নতুন শিক্ষাক্রম ২০২৩ মূল্যায়ন: ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে পরীক্ষা নিলে ব্যবস্থা

৬ষ্ঠ ও ৭ম  শ্রেণির নতুন শিক্ষাক্রম ২০২৩ মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে, উল্লেখিত শ্রেণিতে প্রচলিত কোন পরীক্ষা বা মডেল টেস্ট গ্রহণ করা যাবে না বলে জানানো হয়েছে। পরীক্ষা নিলে বিভাগীয় শাস্তির মুখোমুখি হতে হবে বলে মাউশির নোটিশে বলা হয়েছে।

নতুন শিক্ষাক্রম ২০২৩ মূল্যায়ন: ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে পরীক্ষা নয়, নিলে ব্যবস্থা

দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুলের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম-২০২১ অনুসারে পাঠদান শুরু করা হয়েছে। এসব শ্রেণির শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠদান ও মূল্যায়নের ক্ষেত্রে নির্দেশনা দিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোহাম্মদ বেলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ১৩ মার্চ ২০২৩ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে।

মাউশি অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম পরিচালনার ক্ষেত্রে ৫টি নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো জানুন:

নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক স্কুলের ষষ্ঠ সপ্তম শ্রেণির ক্লাস রুটিন ২০২৩

মাদ্রাসার নতুন শিক্ষাক্রমের ক্লাস রুটিন ২০২৩ (ষষ্ঠ ও সপ্তম শ্রেণি)

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন শিক্ষাক্রমের ৫টি নতুন নির্দেশনা

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধিন সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে এসব নির্দেশনা মেনে চলতে হবে।

(ক) ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে এনসিটিবি কর্তৃক প্রণীত শিক্ষক সহায়িকা (Teacher’s Guide) এবং শিক্ষাক্রমের নির্দেশনা অনুসারে সম্পাদন করতে হবে।

(খ) ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত কোন পরীক্ষা/মডেল টেস্ট গ্রহণ করা যাবে না।

(গ) ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে এনসিটিবি থেকে যে গাইড লাইন পাওয়া যাবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

(ঘ) নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, উপজেলা/থানা একাডেমিক সুপারভাইজার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, আঞ্চলিক উপপরিচালক এবং আঞ্চলিক পরিচালকগণ-কে নিয়মিত পরিবীক্ষণ জোরদার করতে হবে।

(ঙ) নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট ও সচেতন থাকতে হবে। এ বিষয়ে কোন রকমের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ দায়ী থাকবেন বলে জানানো হয়েছে।

নতুন শিক্ষাক্রম বিষয়ের মাউশির নতুন নির্দেশনার বিজ্ঞপ্তি দেখুন।

নতুন শিক্ষাক্রমের মাউশির নোটিশ ২০২৩

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন শিক্ষাক্রম ২০২৩ মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি)

ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধের দিন)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

“নতুন শিক্ষাক্রম ২০২৩ মূল্যায়ন: ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে পরীক্ষা নিলে ব্যবস্থা”-এ 5-টি মন্তব্য

  1. নতুন শিক্ষাক্রম অনুযায়ী কতটি বিষয়ের সামষ্টিক মূল্যায়ন নিতে হবে?
    আর কিন্ডারগার্টেন স্কুল গুলোর শিক্ষার্থীদের ক্ষেত্রে কি AI এ্যাপসটি ব্যবহার করা যাবে কিনা? বা তার সুযোগ থাকলে তাতে করণীয় কি??

    জবাব

মন্তব্য করুন