এনটিআরসিএ ৩য় গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২

এনটিআরসিএ ৩য় গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে, ১৫ হাজার পদের বিশেষ  গণবিজ্ঞপ্তি-২০২২ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে এনটিআরসিএ-এর দাপ্তরিক ওয়েবসাইটে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি-২০২২ প্রকাশ করা হয়।

এনটিআরসিএ ৩য় গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫১৬৩ পদে বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২

এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ।

এনটিআরসিএ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে পদ পূরণ না হওয়া, শূন্যপদে এসব শিক্ষক নিয়োগ করা হবে বলে বিশেষ গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এবারের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১৫১৬৩ টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে ১২ হাজার ৮০৭টি এমপিওভুক্ত ও ২ হাজার ৩৫৬টি নন-এমপিও পদ রয়েছে।

শূন্যপদের বিষয় ও পদ ভিত্তিক তালিকা ৭ ফেব্রুয়ারি এনটিআরসিএ টেলিটক এর দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। (নিচের অনুচ্ছেদে শূন্যপদের তালিকা দেখার নির্দেশনা দেখুন)।

৮ ফেব্রুয়ারি থেকে এসব পদে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। ২২ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।

২৫ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত এসএমএসের মাধ্যমে এসব পদের আবেদন ফি জমা দেওয়া যাবে।

অনলাইনে আবেদনের ঠিকানা: http://ngi.teletalk.com.bd/ntrca/app/

এছাড়া www.ntrca.gov.bd ওয়েবসাইট থেকে বিশেষ গণবিজ্ঞপ্তির সকল তথ্য  পাওয়া যাবে।

উপরোক্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেয়া হবে।

এবারের আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। প্রতিটি আবেদন জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

নিচের অনুচ্ছেদ থেকে এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তি-২০২২ সম্পর্কে বিস্তারিত জানুন।

আরো জানুন:

এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ

NTRCA Vacant Posts: এনটিআরসিএ জেলা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের তালিকা

বাংলাদেশের সকল জেলার জেলাভিত্তিক স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিএম প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি তারিখে এই তালিকা প্রকাশ করা হয়।

এনটিআরসিএ শিক্ষক নিয়োগের জেলাভিত্তিক শূন্যপদের তালিকা দেখা যাবে নিচের ঠিকানায়-

উপরের লিংকটি কপি করে আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। নিচের ছবির মত শূন্যপদের তালিকা দেখা একটি ফরম দেখা যাবে।

এনটিআরসিএ জেলা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের তালিকা

এবার Choose One লেখা সিলেক্ট বক্সে ক্লিক করে Institute of District অপশনটি সিলেক্ট করুন। এখন আরো দুটি নতুন সিলেক্ট বক্স আসবে। এখানে একটি বিভাগের, অন্যটি জেলার।

বিভাগ নির্বাচন করা হলে সে বিভাগের অন্তর্গত সকল জেলা তালিকা আসবে। সবশেষে কাঙ্খিত জেলা নির্বাচন করুন। এখানে সংশ্লিষ্ট জেলার শূন্যপদের তালিকা দেখা যাবে।

এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তি: প্রার্থীর বয়স ও যোগ্যতা

২০২০ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি ৩৫ বছর বা তার হলে নিবন্ধিত প্রার্থীরা ২০২২ সালের এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

এছাড়া ২০১৮ খ্রিষ্টাব্দের এমপিও নীতিমালা জারির আগে নিবন্ধন সনদধারীদের জন্য আপিল বিভাগের রায় অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।

বিশেষ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে বিষয় ও পদ ভিত্তিক পৃথক-পৃথক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের যুক্ত গণবিজ্ঞপ্তি পড়ুন।

এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২

এনটিআরসিএ ৩য় গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২

উল্লেখ্য যে, ২০২১ খ্রিষ্টাব্দের ৫৪ হাজার শিক্ষক পদে নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। কিন্তু সে পদগুলোর মধ্যে ১৫ হাজারের বেশি পদে কোনো প্রার্থী আবেদন না করায় তা ফাঁকা থেকে যায়।

সেই শূন্য পদগুলোতে নতুন করে নিয়োগ দিতে এনটিআরসিএ ২০২২ সালের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আরো পড়ুন:

Latest NTRCA Notice: সদ্য এনটিআরসিএ নোটিশ কীভাবে দেখবেন?

