মাসের শুরুতে অনুষ্ঠিত হতে পারে বলে  জানানো হয়েছে।

২০২২ সালের স্থগিত এসএসসি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে

স্থগিত হওয়া ২০২২ সালের এসএসসি পরীক্ষা, ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৭ জুলাই অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এমনটা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেছেন, “বন্যায় অনেক শিক্ষার্থীদের বই হারিয়ে গেছে। এখন তাদের কাছে বই পৌঁছে দেওয়ার পর এবারের এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

তিনি ১৫ সেপ্টেম্বর ২০২২ খ্রি.  তারিখ হতে এসএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষা বোর্ডগুলো স্থগিত এসএসসি সমমান পরীক্ষার রুটিন নতুন করে আবারো প্রকাশ করবে।

২০২২ সালের এসএসসি পরীক্ষা কোন কোন বিষয়ে হবে?

এবারের এসএসসি পরীক্ষায় পরীক্ষার সময় ও প্রশ্নপত্রের নম্বর কমিয়ে অনুষ্ঠিত হবে। এছাড়া এসএসসি সমমানের পরীক্ষা হতে ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্ত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিষয় বাদ দেওয়া হয়েছে।

১ মার্চ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির বিজ্ঞপ্তিতে, এসএসসি সমমান পাঠ্যসূচি থেকে বিষয়গুলো বাদ দিয়ে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (২৮ ফেব্রুয়ারি), মাধ্যমিক পর্যায়ের এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষা থেকে তিন বিষয় বাদ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।

সব শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (এসএসসি-এইচএসসি সমমান) পরীক্ষা সংক্রান্ত ভার্চুয়াল সভায়, এসএসসি পরীক্ষার বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো।

ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষা-২০২২ এর বিষয় নির্ধারণ, নম্বর বিভাজন বিজ্ঞপ্তি দেখুন।

এসএসসি পরীক্ষা-২০২২ এর বিষয় নির্ধারণ, নম্বর বিভাজন বিজ্ঞপ্তি

সাধারণত সময়ে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শুরুতে অনুষ্ঠিত হয়। এরপর এপ্রিল মাসের দিকে এইচএসসি পরীক্ষা শুরু হয়।

আরো জানুন:

এইচএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের সবশেষ আপডেট খবর

স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষাপঞ্জি

২০২২ সালের এসএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে?

২০২২ সালের এসএসসি সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি ১৭ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থগিত এসএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ করেন।

বন্যায় কারণে সকল বোর্ডের পাবলিক পরীক্ষাটি বর্তমানে স্থগিত আছে। পরবর্তীতে নতুন রুটিনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বারের মত এবারও বোর্ড ফাইনাল পরীক্ষায় অংশ নিতে, শিক্ষার্থীদের নির্বাচনী (টস্ট) পরীক্ষায় অংশ নিতে হয় নি। তবে অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রস্তুতিমূলক পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এনসিটিবি প্রণীত পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি (এসএসসি সমমানের ১৫০ দিনের) অনুযায়ী এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২২ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে নিচের প্রতিবেদন দেখুন।

SSC-HSC Short Syllabus 2022: এসএসসি-এইচএসসি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী

Dakhil-Alim Short Syllabus 2022: পুনর্বিন্যাসকৃত দাখিল-আলিম সিলেবাস

এইচএসসি পরীক্ষার প্রশ্নের মানবন্টন, নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২

এসএসসি পরীক্ষা ২০২২ এর সিলেবাস ও নম্বরবণ্টন (মানবন্টন)

করোনার সংক্রমণের জন্য প্রতিষ্ঠান বন্ধের কারণে, ২০২২ সালের এসএসসি সমমান পরীক্ষা সময় ও প্রশ্নের নম্বর কমিয়ে অনুষ্ঠিত হবে।

এসএসসি সমমানে লিখিত পরীক্ষার পূর্ণমান হবে ব্যবহারিক বিষয়ের ৪৫ নম্বর।

আর যে সব বিষয়ের ব্যবহারিক নেই, সেসব বিষয়ের পূর্ণমান হবে ৫৫ নম্বর।

প্রতিটি বিষয়ের পরীক্ষা আলাদাভাবে গ্রহণ করা হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে ২ ঘন্টা।

পরীক্ষার প্রশ্নপত্রের নম্বরবণ্টন বিষয়ে ইতোমধ্যে নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (সৃজনশীল ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে।

আর যেসব বিষয়ে ব্যবহারিক আছে, সেসব বিষয়ে ৪৫ নম্বরের (সৃজনশীল ৩০, এমসিকিউ ১৫) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নেই সেগুলোর লিখিত অংশে ১১টি প্রশ্নের মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে।

ব্যবহারিক পরীক্ষা রয়েছে এমন বিষয়ে লিখিত অংশে ৮টি প্রশ্নের মধ্যে যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে।

লক্ষ্য করুন: এসএসসি পরীক্ষার নতুন করে বিষয় নির্ধারণ ও প্রশ্নপত্রের নম্বর বিভাজন করা হয়েছে। পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

এসএসসি পরীক্ষার মানবন্টন, প্রশ্নপত্রের সময় ও নম্বর বিভাজন ২০২২

এসএসসি-এইচএসসি বাংলা-ইংরেজী সংক্ষিপ্ত সিলেবাস ২০২২

২০২২ সালের এসএসসি সমমান পরীক্ষার হালনাগাদ আজকের খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

কোন বিষয় জানার থাকলে আমাদের কাছে লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র:

শিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ১৭/০৭/২০২২ খ্রি. তারিখ ০৬:২৮ অপরাহ্ন।

47 thoughts on “এসএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের আপডেট খবর জানুন”

    1. এখন পর্যন্ত যা তথ্য আছে, সাধারণ সময়ের মত সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সংক্ষিপ্ত সিরেবাসে এই পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করার কথা আছে।

  1. মাদ্রাসাতো ঠিক মতো ক্লাস হলো না তার উপর এতো গুলো অধ্যায় আমরা কি করে শেষ করবো এবং এতো তারা তারি কি করে পরিক্ষা দিব । অনেক গরিব ছেলে আছে যারা শুধু ক্লাসে পড়ার অপোর নির্ভর করে তাদের কি হবে আর আমরা সিলেবাস না কমালে পরিক্ষা দিতে চাই না

  2. বাংলা ১ম এ কি যেকোনো ৪টি প্রশ্নের উওর দিতে হবে, নাকি প্রত্যেক বিভাগ থেকে একটি করে ৪টি?

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top