Home » মাধ্যমিক স্কুল শিক্ষকদের নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ শুরু

মাধ্যমিক স্কুল শিক্ষকদের নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ শুরু

শিক্ষকদের নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ

মাধ্যমিক স্কুল শিক্ষকদের নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ ৬ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ থেকে শুরু হয়েছে। এছাড়া নতুন শিক্ষাক্রমের উপর ৭, ১৩, ১৪ ও ১৫ জানুয়ারিতে প্রশিক্ষণ চলমান থাকবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ শুরু: মাধ্যমিক স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের সময়সূচি

মাধ্যমিক স্কুলের নতুন শিক্ষাক্রমের উপর পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশের ৪০৮টি উপজেলা ও ২৫টি থানায় মাধ্যমিক শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে মাধ্যমিকের প্রায় ২ লাখ ৮০ হাজার জন শিক্ষক অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ ৬ জানুয়ারি ২০২৩ খ্রি.  তারিখ থেকে শুরু হয়েছে। এছাড়া এই প্রশিক্ষণ চলবে ৭ জানুয়ারি (শনিবার), ১৩ জানুয়ারি (শুক্রবার), ১৪ জানুয়ারি (শনিবার) এবং ১৫ জানুয়ারি (রোববার) তারিখে। (প্রশিক্ষণের সময়সূচি প্রশিক্ষণ গ্রহণকালে জানা যাবে)।

মাধ্যমিক শিক্ষকদের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ প্রদান করবেন, সদ্য প্রশিক্ষণ পাওয়া বিষয় ভিত্তিক মাস্টার ট্রেইনারগণ।

শিক্ষকগণ এই প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রতিদিন ৫০০/= টাকা হারে সম্মানী পাবেন। আর দূরের প্রশিক্ষণার্থীরা ২৫০/= টাকা হারে যাতায়াত ভাতা পাবেন বলে শিক্ষা অধিদপ্তর সূ্ত্রে জানা গেছে।

নতুন শিক্ষাক্রমের এই প্রশিক্ষণে সরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের প্রধান অতিথি করার নির্দেশনা দেয়া হয়েছে।

আরো জানুন:

নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক স্কুলের ষষ্ঠ সপ্তম শ্রেণির ক্লাস রুটিন ২০২৩

ইউনিক আইডি আবেদন ফরম পূরণের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৩

যেভাবে হবে শিক্ষকদের নতুন শিক্ষাক্রমের ৫ দিনের প্রশিক্ষণ

নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুপুরের মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতি এক ঘন্টা এবং ১৫ মিনিট করে দুই দফায় মোট ৩০ মিনিটের রিফ্রেশমেন্ট বিরতি থাকবে।

দুপুরের খাবারের টাকা সরকারি বিধি মোতাবেক ভ্যাট এবং কর কর্তন করে সকল প্রশিক্ষণার্থীদের টাকা নগদ দেয়া হবে।

উল্লেখ্য, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরুর দিন সকাল ১১টার মধ্যে প্রশিক্ষণার্থীদের স্কিম কর্তৃক সরবরাহকৃত রেজিস্ট্রেশন শিট পূরণপূর্বক উপস্থিত মোট প্রশিক্ষণার্থীদের তালিকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে পাঠাতে হবে।

এদিকে উপজেলার একাডেমিক সুপারভাইজার এবং প্রশিক্ষণ ভেন্যুর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

তবে উপজেলা একাডেমিক সুপারভাইজার যদি প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তবে তিনি কোর্স সমন্বয়ক হতে পারবেন না।

বিঃ দ্রঃ– প্রশিক্ষণ গ্রহণ সম্পর্কীত তথ্যের জন্য, সংশ্লিষ্ট উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা যেতে পারে।

২০২৩ সালের স্কুলের নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি)

সরকারি ছুটির তালিকা ২০২৩ (জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন)

ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধের দিন)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

2 thoughts on “মাধ্যমিক স্কুল শিক্ষকদের নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ শুরু”

  1. যে সকল শিক্ষকগণ প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ থেকে বাদ পড়েছে তাদের কি আবার নতুন করে প্রশিক্ষণ দিবে

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top