খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (পরীক্ষার তারিখ)

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে (https://ku.ac.bd) ভর্তির যাবতীয় তথ্য পাওয়া যাবে।

খুলনা বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (পরীক্ষার তারিখ)

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার তারিখের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

ভর্তি আবেদনের সময়সূচী ও অন্যন্য তথ্য প্রকাশ করা হবে ২৯ অক্টোবর তারিখে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তির যাবতীয় তথ্য পাওয়া যাবে।

যেসব তারিখে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

A ও B ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এর মধ্যে A ইউনিটে অংশ নেবে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো এবং B ইউনিটে থাকবে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।

C ও D ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। C ইউনিটে থাকবে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ। D ইউনিটে অনুষ্ঠিত হবে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা।

ভর্তি আবেদনের যোগ্যতা, পরীক্ষার সিলেবাস ও ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টন জানা যাবে ভর্তি বিজ্ঞপ্তি থেকে।

আরো দেখুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি ২০২৬

এমআইএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (MIST Admission 2025)

মন্তব্য করুন