সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৪ (১ম-৯ম শ্রেণি)

২০২৪ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির বয়স (১ম-৯ম শ্রেণি) সংক্রান্ত সংশোধিত নতুন নিয়ম জারি করেছে শিক্ষা মন্ত্রনালয়।

১ম শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীর বয়স ন্যূনতম ৬ বছরের বেশী হতে হবে। প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬+ ধরে অন্য সকল শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারিত হবে।

২০২৪ সালের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির বয়স (নতুন সংশোধিত নিয়ম)

দেশের সরকারি বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের ভর্তির বয়স ন্যূনতম কত বছর হবে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট নির্দেশনা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ও জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী, শিক্ষার্থীর ১ম শ্রেণিতে ভর্তিতে বয়স হতে হবে ৬ বছরের বেশী।

১ম শ্রেণিতে ৬ বছরের বেশী ধরে অন্যান্য শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারিত হবে। যেমন ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১ম শ্রেণির বয়স হিসেবে আনতে হবে।

তবে শিক্ষার্থীর বয়সের উর্দ্ধসীমা নির্ধারণ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান করবে বলে নীতিমালায় জানানো হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর ভর্তির সর্বোচচ বয়স নির্ধারণ করবে।

উল্লেখ্য, ২০২৪ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবর তারিখ থেকে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হবে।

আরো জানুন:

সরকারি স্কুল ভর্তি লটারি ২০২৪: ১ম-৯ম শ্রেণির ভর্তি তথ্য

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ (পরীক্ষার রুটিন, সিলেবাস ও মানবন্টন)

প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর ভর্তির বয়স কত হতে হবে?

শিক্ষা মন্ত্রণায়ের ঘোষিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা অনুসারে, ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি হতে নিম্নোক্ত বয়সসীমা প্রয়োজন হবে।

প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণিতে ভর্তি বয়স ৬ বছরের বেশী।

২য় শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীর বয়স ৭ বছরের বেশী হতে হবে।

৩য় শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীর বয়স ৮ বছরের বেশী হতে হবে।

৪র্থ শ্রেণিতে ভর্তিতে বয়স হতে হবে ৯ বছরের বেশী।

৫ম শ্রেণিতে ভর্তি হতে একজন শিক্ষার্থীর বয়স হতে হবে ১০ বছরের বেশী।

মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে বয়স হতে হবে ১১ বছরের বেশী।

৭ম শ্রেণিতে ভর্তিতে বয়স হতে হবে ১২ বছরের বেশী।

৮ম শ্রেণিতে ভর্তি হতে বয়স লাগবে ১৩ বছরের বেশী।

৯ম শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীর বয়স হতে হবে ১৪ বছরের বেশী।

উল্লেখ্য, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য, ১ জানুয়ারি ২০২৪ তারিখ ধরে শিক্ষার্থীর ভর্তির বয়স নির্ধারণ করতে হবে।

শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তি আবেদন ফরমের সাথে অনলাইন জন্মনিবন্ধন (ডিজিটাল) সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে, শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ২০২৪ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী ভর্তি নীতিমালার ২ নম্বর অনুচ্ছেদ দেখুন।

মাধ্যমিক স্কুলে ভর্তির বয়সের নীতিমালা ২০২৪

২০২৪ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ভর্তির বয়স সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

বেসরকারি স্কুলে ভর্তি লটারি ২০২৪: ভর্তির ফলাফল দেখুন

প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার রুটিন ২০২৩

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রণালয়

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৪ (১ম-৯ম শ্রেণি)”-এ 131-টি মন্তব্য

  1. লটারির সময় কি স্কুল এ উপস্থিত থাকতে হবে??

    জবাব
    • অনলাইনে লটারি অনুষ্ঠিত হবে তাই স্কুলে উপস্থিত থাকতে হবে না।

    • ৩য় শ্রেণীর জন্য বয়স ৮+ কত তারিখে হতে হবে ।

    • What is this
      Claster

    • আমার ছেলের বয়স ২০১২ সালের ১ লা জানুয়ারি।৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে হলে ১১+ লাগবে।২০২৩ সালের ১লা জানুয়ারি আমার ছেলের বয়স সমান এগারো বছর হয়।+ হয়না।তাহলে কি কয়েক ঘন্টার জন্য আমার ছেলেকে ভর্তি করানো যাবেনা? বোঝতে পারছিনা।

