মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও ঈদ বোনাসের চেক ছাড়

মাদ্রাসা বৈশাখী ভাতা ও ঈদ বোনাসের চেক ছাড়

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও ঈদ বোনাসের চেক একই সাথে ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ একই সাথে হস্তান্তর করা দুই উৎসব ভাতা, ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১৮ এপ্রিল পর্যন্ত।

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও ঈদ বোনাসের চেক ছাড়

দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও ঈদুল ফিতরের বোনাসের চেক ছাড় করেচে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

১৩ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, বৈশাখী ভাতা ও ঈদ বোনাসের চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল বাসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে, বৈশাখী ও  ঈদ বোনাস হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষকদের জন্য একই সাথে ছাড়কৃত বৈশাখী ও ঈদ বোনাসের অর্থ উত্তোলন করা যাবে ১৮/০৪/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

বৈশাখী ভাতার আদেশের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৯৯ তারিখ : ১৩.৪.২০২৩।

মাদ্রাসার বৈশাখী ভাতার চেক ছাড়ের নোটিশ

ঈদুল ফিতরের উৎসব বোনাসের আদেশের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১০০, তারিখ: ১৩.০৪.২০২১।

মাদ্রাসার ঈদুল ফিতরের চেক হস্তান্তরের নোটিশ

মাদ্রাসার বৈশাখী ভাতা ও ঈদ বোনাসের এমপিও শিট ২০২৩

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাসের এমপিও শিটের কপি আপলোড করা হয়েছে। ১৬ এপ্রিল তারিখে এমপিও শিটের কপি আপলোড করা হয়। নিচের দুটি লিংক থেকে এমপিও কপি ডাউনলোড করা যাবে।

বৈশাখী ভাতার এমপিও কপি পাওয়া যাবে নিচের লিংক থেকে।

https://drive.google.com/drive/folders/1zGiAqt9sEwREoFp-BTzg2ZaQIOX3uK67?usp=sharing

ঈদুল ফিতরের বোনাসের এমপিও শিট সংগ্রহ করুন নিচের লিংক থেকে।

https://drive.google.com/drive/folders/1zGiAqt9sEwREoFp-BTzg2ZaQIOX3uK67?usp=sharing

২০২৩ সালের মাদ্রাসার বৈশাখী ভাতা ও ঈদ বোনাসের চেক ছাড়ের বিষয়ে আর জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের ঈদ উৎসব বোনাসের চেক ছাড়

এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের বৈশাখী ভাতার চেক হস্তান্তর

এমপিও স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড়

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

Share This:

One Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 − 3 =