Open University BOU Assignment 2021: বাউবি এসএসসি-এইচএসসি অ্যাসাইনমেন্ট

Open University BOU Assignment 2021

Open University BOU Assignment 2021 (SSC-HSC Business, Humanities, Science): ২০২১ সালের বাউবি এসএসসি-এইচএসসি (বাণিজ্য, মানবিক ও বিজ্ঞান) অ্যাসাইনমেন্ট।

বাউবির সাম্প্রতিক রেজাল্ট জানতে নিচের প্রতিবেদনটি সহায়ক হতে পারে।

BOU Recent Result | Bangladesh Open University | www.bou.edu.bd

Open University BOU Assignment 2021: বাউবি এসএসসি-এইচএসসি অ্যসাইনমেন্ট ২০২১

বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি (বাউবি) ২০২১ সালের এসএসসি ও এইচএসসি নতুন-পুরাতন প্রোগ্রামের বাণিজ্য, মানবিক ও বিজ্ঞান বিভাগের ১ম ও ২য় বর্ষের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর দাপ্তরিক ওয়েবসাইটে (bou.ac.bd), চলতি বছরের এসএসসি-এইচএসসি ও সমমান প্রোগ্রামের বিষয় ভিত্তিক অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ও অ্যাসাইনমেন্ট প্রণয়ন কমিটির আহবায়ক ড. মুহাম্মদ আব্দুর রাহীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোর্সের নির্দিষ্ট সংখ্যক অ্যাসাইনমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে জমাদান বাধ্যতামূলক করা হয়েছে।

এসএসসি-এইচএসসি প্রোগ্রামের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (ব্যাচ-২০১৯) ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের (ব্যাচ-২০২০) এর শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম বাধ্যতামূলক করা হয়।

একই সাথে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সংগ্রহের জন্য, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২০২১ সালের বাউবি এসএসসি-এইচএসসি (বাণিজ্য, মানবিক ও বিজ্ঞান) অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: SSC Exam 2021 Assignment: ২০২১ সালের এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট

২০২১ সালের বাউবি এসএসসি-এইচএসসি (বাণিজ্য, মানবিক ও বিজ্ঞান) অ্যাসাইনমেন্ট সংগ্রহের ঠিকানা

বাউবি ওয়েবসাইটে (bou.ac.bd), ২০২১ সালের বাউবির এসএসসি-এইচএসসি (বাণিজ্য, মানবিক ও বিজ্ঞান) অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে, নিচের লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে ব্রাউজ করুন এবং অ্যাসাইনমেন্ট প্রকাশের পাতায় যান।

উপরের ঠিকানায় পৌঁছালে পাতার মাঝামাঝি নিচের ছবির মত অংশ দেখতে পাবেন।

বাউবি এসএসসি-এইচএসসি (বাণিজ্য, মানবিক ও বিজ্ঞান) অ্যাসাইনমেন্ট

উপরের ছবির মত অংশে বাউবির এসএসসি ও এইচএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। এখানে পুনর্বিন্যাসকৃত সিলেবাসও পাওয়া যাবে।

এই পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে ২০২১ সালের বাউবি এসএসসি-এইচএসসির অ্যাসাইনমেন্ট ও চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোনো প্রোগ্রাম ও বিভাগের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে হলে, সংশ্লিষ্ট লিংকে উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন পাতায় অ্যাসাইনমেন্টের পিডিএফ কপি ব্রাউজারে লোড হবে। এখান থেকে দেখা ও ভবিষ্যৎ প্রয়োজনে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করা যাবে।

লক্ষ্য করুন: এই প্রতিবেদনের নিচের অনুচ্ছেদ থেকে সরাসরি, বাউবি এসএসসি/এইচএসসি পরীক্ষা ২০২১ এর অ্যাসাইনমেন্ট সংগ্রহ করা যাবে।

২০২১ সালের এসএসসি ওপেন ইউনিভার্সিটি (বাউবি) অ্যাসাইনমেন্ট সংগ্রহ

নিচের যুক্ত লিংক থেকে সরাসরি এসএসসির সকল বিভাগ ও বর্ষের বাউবি অ্যাসাইনমেন্ট সংগ্রহ করা যাবে। অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে নিচের প্রয়োজনীয় লিংকে ক্লিক করতে হবে। তাহলেই সংশ্লিষ্ট বিভাগ ও বর্ষের অ্যাসাইনমেন্ট পিডিএফ কপি পাওয়া যাবে।

ব্যাবসায় শিক্ষা শাখা ১ম বর্ষ

ব্যবসায় শিক্ষা শাখা ২য় বর্ষ

মানবিক শাখা ১ম বর্ষ

মানবিক শাখা ২য় বর্ষ

বিজ্ঞান শাখা ১ম বর্ষ

বিজ্ঞান শাখা ২য় বর্ষ।

এসএসসি অ্যাসাইনমেন্ট লেখার আগে এর নির্দেশনা ভালোভাবে পড়ে নিন। নির্দেশনা সম্বলিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এখান থেকে।

Open University BOU Assignment 2021: এইচএসসি অ্যাসাইনমেন্ট ২০২১ সংগ্রহ

নিচের লিংকগুলো থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সকল বিভাগ ও বর্ষের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করা যাবে।

কাঙ্খিত বিভাগ ও বর্ষের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে সংশ্লিষ্ট লিংকে ক্লিক করুন।

ব্যবসায় শিক্ষা বিভাগ ১ম বর্ষ

ব্যবসায় শিক্ষা বিভাগ ২য় বর্ষ

মানবিক বিভাগ ১ম বর্ষ

মানবিক বিভাগ ২য় বর্ষ

বিজ্ঞান বিভাগ ১ম বর্ষ

বিজ্ঞান বিভাগ ২য় বর্ষ।

বাউবি এইচএসসি অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা জানতে এখানে ক্লিক করুন।

যদি আপনি নিজে ইন্টারনেট চালনায় দক্ষ না হন, তাহলে দক্ষ কারো সাহায্য নিন। অ্যাসাইনমেন্ট লেখার আগে, সংশ্লিষ্ট প্রোগ্রামের অ্যাসাইনমেন্ট নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নিন।

Bangladesh Open University BOU Assignment 2021: বাউবি এসএসসি-এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।

তথ্যটি অন্য জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন: HSC Exam 2021 Assignment: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট

তথ্যসূত্র-

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সবশেষ আপডেট: ১৩/০৯/২০২১ খ্রি. তারিখ ০৭:১০ পূর্বাহ্ন।

“Open University BOU Assignment 2021: বাউবি এসএসসি-এইচএসসি অ্যাসাইনমেন্ট”-এ 2-টি মন্তব্য

  1. আসসালামু আলাইকুম,
    আমরা চাচ্ছি যদি আমাদের কোন বিষয়ে যদি ভুল হয় রেজিস্ট্রেশন করা হয় ওই ক্ষেত্রে আমরা কিভাবে সঠিক সাবজেক্ট এ নিতে পারব?প্লিজ আমাদের একটু কানাবেন প্লিজ প্লিজ প্লিজ।আমাদের ভুল হয়েছিল চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলাতে। আমাদের এখানে সাবজেক্ট ভুল হয়েছিল ইসলামের ইতিহাস ও নৈতিক শিক্ষা। এই সাবজেক্টটি আমাদের রাঙ্গামাটি জেলা তে নাই, আর আছে ইসলাম শিক্ষা। কোর্ড:-১৮৬১

    জবাব

মন্তব্য করুন