    • বয়সের নীতিমালাতে এমনটা বলা হয়েছে।

    • লটারির টিকিট নিয়ে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকিবার জন্য অনুরোধ করা হচ্ছে ।
      অভিভাবকগণ কে অনুরোধ করা হইলো ।

    • আমি আবেদন করে ফেলেছি। শুধু নামের বানান টা হোসাইন ইংরেজিতে Hossain এভাবে লিখছি এতে কি কোনো সমস্যা হবে

  2. কোন শিক্ষার্থীর জন্ম ১ জানুয়ারি/ ফেব্রুয়ারী/ মার্চ/ এপ্রিল/ মে/ জুন মাসে হয় তাহলে তাকে ১ দিন বা কয়েক দিন বা ১ মাস বা কয়েক মাসের জন্য ১ বছর নিচের ক্লাসে থাকতে হবে…!!! বিষয়টা খুবই অযুক্তিক। দেশের সকল শিশুর জন্ম তো আর নভেম্বর /ডিসেম্বর মাসে হয় না…!! এক্ষেত্রে অন্তত ৬ মাস পার্থক্য রাখা উচিত ছিলো।
    ১ম শ্রেনীতে বয়স সীমা ৫.৫ হতে শুরু করলে হয়তবা বাচ্চাদের জন্মতারিখ পরিবর্তন করার জন্য অভিভাবকদের পেরেশানি হতে হতো না। আসলে আমাদের কিছু সিদ্ধান্ত মানুষকে অনৈতিক কাজ করতে বাধ্য করে…!!

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

    • সহমত পোষণ করছি।

    • সহমত প্রকাশ করছি, যারা এসব নিয়ম তৈরি করেন তারাই মানুষকে অনিয়ম করতে বাধ্য করেন, এসব অহেতুক বয়স নির্দিষ্টতার কারণে হয়তো বা অনেক বাচ্চার অভিভাবক তথা বাচ্চাদের ভোগান্তির শিকার হওয়ার জন্যে এসব নিয়মানুবর্তিতা প্রণেতারা দায়ী

    • আমার ছেলের জন্ম তারিখ:০১/০২/২০১৩ সে ৪র্থ শ্রেণীতে পড়ে। ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে সরকার নির্ধারিত বয়সের থেকে ২ মাস কম হবে। তাহলে কি সে ২ মাসের জন্য ১বছর বসে থাকবে? এটা কেমন আইন!

    • ০৫/০৯/২০১৩ জন্ম তারিখ ৷এখন পঞ্চম শ্রেণিতে আছে৷ সেকী ষষ্ঠ শ্রেণি তে ভর্তী হতে পারবে ২০২৪শে

    • সহমত পোষণ করছি

    • আমার ও একই প্রশ্ন। আমার বাচ্চার জন্ম এপ্রিলে, এখন ৩ মাস বয়স কম হওয়ার কারণে কি আমার বাচ্চার ১টা বছর নষ্ট হয়ে যাবে? প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৫.৫ বছর থেকে শুরু হলে এই সমস্যা থাকতো না। সরকারের কাছে অনুরোধ কোমলমতি বাচ্চাদের জন্য এই নিয়ম করা হোক

    • মতামতের জন্য ধন্যবাদ।

  3. যারা ৫+ ওয়ানে ভর্তি হয়েছিল এখন ক্লাস এইটে পড়ে এবং ২৩ সালে নবম শ্রেণিতে পড়বে এবং আমার জানা মতে অনেক ছেলে মেয়েদের বয়স এখন মাত্র ১৩ +হবে তাদের ব্যাপারে নবম শ্রেনিতে ভর্তির ব্যাপারে কী হবে ?

    জবাব
    • বর্তমান বয়সের নীতিমালা অনুসারে ১ম শ্রেণিতে ৬ বছরের বেশী ধরে হিসাব করতে হবে।

  4. বাচ্চার বয়স সাত বছর এক মাস হলে কি ৩য় শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে?

    জবাব
    • বয়সের নীতিমালা অনুসারে, প্রথম শ্রেণিতে ৬ বছর বেশী ধরে হিসাব করুন।

  5. Bangladesh Mahila Samiti Girls’ High School and College
    লটারি কি দিছে আর আবেদন কিভাবে করব‚ কোন ক্লাস থেকে নিবে বয়স কেমন হতে হবে?

