এইচএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের সবশেষ আপডেট খবর

২০২২ সালের সকল বোর্ডের এইচএসসি-আলিম সমমান পরীক্ষা ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের এই পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা বিষয়, সময় ও প্রশ্নপত্রের নম্বর কমিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড।

লক্ষ্য করুন: ২০২২ সালের এইচএসসির পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এছাড়া পরীক্ষার বিষয় ও সময় নির্ধারণ করে প্রশ্নের নতুন নম্বরবণ্টন নির্দেশিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।

এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।

এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন (১২ অক্টোবর ২০২২ প্রকাশিত)

এইচএসসি পরীক্ষার প্রশ্নের মানবন্টন, নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২

২০২২ সালের সকল বোর্ডের এইচএসসি-আলিম সমমান পরীক্ষা অনুষ্ঠানের আপডেট খবর

২০২২ সালের দেশের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম সমমান পরীক্ষা ৬ নভেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে।

বন্যার কারণে এসএসসি সমমান পরীক্ষার দেরিতে অনুষ্ঠিত হওয়ার কারণে, এইচএসসি সমমান পরীক্ষা নভেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে।

চলতি সালের এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্ত (আইসিটি) বিষয়টি বাদ দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

১ম মার্চ প্রকাশিত ঢাকা বোর্ডের প্রশ্নপত্রের নম্বর বিভাজন নির্দেশিকায়, আইসিটি বিষয়টি বাদ দিয়ে অন্য সকল বিষয়ের পরীক্ষা গ্রহণের কথা বলা হয়েছে।

২০ ফেব্রুয়ারি ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে, এইচএসসি আলিমের বাংলা-ইংরেজী বিষয়ের তিন পত্রের সিলেবাস আরো সংক্ষিপ্ত করে প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে।

করোনা সংক্রমণ কারণে আবারো এইচএসসি সমমান পরীক্ষার বিষয়, সময় ও নম্বর কমিয়ে গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এবছরের এই দুই পাবলিক পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে নেয়া হবে দুই ঘণ্টায়। পরীক্ষায় প্রশ্নের পূর্ণমান কমিয়ে এসব পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

ব্যবহারিক বিষয় আছে এমন বিষয়ের ১০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা হবে ৪৫ নম্বরের। আর যেসব বিষয়ে ব্যবহারিক নেই সেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫৫ নম্বরের।

আরো জানুন:

এইচএসসি পরীক্ষার নতুন মানবন্টন, নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২

আলিম পরীক্ষার মানবন্টন ২০২২: প্রশ্নপত্রের সময় ও নম্বর বন্টন

এইচএসসি-আলিম সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে কী?

২০২২ সালের সকল বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ৬ নভেম্বর থেকে।  ১৯ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবারে পরীক্ষার বিষয়, সময় ও নম্বর কমিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা গ্রহণের চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইচএসসি সমমানের পরীক্ষা হতে আইসিটি বিষয়টি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এইচএসসি সমমান পরীক্ষা দুটি ২০২২ সালের সংক্ষিপ্ত পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। বোর্ড কর্তৃপক্ষ অনেক আগেই এসব পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে।

২০২২ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের সময়সূচি (রুটিন)

এইচএসসি-আলিম ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ের অনেক পরে অনুষ্ঠিত হচ্ছে।

উচ্চমাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা ৬ নভেম্বর থেকে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার দিন-তারিখ ও পরীক্ষার বিস্তারিত রুটিন ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

এনসিটিবি প্রণীত পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি (এসএসসির ১৫০ দিনের এবং এইচএসসির ১৮০ দিনের) অনুযায়ী এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিচের প্রতিবেদনগুলো থেকে এসএসসি-এইচএসসি সমমানের সংক্ষিপ্ত সিলেবাসের কপি সংগ্রহ করা যাবে।

SSC-HSC Short Syllabus 2022: এসএসসি-এইচএসসি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী

Dakhil-Alim Short Syllabus 2022: পুনর্বিন্যাসকৃত দাখিল-আলিম সিলেবাস

২০২২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার সবশেষ আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র:

শিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ১৯/১০/২০২২ খ্রি. তারিখ ০৫:৪০ অপরাহ্ন।

“এইচএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের সবশেষ আপডেট খবর”-এ 13-টি মন্তব্য

মন্তব্য করুন