২০২০ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে।
প্রতিদিনের পরীক্ষা আরম্ভ হবে দুপুর ০১:৩০ মিনিটে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে বলে জানানো হয়েছে।
মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার রুটিন ২০২৩ (প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচী 2023)
সূচীপত্র...
২০২০ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার সময়সূচী সম্বলিত রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১৭ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে প্রিভিয়াস পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে, মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার দিন-তারিখ নির্ধারণ করা হয়েছে।
মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা শুরু হবে ১১ সেপ্টেম্বর তারিখ সোমবার থেকে। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ১১ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখ বুধবারে।
তত্ত্বীয় বিষয়ের পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে। এসব পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরীক্ষার্থীদের জেনে নিতে হবে।
২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রুটিন 2023
২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী ১১/০৯/২০২৩ তারিখ হতে নিম্নবর্ণিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচী পরিবর্তন করতে পারবেন।
মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার্থী ও কেন্দ্র সচিবদের প্রতি নির্দেশনা
১। পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও স্বাক্ষরলিপি সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট নিয়ে পরীক্ষার্থী ও কেন্দ্রে সরবরাহ করবেন।
২। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।
৩। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় জেনে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে পরীক্ষার্থীদের।
৪। পরীক্ষার্থীদের রেজিঃ বিবরণীর একটি কপি পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবেন।
৫। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nubd.info/mp এ পাওয়া যাবে।
৬। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
কেন্দ্র পরিচালনার ব্যয়ের নির্দেশাবলী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার কেন্দ্র ফি বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা পরিচালনার যাবতীয় ব্যয় নির্বাহ করবেন।
একাডেমিক কাউন্সিলের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্র ফি প্রতি পরীক্ষার্থী ৪৫০/ (চারশত পঞ্চাশ) টাকার মধ্যে ৩০০/- (তিন শত) টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (যে কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে) নিকট পরীক্ষা অনুষ্ঠানের তিন দিন পূর্বেই জমা দিতে হবে।
অবশিষ্ট ১৫০/- (এক শত পঞ্চাশ) টাকা দ্বারা সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করতে হবে।
২০২০ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার রুটিন সম্পর্কে আরো জানতে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা ২০ সেপ্টেম্বর ২০২৩
NU Recent Notice [www.nu.ac.bd] জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ
National University (NU) Recent Result (Degree Honours Masters)
তথ্যসূত্র-