    জবাব
    • স্কুলে ভর্তির অনলাইন আবেদন ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। আপনি অনলাইনে আবেদন করতে পারেন। ১ম শ্রেণিতে ভর্তির জন্য বয়স ৬ বছরের বেশী হতে হবে।

  6. How to get admitted in pre-primary school?

    জবাব
    • স্কুলের ভর্তি কেবলমাত্র ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীর জন্য।

  7. স্কুলে ভর্তিতে বয়স সংক্রান্ত কোন নোটিশ/প্রজ্ঞাপন/পরিপত্র/সরকারী আদেশের কপিটা পাঠাবেন Please

    জবাব
    • এই প্রতিবেদনে নিচের অংশে স্কুল ভর্তির বয়স সংক্রান্ত নীতিমালার প্রজ্ঞাপনের ছবি যুক্ত করা আছে।

  8. বয়স কিভাবে নির্ধারণ হবে?জন্মসাল,তারিখের সাথে আজকের ১৬/১২/২০২২ ইং তারিখে ৮+ বয়স হতে হবে নাকি ০১-০১-২০২২ ইং এর মধ্যে ৮+ হওয়া লাগবে

    জবাব
    • ১/১/২০২৩ তারিখে হিসাব করতে হবে।

  9. ছেলের জন্ম ২৬/০১/২০১৪ তে বর্তমানে সে চতুর্থ শ্রেণির ছাএ এখন সরকারি স্কুলে ক্লাস ফাইভে ভর্তির জন্য আবেদন করতে পারবো?

    জবাব
    • ১ম শ্রেণিতে ৬+ বছর ধরে হিসাব করুন।

    • আমিও এই টেনশনে আছি মেয়েকে নিয়ে।যদি কোন নিউজ পান জানাবেন।

  10. আমি ভর্তির আবেদন করে ফেলেছি।এখন দেখছি নামে বানান ভুল হয়েছে।এখন করণীয় কি?

    জবাব
    • আবেদন সম্পাদনার ব্যবস্থা আছে কি না দেখুন।

    • ভাই আমার ও আবেদনের পিতার নামে ভূল হইছে । এখন কি করব সংশুধনের কোন রাস্তা আছে কি?

    • আবেদন সম্পাদনার কোন অপশন আছে কি না তা দেখুন।

    • applicaition delete korar option ase.কেউ যদি এই ইউজার আইডি দিয়ে SMS পাঠিয়ে পিন নাম্বার পেয়ে থাকেন তাহলে আবেদনটি মুছে ফেলার পর পিনটিও নিম্নের নিয়ম অনুযায়ী মুছে ফেলতে হবে। GSA Pending পিন মুছে ফেলতে:
      SMS Format (টেলিটক নম্বর থেকে যার দ্বারা পিন নম্বর তৈরি করা হয়েছিল।) :
      GSAHELPDELETEpin_number and send to 16222.
      Example:
      GSA HELP DELETE 12345678

    • applicaition delete korar option ase.কেউ যদি এই ইউজার আইডি দিয়ে SMS পাঠিয়ে পিন নাম্বার পেয়ে থাকেন তাহলে আবেদনটি মুছে ফেলার পর পিনটিও নিম্নের নিয়ম অনুযায়ী মুছে ফেলতে হবে। GSA Pending পিন মুছে ফেলতে:
      SMS Format (টেলিটক নম্বর থেকে যার দ্বারা পিন নম্বর তৈরি করা হয়েছিল।) :
      GSAHELPDELETEpin_number and send to 16222.
      Example:
      GSA HELP DELETE 12345678

    • আমার মেয়ের জন্ম সাল ০২/১২/২০১৪ তাহলে, ২০২৪ সালের বিগপ্তি অনুযায়ী নভেম্বরের ১৪ তারিখে ৯ হতে হবে /কিন্তু ২/১২/ ২০২৪ তারিখে ৯ বছর হবে আমার মেয়ের, তাহলে কি ১৮ দিন কমের জন্য মেয়েকে ভর্তি করতে পারব না ১৪/১১/২০২৪ সে application নের শেষ তারিখ, তাহলে কি আমি মেয়েকে চতুর্থ শ্রেণিতে ভর্তি করতে পারব না। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি।plz আমাকে সহযোগিতা করেন আপনারা

    • এই বিষয়গুলো মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত ছাড়া এটা বদলাবে না।

  11. ১৯/০১/২০২৩ তারিখং ৫ বছর পূর্ণ হবে,
    এখানে ৫ বছরের ১৮ দিন কম আছে।
    এখন কি প্রাইমারি স্কুলে / শিশু শেণিতে ভর্তি করাতে পাড়ব?

