এসএসসি-দাখিল পরীক্ষা 2022: স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

2022 সালের সকল শিক্ষা বোর্ডের এসএসসি-দাখিল ও সমমান স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। স্থগিত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

2022 সালের এসএসসি-দাখিল সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর (আপডেট খবর)

দেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরির এসএসসি-দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে।

১৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্থগিত এসএসসি সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আহে ১৭ জুন ২০২২ খ্রি. তারিখে ঢাকা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd), এসএসসি সমান পরীক্ষার স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতির কারণে, শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে যাওয়ায় ১৯ জুন থেকে অনুষ্ঠিত এসএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

 

আরো জানুন:

এসএসসি পরীক্ষার মানবন্টন, প্রশ্নপত্রের সময় ও নম্বর বিভাজন ২০২২

দাখিল পরীক্ষার মানবন্টন, সময় নির্ধারণ ও নম্বর বিভাজন ২০২২

এসএসসি-এইচএসসি বাংলা ইংরেজী সংক্ষিপ্ত সিলেবাস ২০২২

সকল বোর্ডের স্থগিতকৃত এসএসসি-দাখিল সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে

সকল শিক্ষা বোর্ডের এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষা নতুন তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। ১৭ জুলাই এক সংবাদ সম্মেলনে এসএসসি সমমানের নতুন তারিখ ঘোষণা করা হয়।

এসএসসির পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, “আগস্টের মাঝামাঝি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পরিকল্পনা থাকলেও এ সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা যায়। তাই এ সময়ে পরীক্ষা না নিয়ে কিছু পরে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।”

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে।

2022 সালের এসএসসি-দাখিল ও কারিগরি বোর্ডের ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস (SSC-HSC Short Syllabus 2022)

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস (Dakhil-Alim Short Syllabus 2022)

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (বাংলা ইংরেজী)

তথ্যসূত্র

ঢাকা শিক্ষা বোর্ড

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“এসএসসি-দাখিল পরীক্ষা 2022: স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা”-এ 35-টি মন্তব্য

  1. Ssc ২০২২পরিক্ষা স্থগিত হওয়াতো অনেক
    শিক্ষার্থী পরিক্ষা দেওয়ার সুযোগ পাবে। Ssc2022 এর পরিক্ষা স্থগিত না করা হলে এটা শিক্ষার্থীদের উপর জুলুম হতো। Ssc2022
    এর পরিক্ষা স্থগিত করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ডঃ দিপু মনির
    প্রতি আমরা চির কৃতজ্ঞ।

    জবাব
  2. পরীক্ষার রুটিন কখন দেয়া হবে এটা জানা আমার খুব দরকার ঢাকা থেকে বরিশালে গিয়ে পরীক্ষা দিতে হবে।

    জবাব
    • স্থগিত পরীক্ষার রুটিন এখনো প্রকাশ করা হয়নি।

  3. স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি জানা আমাদের অনেক দরকার। আশাকরি খুব তাড়াতাড়ি জানিয়ে দিবেন।

    জবাব
    • ঈদের পর স্থগিত এসএসসি সমমান পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে।

  4. স্থগিত এসএসসি পরীক্ষার নতুন সংশোধিত রুটিন কখন পাবো আমরা। এটা জানার জন্য খুবই আগ্রহ সহকারে অপেক্ষা করতেছি। আশা করি খুব তাড়াতাড়ি আপনারা নতুন সংশোধিত রুটিন আমাদেরকে জানাবেন।
    আমাদের কয় সাবজেক্টে পরীক্ষা হবে সেটা জানার খুব দরকার। আশা করি খুব শীঘ্রই উত্তরগুলো জানাবেন।

    জবাব
    • ঈদের পর এসএসসি সমমানের নতুন রুটিন প্রকাশের কথা আমর জানতে পেরেছি। অপেক্ষা করুন।

  5. স্থগিত দাখিল এসএসসি 2022 এর নতুন রুটিন কি প্রকাশ হয়েছে
    এটা জানা আমার খুবই প্রয়োজন আশা করি খুব তাড়াতাড়ি উত্তরটা জানাবে।

    জবাব
    • ঈদের পর প্রকাশ করা হতে পারে।

  6. পরীক্ষার ডেট কী দিয়েছে?

