ডিগ্রি-অনার্স সমমান স্নাতক ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন ২০২৩

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার স্নাতক (অনার্স, ডিগ্রি সমমান ১ম বর্ষ) শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি সহায়তা উপবৃত্তি প্রদান করবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

শিক্ষার্থীদের estipend.pmeat.gov.bd ওয়েবসাইটে গিয়ে উপবৃত্তি পেতে অনলাইনে আবেদন করতে হবে।

অনলাইন আবেদন শুরু ৭ আগস্ট থেকে। বর্ধিত সময়ে আবেদন গ্রহণ করা হবে ২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

ডিগ্রি-অনার্স সমমান শ্রেণির স্নাতক ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন ২০২৩-২০২৪

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত স্নাতক (অনার্স-ডিগ্রি) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা উপবৃত্তি প্রদান করা হবে।

১ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে, স্নাতক শ্রেণির উপবৃত্তি সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে।

দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার স্নাতক (অনার্স/পাস) ও সমমান শ্রেণির ১ম বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীরা এই উপবৃত্তি পাবে।

২০২৩-২০২৪ অর্থবছরের অনার্স, ডিগ্রি ও সমমান শ্রেণিতে উপবৃত্তির অনলাইন আবেদন ০৭/০৮/২০২৩ খ্রি.  তারিখে গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১/০৯/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত (বর্ধিত সময়)।

স্নাতক শ্রেণির ভর্তি সহায়তা উপবৃত্তি সম্পর্কে জানুন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রকাশিত নোটিশ থেকে।

ভর্তি সহায়তা উপবৃত্তি ২০২৩

আরো জানুন:

উপবৃত্তির জন্য আবেদন ফরম পূরণ করার নিয়ম 2023 [স্কুল-কলেজ]

অনার্স, ডিগ্রি ও সমমান শ্রেণির ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদনের ঠিকানা

দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত ১ম বর্ষের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ভর্তি সহায়তা প্রদান করবে।

শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২০ অনুসারে ২০২৩-২৪ অর্থবছরে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য আবেদন করতে হবে।

শিক্ষার্থীকে https://www.eservice.pmeat.gov.bd/admission -এ লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন ফরম পূরণ করার নিয়ম [estipend.pmeat.gov.bd]

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটের ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত, সে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করে আবেদন করতে হবে।

প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের সকল কর্মচারীর সন্তানগণকে আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক প্রদত্ত পিতা/মাতা/অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়ন সংযুক্ত করতে হবে।

এছাড়া, অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদী ভাঙ্গণ পরিবারের সন্তান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানগণ ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্তির স্বপক্ষে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।

স্নাতক (পাস ও অনার্স)/সমমান শ্রেণিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার আবেদনের সাথে সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার সত্যায়িত নম্বরপত্র সংযুক্ত করতে হবে।

স্নাতক ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন এর তারিখ

ভর্তি সহায়তা উপবৃত্তির জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র আপলোড করে ০৭/৮/২০২৩ থেকে ২১/৯/২০২৩ খ্রি: তারিখের মধ্যে আবেদন করতে হবে (বর্ধিত সময়)।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ১ম বর্ষের ভর্তি সহায়তার উপবৃত্তির আবেদন করতে নিচের ঠিকানাটি ব্রাউজ করুন।

https://www.eservice.pmeat.gov.bd/admission/

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ই-ভর্তি সহায়তা সিস্টেম পেজে পৌঁছালে, এখানে আবেদন করার নিয়মাবলী ও নির্দেশনা পাওয়া যাবে।

কোন একজন শিক্ষার্থীকে উপবৃত্তি আবেদন করতে প্রথমেই অনলাইনে নিবন্ধন করতে হবে। পূর্বে নিবন্ধন করা থাকলে লগইন করতে হবে।

নিবন্ধন করা শেষ হলে শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ওয়েবসাইটে লগইন করতে হবে। এখানকার তথ্য ভালোভাবে পড়ে সকল কাগজপত্র ও তথ্য যোগাড় করে অনলাইন ফরম পূরণ করতে হবে।

শিক্ষার্থীর সকল তথ্য পূরণ করা হলে অনলাইনে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদন সাবমিট করা হলে তথ্যগুলো যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে।

২০২৩ সালের স্নাতক (অনার্স-ডিগ্রি সমমান) ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন করতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

সরকারি ছুটির তালিকা ২০২৩ pdf [জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন]

সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তির আবেদন ফরম পূরণের নোটিশ ২০২৩

ভর্তি সহায়তা অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম (মাদ্রাসা একাদশ)

তথ্যসূত্র:

শিক্ষা মন্ত্রণালয়

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“ডিগ্রি-অনার্স সমমান স্নাতক ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন ২০২৩”-এ 30-টি মন্তব্য