    জবাব
    • ১ম শ্রেণিতে ৬+ ধরে হিসাব করুন।

  12. Dearest
    It is also right sight of the all students & public.
    So nice looking for me. Let the know of so developed.
    Thanks

    জবাব
    • ধন্যবাদ।

    • ডে সিফট আর মর্নিং সিফটের জন্য আলাদা আলাদা আইডি দিয়ে দুইবার দরখাস্ত করতে হবে? আমি তো এক আইডিতে দুই সিফটে দরখাস্ত করেছি।দুই আইডিতে করলে কি দুইবার লটারি হয়

    • আবেদন যখন করতে পেরেছেন তাহলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

  13. ৫ বছর বয়সে প্রথম শ্রেণীতে প্রাইমারী স্কুল ভর্তি নিয়েছে। ৫ বছর পর সেই শিক্ষার্থী এখন ক্লাস ৫ এ অধ্যায়নরত রয়েছে।এখন তার বর্তমান বয়স ১০ বছর। তবে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে তার বয়স তো ১১ হয়নি।সেক্ষেত্রে কেনো প্রাইমারী স্কুল ৫ বছর বয়সে তাকে ভর্তি নিয়েছে? এখন সেই শিক্ষার্থী কি এক বছর বাসায় বসে থাকবে??

    জবাব
  14. আমার মেয়ের বয়স হবে ৭ বছর ১১ মাস ১৫ দিন।কর্তৃপক্ষের নিকট আবেদন যেন ১৫ দিন কম থাকায় আবেদন করার অনুমতি পাই

    জবাব
  15. আমার সন্তানের বয়স ৭ বছর ১১ মাস ১৫ দিন হবে।১৫ দিন কম থাকায় আবেদন করি নি।কর্তৃপক্ষ সদয় হলে আমার মত অনেকেই কৃতজ্ঞ থাকতাম

    জবাব
    • শিক্ষার্থীর ভর্তির বয়স অনুসারে আবেদন করতে হবে।

  16. পাঁচ+ বছরে প্রাক প্রাথমিক শ্রেণিতে এবং দশ+ ৫ম শ্রেণিতে। তাহলে ৬ষ্ঠ শ্রেণীতে তার বয়স ১১+ ই হবে। আর যারা ছেলে/মেয়ের জন্মনিবন্ধনে বয়স চুরি করতে চাই তাদের খুব সমস্যা হবে।

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  17. ক্যাচমেন্ট কোটা কিভাবে নির্ধারণ হবে, যারা ভাড়ায় থাকে তারা এ সুযোগ পাবে কি? মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিবার্তার নাম্বার চাওয়া হয়, কিন্তু অনেকের মুক্তিবার্তা নাম্বার নাই, সেক্ষেত্রে গেজেট নাম্বার বা নতুন এম,আই,এস নাম্বার দিলে হবে কি প্লিজ জানালে উপকৃত হব।

    জবাব
    • বিষয়গুলো আমাদের জানা নেই।

    • Sonod number chaiche aikhan a so sonod number protek muktijodhar ase setai dite hobe

  18. লটারী তে কোন কোটা রয়েছে কী

    জবাব
    • ভর্তি বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ নেই।

  19. আমি আমার বাচ্চার ভর্তীর জন্য তৃতীয় শ্রেণীতে আবেদন করেছি। তৃতীয় শ্রেণীতে কি ভর্তী পরিক্ষা দিতে হবে প্লিজ জানালে খুব উপকৃত হবো।

    জবাব
    • ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তিতে কোন প্রকার পরীক্ষা দিতে হবে না। অনলাইনে কেবলমাত্র আবেদন করতে হবে। এরপর লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে ভর্তি করা হবে।

  20. ১ম শ্রেনীতে ভর্তির বয়স আমরা জানি ৬+ হতে হবে। কিন্তু কোন তারিখে ৬ বছর পূর্ন হতে হবে, তা আমার কাছে পরিষ্কার নয়। ১৬ই নভেম্বর ২০২২ইং তারিখ থেকে আবেদন করা যাবে, তার মানে কি ১৬ই নভেম্বরে বাচ্চার বয়স ৬ বছর পূর্ন হতে হবে, এমন কিছু? জানালে উপকৃত হবো..

