একাদশ শ্রেণীর ভর্তি রেজাল্ট প্রকাশ, ফলাফল দেখার নিয়ম জানুন

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কলেজ-মাদ্রাসার এইচএসসি-আলিম একাদশ শ্রেণীর ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়েছে। অনলাইনে বোর্ডের xiclassadmission.gov.bd ভর্তি ওয়েবসাইটে ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম জানুন।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি রেজাল্ট প্রকাশ, ফলাফল দেখার নিয়ম জানুন
সূচীপত্র...
2022-2023 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি রেজাল্ট বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একই সাথে ভর্তিচ্ছু শিক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে ভর্তির রেজাল্ট পাঠানো হয়েছে।
অনলাইনে বোর্ডের ভর্তি ওয়েবসাইট xiclassadmission.gov.bd থেকে একাদশের ভর্তি রেজাল্টের বিস্তারিত জানা যাচ্ছে।
৩১ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে সন্ধায় দিকে কলেজ-মাদ্রসার এইচএসসি আলিম একাদশের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়।
অনলাইনে একাদশের ভর্তি রেজাল্ট জানতে নিচের পদক্ষেপ গ্রহণ করুন।
আরো জানুন:
HSC XI Class Online Admission 2023: একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩
একাদশ শ্রেণিতে ভর্তি রেজাল্ট দেখবেন যেভাবে (১ম মেধাতালিকা)
ভর্তির xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে একাদশের ভর্তি রেজাল্ট দেখার নিয়ম
অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখতে বোর্ডের ভর্তি ওয়েবসাইটে যেতে হবে। নিচের ঠিকানা থেকে সরাসরি একাদশ শ্রেণীর ভর্তি রেজাল্ট দেখা যাবে।
http://smart5.xiclassadmission.gov.bd/board/viewResult22_23
উপরের ঠিকানাটি ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। নিচের ছবির মত একাদশ শ্রেণির ভর্তি রেজাল্টের সার্চ পাতা ওপেন হবে।
উপরের ছবির মত রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হলে শিক্ষার্থীর এসএসসি সমমান পরীক্ষার তথ্য দিয়ে সবশেষে ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করুন।
কিছু সময়ের মধ্যে ভর্তি রেজাল্ট দেখা যাবে। এখানে আবেদনকারী শিক্ষার্থী কোন কলেজ মাদ্রাসার নির্বাচিত হয়েছে তার নাম দেখা যাবে।
মোবাইল এসএমএস-এর মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট জানবেন যেভাবে
মোবাইল এসএমএস-এর মাধ্যমে ভর্তি রেজাল্ট জানতে কোন কিছু করতে হবে না। শুধুমাত্র ভর্তি আবেদনের সময় দেওয়া মোবাইল সংযোগটি সচল রাখতে হবে।
ফলাফল প্রকাশের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কাঙ্খিত ভর্তি রেজাল্টের মেসেজ পৌঁছে যাবে। কোন কারণে মোবাইলে মেসেজ না পেলে অনলাইনে ভর্তি রেজাল্ট দেখুন।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
এইচএসসি-আলিম ভর্তি রেজাল্ট ২০২২: ফলাফল দেখার নিয়ম
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ও রেজাল্ট প্রকাশের তারিখ ২০২২
তথ্যসূত্র-
Ami result ta pacchi na… verification code ta ki amr phone a sms ashbe ?? Naki pashe j number ta thake oitai dite hobe?? Ami oitai dici ,,kintu result pacchi na
ওখানে যে নম্বরটি আছে তা দিতে হবে।
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ০১/০১/২০২৩ তারিখ হতে ০৮/০১/২০২৩ তারিখ সন্ধ্যা ৮ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩২৮/= টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২২/০১/২০২৩ হতে ২৬/০১/২০২৩ পর্যন্ত।