  1. অনার্স 3য় বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে

    জবাব
    • এটা ডিগ্রি পাস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি।

    • হ্যাঁ

  2. উপবৃত্তি

    জবাব
  3. জননেত্রী শেখ হাসিনা ট্রাস্ট এর উপবৃত্তি জন্য আবেদন

    জবাব
  4. Upobitti admition

    জবাব
  5. apnader toh server down ..apply korte parhi nhaaaaaa

    জবাব
  6. কালকে থেকে সার্ভারের ঢুকটাছেনা

    জবাব
  7. আমি কলেজ থেকে সব কাগজ পত্র তুলছি কিন্তু http://www.eservice.pmeat.gov.bd/admission
    কাল থেকে ট্রাই করে যাচ্ছি কিছুতেই
    আবেদন করতে পারছিনা সারভার ইরোর দেখায় বারবার

    জবাব
    • Ami 5 din thaka try kortase Server Error dakaisa Kano Amader Applyyar dateta Aktu baran please please

    • আমি অনেক চেষ্টা করছি আবেদনে ঢুকছে না।

  8. আমি কলেজ থেকে সব কাগজ পত্র তুলছি কিন্তু কাল থেকে ট্রাই করে যাচ্ছি কিছুতেই
    আবেদন করতে পারছিনা সারভার ইরোর দেখায় বারবার

    জবাব
  9. সারবারটা দ্রুত আপটেড দেওয়া প্রয়োজন..!

    জবাব
  10. অনেকবার চেষ্টা করেছি, হচ্ছে না

    জবাব
    • ০২/১০/২০২২ তারিখ বিকাল ৫:০০ পর থেকে আবেদন করতে পারবেন।

  11. ২৮ সেপ্টেম্বর থেকে চেষ্টা করছি। কিন্তু সার্ভার ডাউন দেখাচ্ছে। কখন থেকে আবার করা যাবে আবেদন। আর ডেট কি বাড়ানো হয়েছে ২৯ তারিখ পর্যন্ত দেওয়া ছিল সার্কুলারে । এই বিষয় গুলো কেউ ক্লিয়ার করে বললে উপকৃত হতাম🙂

    জবাব
    • প্রতিবেনটি ভালোভাবে পড়ুন। এখানে সবিস্তারে লেখা আছে।

  12. কোন ভাবেই এই সার্ভারে প্রবেশ করতে পারছি না,,,গত ২৫ তারিখ থেকে চেষ্টা করতেছি,,,আর কীভাবে এই শিক্ষা সহায়তার আবেদন করবো?
    উপায় কি?

    জবাব
    • আপনি কিসে চেষ্টা করছেন? গতকাল বিকাল থেকে সার্ভার খোলার কথা।

  13. আর কিভাবে আবেদন করবো,,বলছে ২ তারিখ বিকাল ৫টার পর থেকে করতে পারবো কিন্তু কোনো ভাবেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারছি না,,আবার ঢুকলে বলে আবেদনের মেয়াদ শেষ ড্যাশ বোর্ডে ফিরে যান

    জবাব
    • আপনি অভিজ্ঞ একজন কম্পিউটার অপারেটরের সাহায্য নিন।

  14. 2022/23 er borti shohaotar result Kobe dive 5 mash er upper house galo. Dashboard a akono pending dekache

    জবাব
  15. আমি এবার ডিগ্রি প্রথম বর্ষে উত্তীর্ণ হয়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত আছি এখনো ভর্তি হয় নাই।আমি কি আবেদন করতে পারব। প্লিজ জানাবেন স্যার

    জবাব
    • কোন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে তার তথ্য দেওয়া আছে।

  16. বিজ্ঞপ্তি নম্বর কত দেব?

    জবাব
    • প্রশ্নটি স্পষ্ট করে আবারো করুন।

  17. আমার জন্ম নিবন্ধন নাম্বার ১৭ ডিজিট আছে, অনলাইন করাও আছে
    কিন্তু বারবার ১৭ ডিজিট দেয়ার পরও ১৭ ডিজিট দেয়ার জন্য দেখাচ্ছে
    আমি এখন কি করবো

    জবাব
    • সঠিক ভাবে লিখছেন কি না তা দেখুন। এক্ষেত্রে যারা অনলাইনে আবেদন করেন তাদের সাহায্য নিন।

  18. অনার্স ১ম বর্ষ সেশন ২০২২-২৩এ আমি আবেদন করছি কিন্তু কিভাবে জানবো আমি উপবৃত্তি পাওয়ার জন্য সিলেক্ট হয়েছি কি না

    জবাব
    • মনোনীতি হলে আপনাকে মেসেজে জানানো হবে।

মন্তব্য করুন