স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড়

এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় করা হয়েছে। বৈশাখী ভাতার অর্থ ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ৯ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড়

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ১৪৩১ বঙ্গাব্দের বৈশাখী ভাতার চেক ছাড় করা হয়েছে। ৩ এপিল ২০২৪ খ্রি. তারিখে বৈশাখী ভাতার চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, বৈশাখী ভাতার চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

এমপিও স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ বৈশাখী ভাতার অর্থ ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৯/০৪/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

উল্লেখ্য, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ মূল বেতনের ২০% বৈশাখী ভাতা পাবেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণও একই হারে বৈশাখী ভাতা লাভ করেন।

বৈশাখী ভাতার এমপিও শিট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে এমপিও শিটের কপি ডাউনলোড করে বৈশাখী ভাতার অর্থ উত্তোলনের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

বৈশাখী ভাতার স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/১০৩২/৪ তারিখ: ০২-০৪-২০২৪।

বৈশাখী ভাতার এমপিও শিট ডাউনলোড লিংক:

https://drive.google.com/drive/folders/1nQCMaMYpkmBL-GQSbF7-mwENOPMwp_SJ?usp=sharing

আরো দেখুন:

এমপিও স্কুল-কলেজের ঈদ বোনাসের চেক হস্তান্তর

স্কুল-কলেজ শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ছাড়

মাদ্রাসার শিক্ষকদের বৈশাখী ভাতা ও ঈদ বোনাসের চেক ছাড়

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের চেক ছাড়

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন