সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তির আবেদন ফরম পূরণের নোটিশ ২০২৩

২০২৩ সালের সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তি এবং পেশামূলক উপবৃত্তির জন্য নিয়মিত শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ফরম পূরণের নোটিশ প্রকাশ করা হয়েছে।

অনলাইনে MIS Software এ তথ্য এন্ট্রি করতে হবে ১০ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখের মধ্যে। সংখ্যালঘু উপবৃত্তির আবেদন ফরম পূরণের নিয়ম জানুন।

সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তির আবেদন ফরম পূরণের নোটিশ ২০২৩ [এন্ট্রি ১০ এপ্রিলের মধ্যে]

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ২০২২-২৩ অর্থবছরের তফসিলী সম্প্রদায় সমূহের উপবৃত্তি এবং পেশামূলক উপবৃত্তির জন্য তথ্য এন্ট্রি করার নোটিশ প্রকাশ করা হয়েছে।

২৯ মার্চ ২০২৩ খ্রি. তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে, সংখ্যালঘু সম্প্রদায় ও পেশামূলক উপবৃত্তি আবেদনের নোটিশ প্রকাশ করা হয়।

অধিদপ্তরের নোটিশে নিয়মিত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক হিসাবে প্রেরণের লক্ষ্যে MIS-এ তথ্য এন্ট্রি করতে হবে ১০ এপ্রিল তারিখের মধ্যে।

তফসিলী উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকের কার্যালয় থেকে User ID ও Password ব্যবহার করে এন্ট্রি করতে হবে।

আরো জানুন:

ভর্তি সহায়তা অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম (মাদ্রাসা একাদশ)

তফসিলী উপবৃত্তি আবেদন MIS সফটওয়ারে তথ্য এন্ট্রির করার নিয়ম

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত অধ্যয়নরত রয়েছে নিশ্চিত হয়ে তথ্য এন্টি করতে হবে।

বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যে কোন ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে/১৮ বছরের কম শিক্ষার্থীদের পিতা/মাতার সাথে যৌথ নামে ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খুলতে হবে।

যৌথ নামে ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খোলা হলে MIS-a শিক্ষার্থীর নামের স্থলে উভয়ের নাম এন্ট্রি করতে হবে।

শিক্ষার্থীর নামীয় ব্যাংক হিসাব নম্বর ব্যতীত পিতা/মাতা/অন্য কারও ব্যাংক হিসাব নম্বর প্রদান করা যাবে না।

শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।

অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।

ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।

ব্যাংক হিসাবটি বর্তমানে অবশ্যই সচল (Active) থাকতে হবে।

বিকাশ, শিউর ক্যাশ, নগদসহ এ ধরণের কোন এজেন্ট ব্যাংকের হিসাব নম্বর প্রদান করা যাবে না।

একটি পরীক্ষার বিপরীতে একজন শিক্ষার্থীর একাধিক এন্ট্রি করা যাবে না।মাল্টিপল এন্ট্রি করা হলে একটি রেখে বাদবাকী নিষ্ক্রিয় করতে হবে।

শিক্ষার্থীদের তথ্য MIS সফটওয়ারে যথাযথভাবে এন্টি হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য অবশ্যই দুই জন কর্মকর্তা/শিক্ষককে দায়িত্ব প্রদান করতে হব।

(অত্র অধিদপ্তরের জারিকৃত পত্রের স্মারক নম্বর: ৩৭.০২.০০০০,১১৭.৯৯,০০১.২০-১৯১/২০, তারিখ: ০২/০৩/২০২২-এর নির্দেশনা অনুসরণীয়)।

তথ্য প্রেরণের ক্ষেত্রে ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন।

এ বিষয়ে বিস্তারিত জানুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নোটিশ থেকে।

তফসিলী উপবৃত্তি আবেদন ফরম পূরণের নোটিশ ২০২৩

২০২৩ সালের সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তির আবেদন ফরম পূরণ সম্পর্কে আরো জানতে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার  করুন।

আরো জানুন:

স্নাতক (ডিগ্রি) উপবৃত্তি আবেদন ২০২৩ [estipend.pmeat.gov.bd]

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

“সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তির আবেদন ফরম পূরণের নোটিশ ২০২৩”-এ 1-টি মন্তব্য

  1. সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের MIS সফটওয়্যারে এন্ট্রি করতে কলেজ থেকে করলে হবে?নাকি আঞ্চলিক অফিসে জমা দিতে হবে?

    জবাব

মন্তব্য করুন