    জবাব
    • ১ জানুয়ারি ২০২৩ তারিখে বয়স ৬+ হতে হবে।

  21. কিছু কিছু বাচ্চা আছে যাদের মেধা অনেক ভালো ছিলো বলে ওদের কে ৪/৫বছরে স্কুলে ভর্তি করানো হয়। এই নীতি মালা আগে যারা ভর্তি হয়েছে তারা অনেকেই অষ্টম বা নবম শ্রেণিতে পড়ে। তাদের বয়স ১২+,১৩+এমন হবে। তাদের বিষয় টা সরকারের ভেবে দেখা উচিত। যেহেতু একজন ভালো স্টুডেন্ট কখনো এক ক্লাসে দুই বছর পড়তে চাইবে না। এতে সে মানসিকভাবে ভেঙে পড়বে।

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  22. প্রথম শ্রেনীতে ভর্তির বয়স ৬+ হতে হবে, কিন্তু কোন তারিখ পর্যন্ত ৬ বছর পূর্ন হতে হবে তা পরিষ্কার নয়। চলতি বছর ডিসেম্বরের ২৬ তারিখে ৬ বছর পূর্ন হলে কি এই বছর আবেদন করতে পারবে ?

    জবাব
    • ১ জানুয়ারি ২০২৩ সালের ১ম শ্রেণিতে ভর্তিতে ৬ বছরের বেশী হতে হবে।

  23. ৩য় শ্রেণীর জন্য বয়স ৮+ কত তারিখে হতে হবে ।

    জবাব
    • ৩য় শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীর বয়স ৮ বছরের বেশী হতে হবে।

  24. প্রশ্নের উত্তর কেন আসছে না ।

    জবাব
    • আমি আবেদন করে ফেলেছি। শুধু নামের বানান টা হোসাইন ইংরেজিতে Hossain এভাবে লিখছি এতে কি কোনো সমস্যা হবে

    • আবেদন সম্পাদনার ব্যবস্থা আছে কি না তা দেখুন।

  25. আমার কি ই মেইল ঠিকানা ভুল ।

    জবাব
    • না ঠিক আছে। আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

  26. আমার মনে হয় ১ম শ্রেনীতে ৬+ বয়স বাধ্যবাধকতা থাকাটা সঠিক নয়। কারন অনেক বাচ্চা যাদের মেধা ভাল অল্প বয়সে স্কুলে ভর্তি হয়। আমার বাচ্চা আগামী ২০২৪ সালে সিক্সে বয়স কম হওয়ার কারনে ভর্তি হতে পারবে না।আমি চিন্তায় আছি কি করব।২০২৪ সালের জানুয়ারির ০১ তারিখে তার বয়স হবে ৯ বছর ১১ মাস ৬ দিন।তার বয়স কম এটা কি তার অপরাধ? যদি ১ম শ্রেনীতে ৪ থেকে ৭ বছর ৬ষ্ঠ শ্রেনীতে ৯ থেকে ১২ বছর করা হত তাহলে কাউকে খুব একটা হয়রানির সম্মুক্ষীন হতে হত না।

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  27. ১লা জানুয়ারি-২০২৩ হিসাবে আমার ছেলের বয়স ৬ বছর পূর্ণ হতে ১ মাস ৩ দিন লাগবে আমি কি ভর্তি করাতে পারবো প্রথম শ্রেণীতে নাকি ১ মাস ৩ দিনের জন্য আবার এক বছর অপেক্ষা করতে হবে জানালে খুশি হতাম।

    জবাব
    • ১ম শ্রেণিতে ভর্তি হতে ৬+ বছর বয়স অবশ্যই হতে হবে। ভর্তি বিজ্ঞপ্তিতে এমনটা বলা হয়েছে।

  28. আমার মেয়ের বয়স ১১ বছর চলছে। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।সে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে না কেন?। ইতিমধ্যে সরকারি স্কুলে ভর্তির আবেদন করে ফেলেছে। মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

    জবাব
  29. আমার মেয়ের বয়স ১০ বছর চলছে। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। পহেলা জানুয়ারি ২০২৩ তারিখে তার ১১ বছরে পড়বে তাহলে সে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে না কেন। ইতিমধ্যে অনলাইনে ভর্তির আবেদন করে ফেলেছে। মাননীয় শিক্ষা মন্ত্রী বিষয়টির প্রতি আপনার সদয় দৃষ্টি প্রার্থনা করছি।

    জবাব
  30. আমার ছেলে অষ্টম শ্রেণিতে পড়ে। ১ জানুয়ারি, ২০২৩ সাথে তার বয়স হবে ১৩ বছর ১১ মাস ২৫ দিন। আমি এখন কি করতে পারি। আমি কি ৯ম শ্রেণিতে আবেদন করতে পারব?

