স্নাতক (অনার্স ডিগ্রি সমমান) ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন ২০২২
বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার স্নাতক (অনার্স ডিগ্রি সমমান) শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য উপবৃত্তি প্রদান করবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। শিক্ষার্থীদের অনলাইনে www.pmeat.gov.bd ওয়েবসাইটে গিয়ে উপবৃত্তি পেতে আবেদন করতে হবে।
কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার স্নাতক (অনার্স ডিগ্রি সমমান) ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন ২০২২
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করা হবে।
২৩ আগস্ট ২০২২ খ্রি. তারিখে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে, শিক্ষার্থীদের ভর্তি সহায়তা উপবৃত্তি জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীকে ১০ হাজার টাকা হারে ভর্তি জন্য উপবৃত্তি দেওয়া হবে।
২০২২-২৩ অর্থবছরের অনার্স, ডিগ্রি ও সমমান শ্রেণিতে ভর্তি সহায়তা উপবৃত্তির অনলাইন আবেদন ৬/১০/২০২২ গ্রহণ করা হবে।
কারিগরি উন্নয়নের কাজ চলমান থাকায় আগামী রবিবার ০২/১০/২০২২ তারিখ বিকাল ৫:০০ পর থেকে ৬/১০/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।
আরো জানুন:
নতুন শিক্ষাক্রম অনুসারে স্কুল শিক্ষকদের বিষয় নির্বাচন করার নিয়ম
২০২২ সালের স্নাতক শ্রেণির ভর্তি সহায়তা উপবৃত্তির আবেদন করার নিয়ম
কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার স্নাতক শ্রেণিতে ভর্তি সহায়তার উপবৃত্তির আবেদন করতে নিচের ঠিকানাটি ব্রাউজ করুন।
http://www.eservice.pmeat.gov.bd/admission
শিক্ষার্থীদের ভর্তি সহায়তার অনলাইন পেজে পৌঁছালে, এখানে আবেদন করার নিয়মাবলী ও নির্দেশনা পাওয়া যাবে।
কোন একজন শিক্ষার্থীকে ভর্তি সহায়তা পেতে প্রথমেই অনলাইনে নিবন্ধন করতে হবে। পূর্বে নিবন্ধন করা থাকলে লগইন করতে হবে।
শিক্ষার্থীদের নিবন্ধনের ঠিকানা: http://www.eservice.pmeat.gov.bd/admission/login
নিবন্ধন করা শেষ হলে শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ওয়েবসাইটে লগইন করতে হবে। এখানকার তথ্য ভালোভাবে পড়ে সকল কাগজপত্র ও তথ্য যোগাড় করে অনলাইন ফরম পূরণ করতে হবে।
শিক্ষার্থীর সকল তথ্য পূরণ করা হলে অনলাইনে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদন সাবমিট করা হলে তথ্যগুলো যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের ভর্তি সহায়তা উপবৃত্তি প্রদান করা হবে।
২০২২ সালের স্নাতক ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন করতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
মাল্টিমিডিয়া ক্লাস রুম এর তথ্য জানতে চেয়েছে শিক্ষা অধিদপ্তর
তথ্যসূত্র:
অনার্স 3য় বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে
এটা ডিগ্রি পাস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি।
হ্যাঁ
উপবৃত্তি
জননেত্রী শেখ হাসিনা ট্রাস্ট এর উপবৃত্তি জন্য আবেদন
Upobitti admition
apnader toh server down ..apply korte parhi nhaaaaaa
কালকে থেকে সার্ভারের ঢুকটাছেনা
আমি কলেজ থেকে সব কাগজ পত্র তুলছি কিন্তু http://www.eservice.pmeat.gov.bd/admission
কাল থেকে ট্রাই করে যাচ্ছি কিছুতেই
আবেদন করতে পারছিনা সারভার ইরোর দেখায় বারবার
Ami 5 din thaka try kortase Server Error dakaisa Kano Amader Applyyar dateta Aktu baran please please
আমি কলেজ থেকে সব কাগজ পত্র তুলছি কিন্তু কাল থেকে ট্রাই করে যাচ্ছি কিছুতেই
আবেদন করতে পারছিনা সারভার ইরোর দেখায় বারবার
সারবারটা দ্রুত আপটেড দেওয়া প্রয়োজন..!
অনেকবার চেষ্টা করেছি, হচ্ছে না
০২/১০/২০২২ তারিখ বিকাল ৫:০০ পর থেকে আবেদন করতে পারবেন।
২৮ সেপ্টেম্বর থেকে চেষ্টা করছি। কিন্তু সার্ভার ডাউন দেখাচ্ছে। কখন থেকে আবার করা যাবে আবেদন। আর ডেট কি বাড়ানো হয়েছে ২৯ তারিখ পর্যন্ত দেওয়া ছিল সার্কুলারে । এই বিষয় গুলো কেউ ক্লিয়ার করে বললে উপকৃত হতাম🙂
প্রতিবেনটি ভালোভাবে পড়ুন। এখানে সবিস্তারে লেখা আছে।
কোন ভাবেই এই সার্ভারে প্রবেশ করতে পারছি না,,,গত ২৫ তারিখ থেকে চেষ্টা করতেছি,,,আর কীভাবে এই শিক্ষা সহায়তার আবেদন করবো?
উপায় কি?
আপনি কিসে চেষ্টা করছেন? গতকাল বিকাল থেকে সার্ভার খোলার কথা।
আর কিভাবে আবেদন করবো,,বলছে ২ তারিখ বিকাল ৫টার পর থেকে করতে পারবো কিন্তু কোনো ভাবেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারছি না,,আবার ঢুকলে বলে আবেদনের মেয়াদ শেষ ড্যাশ বোর্ডে ফিরে যান
আপনি অভিজ্ঞ একজন কম্পিউটার অপারেটরের সাহায্য নিন।