এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের, ২০২৩ সালের বৈশাখী ভাতার চেক ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
১১ এপ্রিল চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে। বৈশাখীর উৎসব ভাতার টাকা উত্তোলন করা যাবে ১৬ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড়
দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
১১ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখে শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, বৈশাখী উৎসব ভাতার চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।
অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক নোটিশে, বৈশাখী ভাতার চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ, ২০২৩ সালের বৈশাখী ভাতার টাকা উত্তোলন করতে পারবেন ১৬/০৪/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৮৮৮/৪, তারিখ: ১১/০৪/২০২৩।
আরো পড়ুন:
MPO Notice Teacher Salary Sheet দেখার নিয়ম জানুন
উল্লেখ্য, এবারো এমপিওভুক্ত স্কুল, কলেজের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা দেওয়া হয়েছে।
বৈশাখী ভাতার চেক ছাড়ের নোটিশ দেখুন।
Boishakhi Vata MPO Sheet 2023: বৈশাখী ভাতা এমপিও শিট ২০২৩
মাউশি অধিদপ্তরের গুগল ড্রাইভের নিচের লিংক থেকে বৈশাখী ভাতার এমপিও শিটের কপি সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1kJsxMwjDRsop7PHI4diRPouEaT1-0P4B?usp=share_link
২০২৩ সালের বৈশাখী ভাতার এমপিও সম্পর্কে কোন তথ্য জানার থাকলে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
Emis New MPO [www.dshe.gov.bd] এমপিও আপডেট দেখুন
তথ্যসূত্র-