শনিবার (৪ মে) যেসব জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

তীব্র তাপদাহের কারণে ৪ মে শনিবার কয়েক বিভাগের ২৫ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ৩ মে তারিখের মন্ত্রনালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শনিবার (৪ মে ২০২৪) যেসব জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

তীব্র তাপ প্রবাহের কারণে শিক্ষা মন্ত্রনালয় দেশের কয়েক বিভাগের ২৫ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। ৩ মে ২০২৪ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে, প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে নিম্নোক্ত জেলা সমূহের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলার, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল শনিবার, ৪ মে ২০২৪ তারিখ বন্ধ থাকবে।

আরো জানুন:

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ২০২৪ (SSC Result 2024)

মন্তব্য করুন