    জবাব
    • বয়স না হলে অনলাইনে আবেদন করতে পারবেন না।

  31. ১০ বছর চলছে আমার মেয়ের বয়স। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। পহেলা জানুয়ারি ২০২৩ সালে তার বয়স ১১ তে পড়বে।তাহলে সে কি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে না? ইতিমধ্যে সে অনলাইনে আবেদন করে ফেলেছে। মাননীয় শিক্ষা মন্ত্রী এই সমস্ত শিক্ষার্থীর প্রতি একটু সদয় হবেন প্লিজ, নইলে এদের শিক্ষা জীবন শেষ হয়ে যাবে।

    জবাব
    • ১ম শ্রেণিতে ভর্তিতে বয়স ৬ বছেরের বেশী হতে হবে। সে হিসাবে ভর্তির বয়স হিসাব করুন।

    • প্রথম শ্রেণীতে স্কুল ভর্তি সর্বনিম্ন ৬ বছর, সর্বোচ্চ কত বছর?

    • সর্বোচ্চ বয়সের বিষয়টা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও বোর্ড নির্ধারণ করে

  32. আমার ছেলের বয়স ১০ বছর কি করব।এবার সিক্সে ভরতি করব, করনিও কি।

    জবাব
    • নীতিমালা অনুসারে ভর্তির বয়স হতে হবে।

  33. সরকারি প্রাথমিক বিদ্যালয় যারা পঞ্চম শ্রেণীতে পড়ে এবং যাদের বয়স টেন ক্লাস, পহেলা জানুয়ারি ২০২৩ সালে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক,,অনলাইনে আবেদন করেছে,, তাদের কি হবে, তারা কোথায় যাবে কোথায় ভর্তি হবে? দয়া করে বলবেন। নাকি তাদের শিক্ষাজীবনের ইতি টানবে। বিষয়টি ভেবে দেখার জন্য সবিনয় অনুরোধ করছি।

    জবাব
    • এগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর বলতে পারবে। নতুন কোন সিদ্ধান্ত হলে আমরা জানিয়ে দিব।

  34. ১৪-১১-২০২২ তারিখের প্রকাশিত প্রজ্ঞাপনে কেবলমাত্র ১ম শ্রেণিতে ভর্তির জন্য বয়স ৬+ এর বাধ্যবাধকতা আছে । বাকি শ্রেণিগুলোর তথ্য আপনি কোথায় পেলেন ? আমি তো অনেক খুজেও এবারের কোন নীতিমালায় পেলাম না । নাকি গত বছরের টার তথ্য এবার আবারও দিলেন ।

    জবাব
    • আপনি ঠিক বলেছেন, স্কুল ভর্তি নীতিমালা কেবলমাত্র ১ম শ্রেণির ভর্তির বয়স উল্লেখ করা হয়েছে। তবে পরবর্তী শ্রেণিতে ভর্তিতে ১ম শ্রেণির ভর্তির বয়স হিসাবে আনতে হবে। এমন তথ্য আমাদের কাছে আছ। আপনি এ বিষয়ে আরো জানতে সংশ্লিষ্ট স্কুলে যোগাযোগ করুন।

  35. সরকারি স্কুলে লটারি লাগলে ক্লাস নাইনে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে?

    জবাব
    • স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে বিজ্ঞপ্তি দিবে। তবে বাচ্চার জন্মনিবন্ধন, বাবা-মায়ের আইডি কার্ড ও বাচ্চার পূর্বের স্কুলের প্রশংসাপত্র লাগতে পারে।

  36. আমাদের মেসেজগুলো মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছাবে কি

    জবাব
  37. মাননীয় শিক্ষামন্ত্রী কোমলমতি শিশুদের প্রতি একটু সদয় হবেন, স্কুলে ভর্তির বয়সটা একটু শিথিল করবেন প্লিজ।

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  38. ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজে ক্লাস ওয়ানে ভর্তির সময় কি কি কাগজপত্র লাগে l
    CA কোটার জন্য আলাদা কোন কাগজ লাগলে জানাবেন?