NTRCA Latest Result: ntrca.teletalk.com.bd – সদ্য এনটিআরসিএ রেজাল্ট

তথ্যসূত্র:

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

সবশেষ আপডেট: ০৭/০২/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ০৫:০২ অপরাহ্ণ।

“এনটিআরসিএ ৩য় গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২”-এ 35-টি মন্তব্য

  1. আমি মোঃ আমিনুল ইসলাম স্যার প্রতিটা উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালে নৈশ্য প্রহরী পদে নিয়োগ কোন মাস থেকে শুরু হবে

    জবাব
  2. আমার প্রশ্নঃ ধরুন আমার বয়স ৩৪ বছর ১১ মাস ১৭ দিন এই সময়ে ১৮তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ছাড়ছে আমি যদি এপ্লাই করি আর প্রিলি,রিটেন,ভাইভায় টিকে যাই আমার কি চাকরি হবে?

    জবাব
    • নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণের বিজ্ঞপ্তিতে শর্তটি উল্লেখ করা হয়। আগে থেকে আগামী নিবন্ধন পরীক্ষার শর্ত বলা আমাদের পক্ষে সম্ভব নয়। ধন্যবাদ।

  3. স্যার জুলাই মাসের মধ্যে শিক্ষক নিয়োগ ২০২১ এর ফল প্রকাশ হবে কি?যদি না হয় তো কোন মাসে হবে?sir বিশ্বস্ত সুথ্রে জানালে খুবই খুশি হতাম। please sir…

    জবাব
  4. স্যার যারা অনার্স-মাস্টার্স প্রাণিবিজ্ঞান বিষয়।কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছে কৃষি সহকারী শিক্ষক হিসেবে।বর্তমানে বেতন গ্রেড 22000 টাক। এখন সম স্কেলও ইনডেক্সে অন্য স্কুলে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন কি?

    জবাব
    • সমপদ বলতে কী বোঝানো হয়েছে তা আগে জানতে হবে। সমপদ ও সমস্কেল এক কীনা, তা জানার চেষ্টা করুন। এবিষয়ে জানতে উপজেলা শিক্ষা অফিসার এর দপ্তরে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।

  5. আমার অনার্স সাবজেক্ট। প্রাণিবিজ্ঞান।বর্তমানে কৃষি বিষয়ে নিয়োগপ্রাপ্ত।তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমি অন্যএকটি ন্স্কুলে জীববিজ্ঞানের সুপারিশ প্রাপ্ত হই।এই ক্ষেত্রে আমার পূর্বের ইনডেক্স নম্বরঃ থাকবে কি এবং বেতন স্কেল থাকবে । বর্তমানে আমার বেতনের স্কেল 22000 টাকা।

    জবাব
  6. জনাব,বি এস সি তে আমার পঠিত বিষয় রসায়ন,উদ্ভিদ এবং প্রানী ছিল,আমি নিবন্ধন করেছি রসায়ন এর উপর।। ৩য় গন বিজ্ঞপ্তি তে আমি ভৌত বিজ্ঞানে এপ্লাই করে সিলেক্টেড হয়েছি।এখন কি চাকুরিতে যোগদান করা সম্ভব।

    জবাব
    • এ বিষয়ে আমরা নিশ্চিত করে কোন সিদ্ধান্ত দিতে পারছি না। কারণ এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। আপনি আপনার বিষয়টি নিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারেন। ধন্যবাদ।

  7. পুলিশ ভেরিফিকেশন V রোল ফরমের 11 no. অনুচ্ছেদে মুক্তিযোদ্ধার সন্তান হলে পিতা-মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের কপি দিতে হবে এবং বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির 7 no. অনুচ্ছেদের নির্দেশমত ডকুমেন্টসমৃহ দিতে হবে । কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির 7 no. অনুচ্ছেদে কি চেয়েছেন তা কোথাও খুঁজে পেলাম না। মেহেরবানি করে জানালে উপকৃত হব ।

    জবাব

মন্তব্য করুন