    জবাব
    • না, ঈদের পর এসএসসির রুটিন প্রকাশ হতে পারে।

  7. আপনার মন্তব্য প্রকাশের অপেক্ষায় আছে।
    আমরা ঈদের আগেই পরিক্ষার আপডেট চাই ডেট না দিলে আমাদের পড়াশুনা ভালো ভাবে করতে পারছিনা আশা করি ঈদের আগেই যানাবেন পরিক্ষার নতুন তারিখ

    জবাব
  8. কালকে থেকে নাকি ssc ২০২২ এর পরিক্ষা নেয়া হবে

    জবাব
    • বোর্ডের পরীক্ষা হবে। কিছুদিনের মধ্যে এসএসসির নতুন রুটিন প্রকাশ করা হবে।

  9. কবে শুরু হবে পরিক্ষা জুলাইতে নাকি আগষ্ট মাসে জানালে ভালো হয়

    জবাব
    • ঈদের পর এসএসসি রুটিন প্রকাশ হতে পারে।

  10. ২০২২দাখিল পরিক্ষা কখন অনুষ্ঠিত হবে?

    জবাব
    • ঈদের পরে রুটিন প্রকাশ হতে পারে।

  11. ইদের পর কত তারিখ পরিক্ষার নতুন রুটিন প্রকাশ পাবে?

    জবাব
    • হতে পারে।

  12. আমার মন্তব্য হ‌চ্ছে যে পরীক্ষা গুলো দেওয়া আছে সব গুলো হলে ভালো কারণ কোনো ভালো কলেজে পড়া লেখার সুজক পাওয়া যাবে না হলে তিন টি পরীক্ষা কোনো পরা লেখা মূল্য নেই আমার কাছে । যদি এই ভাবে চলে তাহলে আমাদের দেশ অনেক ক্ষতির মুখে পরতে হবে।

    জবাব
    • সব বিষয়ের পরীক্ষা হবে।

  13. আমরা আর কত অপেক্ষায় থাকবো।যা করার তারা তারি করলে ভালো হয়।

    জবাব
  14. আমাদের কত তারিখে রুটিং দিবে দাখিল ও এসএসসি পরীক্ষার্থীদের দিবে

    জবাব
    • সামনের সপ্তাহের দাখিল-এসএসসির রুটিন প্রকাশ হতে পারে।

  15. পঞ্চম শ্রেণি পরীক্ষা কবে হবে তা জানান তাড়াতাড়ি?

    জবাব
    • শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম শ্রেণির পরীক্ষা নিবে। বোর্ড থেকে এসব পরীক্ষা আর হবে না।

  16. অষ্টম শ্রেণীর পরীক্ষা কবে হবে

    জবাব
    • জেএসসি পরীক্ষা হবে না। তবে অষ্টম শ্রেণির ক্লাস পরীক্ষা হবে।

  17. নএসএসসি পরীক্ষার রুটিন কখন বের হবে

    জবাব
    • সামনের সপ্তাহে।

  18. দাখিল এসএসসি পরীক্ষার নতুন রুটিন কখন প্রকাশ হবে
    আশা করি উত্তরটা জানাবেন

    জবাব
    • সামনের সপ্তাহে প্রকাশ করা হতে পারে।

  19. আমাদের দাখিল পরীক্ষার রুটিন দিবে আগস্টের কত তারিখ জলদি করে বলেন?

    জবাব
    • দাখিল পরীক্ষার রুটিন এখনো প্রকাশ করা হয়নি। তবে দ্রুত প্রকাশের সম্ভাবনা আছে।

মন্তব্য করুন