    জবাব
    • এসব কাগজপত্রের তথ্য কেবলমাত্র সংশ্লিষ্ট বিদ্যালয় দিতে পারবে। তবে বাচ্চার জন্ম নিবন্ধন আপনাদের আইডি কার্ড সহ অনেকগুলো তথ্যের প্রয়োজন হবে। সেগুলো কিন্তু আপনাদের কাছে আছে।

  39. ভাই, আপনি একদম ঠিক কথাটি বলেছেন। এমন সমস্যা সকলের জন্য বাস্তবসম্মত একটি প্রধান সমস্যা। কিন্তু এটা তো কেউ ভাবছে না বা কেউ বিষয়টি মানতে চাচ্ছে না। বিষয়টা সত্যিই দুঃখজনক।

    জবাব
  40. GSA তে ভর্তি রেজাল্টে ছেলের(প্রার্থীর) নামের স্থানে বাবার নাম এসেছে….!
    এখন কি এইটা সংশোধন করা যাবে…..?
    সংশোধন করার উপায় কি….?

    জবাব
    • আবেদন সংশোধন ও বাতিল করার অপশন আগে ছিলো। এখন আর বিষয়টি করতে পারবেন না। আপনি ওদের হেল্প নম্বর ও অথবা সংশ্লিষ্ট স্কুলে যোগাযোগ করতে পারেন।

  41. ২০১০ এর শিক্ষানীতিতে বলা হয়েছে, “পরবর্তি শ্রেণীসমূহে বয়স নির্ধারণের বিষয়টি ২০২২ শিক্ষাবর্ষ হতে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে”।

    এর অর্থ কি ২০২২ এর পূর্বে যারা ৬+ বয়স না হয়েও প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য প্রযোজ্য হবেনা।

    বিষয়টি কি জানাবেন প্লিজ।

    জবাব
    • শিক্ষার্থীর ভর্তির বয়সের নীতিমালা অংশবিশেষ এই প্রতিবেদনে সংযুক্ত করা হয়েছে। প্রথম শ্রেণীতে ভর্তির বয়স হিসাব করে অন্যান্য শ্রেণীতে ভর্তি করতে হবে বলে জানানো হয়েছে। কিন্তু ইতিপূর্বে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাদের বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলা নেই।

  42. ৩য় শ্রেনিতে ভর্তির জন্য আমার মেয়ের বয়স ১মাসকম।তবেকি এই ১ মাসের জন্য আমার মেয়েকে ১ বৎসর লস্ দিতেহবে?

    জবাব
    • শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা শিক্ষার্থীর বয়স নীতিমালা অনুসারে প্রথম শ্রেণীতে ছয় বছর না হলে শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন না। প্রথম শ্রেণীর বয়স ধরে অন্য সকল শ্রেণীতে ভর্তির বয়স নির্ধারিত হবে বলে বয়স নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

  43. আমার সন্তানের জন্ম তারিখ ৩১-১২-২০১৬ সে প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারবে কি না?

    জবাব
    • ১ম শ্রেণিতে ভর্তি হতে হলে বয়স ৬ বছরের বেশী হতে হবে। এর কমে ভর্তি করা যাবে না।

  44. একজন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে পড়ে ।সেকি পঞ্চম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণী দুই জায়গায় আবেদন করেছে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে মেধায় হয়েছে।।
    ভর্তি হবার পরেও তার ভর্তি বাতিল করা এটা একজন শিক্ষার্থীর মনের উপর কতটা প্রভাব ফেলছে।
    আর ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল না শিক্ষার্থী দুই শ্রেনীতে আবেদন করতে পারবেন না।এখন কি করা যেতে পারে

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  45. ১৭ এপ্রিল ২০১৭ প্রথম শ্রেনীতে ভর্তি হবার পারবেনা, আজব।তাইলে সবার বাচ্চা কে ডিসেম্বরে জিন্মের সিস্টেম বাতলায়া দেন,এখন আবার অনৈতিক ভাবে বয়স বাড়াতে আজাইরা,সিস্টেমের গুষ্টি কিলাই।

    জবাব
  46. আমার মেয়ের বর্তমান বয়স 6+। সেকি আগামী বছর অর্থাৎ 2024 সালে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে?

    জবাব
    • পারবে।

  47. কোনো শিক্ষার্থীর বয়স ২০ হলে সে কি নবম শ্রেণিতে ভর্তি হতে পরাবে?

    জবাব
    • এই নীতিমালায় ভর্তির সর্বনিম্ন বয়সের কথা বলা হযেছে।

  48. তাহলে নবম শ্রেণিতে ভর্তি হওয়ার সর্বোচ্চ বয়স কত?

    জবাব
    • আপনি কোন একটি স্কুলে যোগাযোগ করে দেখতে পারেন।

  49. আমার বাচ্চার জন্ম তারিখ ১-১-২০১৮, ১-১-২০২৪ তারিখে বয়স ৬ হবে্,,,,ওকি প্রথম শ্রেনীতে ভর্তি হতে পারবে?পারবে বা পারবেনা শুধু সেটা জানাবেন,,, দয়া করে,,, আমি নীতি মালা দেখেছি

    জবাব
    • ৬ বছরের বেশী হতে হবে।

    • আমার ছেলে গ্রাম এর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ত চাকরির সুবাদে আমরা এক মাস হলো ঢাকা আসি । আমার ছেলে কে ২য় শ্রেণীতে ভর্তি করার কথা। কিন্তু আমি ছেলে কে ১ম শ্রেণীতে ভর্তি করাতে পারছি না। কারণ ওর বয়স ৫ বছর ১০ মাস। এখন কি হবে।, আমার ছেলের মন ভেঙ্গে গেছে।১ ম শ্রেণীর বই ওর সব হয়ে গেছে। পড়াশুনায় ও খুব ভালো ছিল।

    • গ্রামের প্রাথমিক বিদ্যালয় ১ম শ্রেণিতে ৬ বছরের কম বয়সী বাচ্চাকে ভর্তি নিল কি করে?

  50. জন্ম তারিখ ১২.০৯.২০১৬ সে কি এই বছর প্রথম শ্রেণীতে স্কুলে ভর্তি হতে পারবে?

    জবাব
  51. খিলগাঁও উচ্চ মাধ্যমিক গভমেন্ট স্কুল অনলাইন ভর্তি

    জবাব
  52. আমার ভাতিজি বর্তমানে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ৩য় শ্রেনিতে বয়স চাওয়া হয়েছে ৮+ বছর। ২০২২ সালে করা তার জন্ম নিবন্ধন অনুযায়ী বর্তমান বয়স হবে ৭ বছর ৯ মাস। এখন কি তাকে অন্য স্কুলে ৩য় শ্রেণিতে ভর্তি করাতে পারবো না ?

    জবাব
    • ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করতে হবে। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।

  53. আমার ছেলে পঞ্চম শ্রেনিতে পড়ে। ষষ্ঠ শ্রেনিতে আবেদন করলে বয়সের জন‍্য বাছাইয়ে বাতিল হয়। এখন করনীয় কি।

    জবাব
    • নির্ধারিত বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

  54. আমার মেয়ের জম্ম ২৯/১২/২০১৩ ইং আমি ২০২৪ সালে ৬ষ্ঠ শ্রেণীতে ভতি করতে পারবো

    জবাব
    • ১ম শ্রেণিতে ভর্তির বয়স ৬+ ধরে বয়সের হিসাব করুন। ১ জানুয়ারি ২০২৪ তারিখ ধরে বয়সের হিসাব করতে হবে।

  55. সহোদর/সহোদরা বা যমজ ভাই/বোনের জন্য ৫% কোটা:
    কোন প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর সহোদর/সহোদরা বা যমজ ভাই/বোন যদি পূর্ব থেকে অধ্যয়নরত থাকে সে সকল সহোদর/সহোদরা বা যমজ ভাই/বোনের জন্য ৫% কোটা সংরক্ষিত থাকবে।
    মন্তব্য/জিজ্ঞাসাঃ
    আমি আমার যমজ সন্তানের জন্য ক্লাস-১ (ওয়ান) এ আবেদন করেছিলাম। তাই পূর্ব থেকে অধ্যয়নরত কেউ নেই। আমি যমজ সন্তানের জন্য জেনারেল কোটায় আবেদন করেছিলাম। একজনের নাম এসেছে অন্যজনের নাম আসেনি। তাহলে কি আমি অন্যজনকে একই স্কুলে ভর্তি করতে পারবো না? আইডিয়াল স্কুল মতিঝিল শাখা। ইংলিশ ভার্সম।

    জবাব
    • পূর্ব থেকে অধ্যয়নরত থাকাটা এখানে শর্ত। তবে আপনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে প্রধানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন।

  56. এক জেলা থেকে অন্য জেলায় অবস্থান পরিবর্তনের কারনে বছরের মাঝে সরকারি / বেসরকারি স্কুলে ভর্তির নিয়ম কি?

    জবাব
    • সংশ্লিষ্ট স্কুলের প্রধানের সাথে পরামর্শ করুন। তারা আপনাকে সঠিক তথ্য দিতে পারবেন।

মন্তব্য করুন