মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২২ সালের স্নাতকোত্তোর শেষ বর্ষের ফাইনাল পরীক্ষা (পরীক্ষা কোড- ৩০২) শুরু ২৭ জানুয়ারি থেকে। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে ৯ মার্চ ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।
মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার রুটিন ২০২৫: NU Masters Exam Routine 2025
২০২২ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরি সাইন্স (মাস্টার্স শেষ বর্ষ) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মাস্টার্স শেষ পর্বের নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, গ্রেড ও সিজিপিএ উন্নয়ন পরীক্ষার রুটিন, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
২০২২ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার শুরু হবে ২৭/০১/২০২৫ খ্রি. তারিখ সোমবার থেকে। মাস্টার্স ফাইনাল পরীক্ষার সকল বিষয় ও পত্রের পরীক্ষা শেষ হবে ৯/০৩/২০২৫ খ্রি. তারিখ রবিবারে। এরপরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে। এসব পরীক্ষার দিন-তারিখ পরবর্তীতে জানানো হবে।
পরীক্ষার নির্ধারিত দিন-তারিখে প্রতিটি বিষয় ও পত্রের পরীক্ষা শুরু হবে দুপুর ১:০০টা থেকে। পরীক্ষা চলবে প্রশ্নপত্রের উল্লেখিত সময় পর্যন্ত।
আরো দেখুন:
NU Recent Result: Degree Honours Masters National University
২০২২ সালের এমএ এমএসএস এমবিএ এমএসসি এম মিউজ আইসিটি পরীক্ষার সময়সূচী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত, ২০২২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচীর একটি অনুলিপি এই প্রতিবেদনে নিচের অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রুটিন দেখুন।
সতর্কতা: উপরের সংযুক্ত পরীক্ষার রুটিনে কোন প্রকার অস্পষ্টতা দেখা দিলে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার মূল রুটিন সংগ্রহ করুন এখান থেকে।
২০২২ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা অনুষ্ঠান সংক্রান্ত নির্দেশনা
২০২২ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচির সাথে পরীক্ষা সংশ্লিষ্ট কিছু নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষার রুটিনে।
পরীক্ষার কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কেন্দ্রে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ডাউন লোড করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় নিজ দায়িত্বে জেনে নিতে পরীক্ষার্থীদের বলা হয়েছে।
তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর প্রদত্ত পরীক্ষার্থীদের, রোল বিবরণীর একটি কপি এবং কেন্দ্র ফি বাবদ কলেজে আদায় কৃত সমুদয় অর্থের পরীক্ষার্থী প্রতি ৩০০ (তিনশত) টাকা নির্ধারিত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিতে বলা হয়েছে।
শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের ক্ষেত্রে স্ব স্ব কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নাম, রেজিস্ট্রেশন এবং পিতার নাম অবশ্যই যাচাই করে বিতরণ করবেন।
শিক্ষার্থীদের একজনের প্রবেশপত্র যেন অন্য জনের হাতে না যায় সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
২০২৫ সালের ২৭ জানুয়ারি থেকে অনুষ্ঠিত, মাস্টার্স পরীক্ষার রুটিন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানাতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
NU Recent Notice: জাতীয় বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক নোটিশ www.nu.ac.bd
তথ্যসূত্র:
botany msc rutin 2020