সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

২০২৫ শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সকল সরকারি স্কুলের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হবে। এছাড়া মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি স্কুলেরও ভর্তি হবে লটারির মাধ্যমে।

১ম থেকে ৯ম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (১ম-৯ম শ্রেণি)

২০২৫ শিক্ষাবর্ষে সকল সরকারি মাধ্যমিক স্কুল ও মহানগর ও জেলার সদরের উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক স্কুলে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

২৯ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে, মাধ্যমিক স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তি জানানো হয়েছে, মাধ্যমিক স্কুলের ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

দেশের সকল সরকারি মাধ্যমিক স্কুল এবং মহানগর, জেলা সদর উপজেলা পর্যায়ে অবস্থিত বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী ভর্তি হবে লটারির মাধ্যমে।

শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, লটারিতে মাধ্যমিক স্কুলের ভর্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্কুল ভর্তির আবেদন ফরম পূরণ করতে হবে অনলাইনে https://gsa.teletalk.com.bd এই ঠিকানায়।

আরো জানুন:

সরকারি স্কুলে ভর্তি লটারি আবেদন ৩০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত

বেসরকারি স্কুলে ভর্তি ২০২৫: অনলাইনে ভর্তি আবেদন করার নিয়ম

মহানগরী ও জেলার সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি

ঢাকা মহানগরী সহ দেশের সকল (জাতীয়করণকৃত) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি জন্য অনলাইনে আবেদন করতে হবে।

এছাড়া ঢাকা সহ বিভাগীয় মহানগরীর বেসরকারি স্কুল ও জেলা সদর উপজেলার স্কুলে শিক্ষার্থী ভর্তি করা হবে অনলাইনে আবেদনের পর লটারির মাধ্যমে।

এসব স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে দৈবচয়নের (লটারির) মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভর্তির জন্য কোন পরীক্ষা গ্রহণ করা হবে না।

স্কুল ভর্তির অনলাইন আবেদনের সময়সূচী ও ফি

সরকারি-বেসরকারি স্কুলের অনলাইনে আবেদন গ্রহণ ১২/১১/২০২৪ খ্রি. সকাল ১১:০০ টা হতে শুরু হবে। স্কুল ভর্তির আবেদন গ্রহণ চলবে ৩০/১১/২০২৪ খ্রি. তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০/= (একশত দশ) টাকা নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল হতে SMS এর মাধ্যমে প্রদান করা যাবে।

প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি স্কুল পছন্দের ক্রমানুসারে নির্বাচন করা যাবে। ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে, দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে।

একই পছন্দক্রমের স্কুল কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না বলে ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ pdf

সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। নিচের অনুচ্ছেদে যুক্ত স্কুল ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ বিষয়ে বিস্তারিত জানুন।

সরকারি মাধ্যমিক স্কুলের ১ম-৯ম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি দেখুন।

সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

বেসরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন।

বেসরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

২০২৪ সালের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আরো জানার থাকলে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

সরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৫ (ক্যাচমেন্ট ও কোটা)

সরকারি স্কুলে ভর্তি আবেদন ৩০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত

সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৫ (সংশোধিত ভর্তি নিয়ম জারি)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

“সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫”-এ 5-টি মন্তব্য

  1. সরকারি স্কুলে এপ্লিকেশন করতে গেলে থানাভিত্তিক স্কুলের লিস্ট দেখতে চাইলে দেখা যাচ্ছে না। এমন কি কোনো থানার ক্ষেত্রেই তা হচ্ছে না। অবশ্য বেসরকারি স্কুলের ক্ষেত্রে তা ঠিক পেয়েছি। করণীয় কি? জানাবেন।

    জবাব

মন্তব্য করুন