বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: আবেদন করার নিয়ম

২০২৪ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায়ের মাধ্যমিক স্কুলের ভর্তি আবেদন করা যাবে ১৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

অনলাইনে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে ভর্তি আবেদন করতে হবে। স্কুলের ভর্তি আবেদন করার নিয়ম- এই প্রতিবেদনে থেকে জানুন।

বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: অনলাইনে আবেদন করার নিয়ম

দেশের মহানগর এবং জেলা সদর ও সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক স্কুলের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তি আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বেসরকারি স্কুলের ভর্তি অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৪ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখ থেকে। বর্ধিত সময়ে আবেদন ফরম পূরণ চলবে ১৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

আবেদন গ্রহণের পর স্কুলের ভর্তি লটারির রেজাল্ট ২৬ নভেম্বর তারিখে প্রকাশের তথা রয়েছে। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুল ভর্তি লটারি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, একই সাথে দেশের সকল সরকারি স্কুলের ভর্তি আবেদন গ্রহণ করা হবে। সরকারি স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদনের সময়সূচি জানতে নিচের প্রতিবেদন পড়ুন।

২০২৪ শিক্ষাবর্ষের বেসরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি আবেদনের তারিখ

শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বেসরকারি স্কুলের ভর্তি বিজ্ঞপ্তিতে, অনলাইনে আবেদনের সময়সূচি ও নিয়মাবলী প্রকাশ করা হয়েছে।

দেশের সকল মহানগর ও জেলা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুলের ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হবে।

ভর্তির আবেদন ও ডিজিটাল লটারি প্রক্রিয়ায় টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হবে। ভর্তি লটারির ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে।

বেসরকারি স্কুলের ভর্তির অনলাইন আবেদনের গ্রহণ শুরু হয়েছে ২৪ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১:০০ টা হতে।

মাধ্যমিক স্কুলের ভর্তি আবেদন গ্রহণ চলবে ১৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত (বর্ধিত সময়)।

ভর্তির ডিজিটাল লটারি রেজাল্ট প্রকাশ করা হবে ২৬ নভেম্বর তারিখে। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে লটারি অনুষ্ঠিত হবে।

অনলাইন আবেদন ফি ১১০/= টাকা। সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে এই ফি পরিশোধ করে আবেদন করা যাবে। শুধুমাত্র টেলিটক মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

বেসরকারি স্কুলের ভর্তি আবেদনের ঠিকানা: http://gsa.teletalk.com.bd

বেসরকারি স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: gsa.teletalk.com.bd admission 2024

দেশের বেসরকারি মাধ্যমিক স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ১৮ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি থেকে ভর্তির সকল বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিচের বিজ্ঞপ্তি থেকে ভর্তির সময়সূচি সহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানুন।

বেসরকারি স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

অনলাইনে বেসরকারি মাধ্যমিক স্কুল ভর্তি আবেদন ফরম পূরণ নিয়ম

বেসরকারি স্কুল ভর্তির ফরম পূরণ করতে হবে অনলাইনে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফরম পাওয়া যাবে না। কেবলমাত্র অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় গিয়ে (http://gsa.teletalk.com.bd) শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সাবমিট করতে হবে।

আবেদন সাবমিট করার পর একটি ইউজার আইডি পাওয়া যাবে। এই আইডি পরবর্তীতে আবেদন ফি পরিশোধ করা সময় প্রয়োজন হবে।

টেলিটক প্রি-প্রেইড মোবাইল হতে নির্ধারিত ফরম্যাটে এসএমএস এর মাধ্যমে, ফি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

বেসরকারি স্কুলের ভর্তি আবেদন করার বিস্তারিত নিয়ম জানুন মাউশি অধিদপ্তর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে।

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদন করার নিয়ম

বেসরকারি স্কুলে ভর্তি আবেদন করার নিয়ম

বেসরকারি স্কুলে ভর্তি লটারি রেজাল্ট দেখার নিয়ম

২০২৪ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুলে ভর্তি লটারি রেজাল্ট প্রকাশ করা হলে অনলাইনে দেখা যাবে। ডিজিটাল প্রক্রিয়ায় লটারি শেষে ভর্তি ওয়েবসাইটে লটারির রেজাল্ট প্রকাশ করা হবে।

বেসরকারি স্কুলের ভর্তি রেজাল্ট পাওয়ার ঠিকানা: http://gsa.teletalk.com.bd/

উপরোক্ত ঠিকানা ব্রাউজ করলে নিচের ছবির মত ভর্তি ওয়েবসাইটের হোমপেজ দেখা যাবে।

বেসরকারি স্কুলের ভর্তি রেজাল্ট ২০২৪

উপরের ছবির মত পাতাটি ওপেন হলে, এবার বেসরকারি বিদ্যালয়ের ফলাফল লেখা লিংকে ক্লিক করলে নিচের ছকির মত একটি সার্চ পেজ আসবে।

বেসরকারি স্কুলের ভর্তি রেজাল্ট ২০২৪

উপরের ঠিকানায় গিয়ে শিক্ষার্থীর আবেদনের সময় পাওয়া, ইউজার আইডি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে ভর্তির লটারিতে চান্স পেয়েছে কীনা তা জানা যাবে।

লক্ষ্যনীয় যে, ভর্তি রেজাল্টে মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা নামে দুটি তালিকা থাকবে। প্রথমত মেধাতালিকায় সার্চ করে দেখতে হবে। এখানে রেজাল্ট না থাকলে অপেক্ষমান তালিকায় সার্চ করতে হবে।

এসএমএস দিয়ে স্কুল ভর্তি লটারির রেজাল্ট জানার নিয়ম

টেলিটক সংযোগ যুক্ত মোবাইল ফোনের মেসেজ দিয়ে বেসরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি রেজাল্ট জানা যাবে। নিচের ফরম্যাটে মেসেজ লিখুন।

মেসেজ অপশনে GSA লিখে স্পেস দিন। এরপর RESULT লিখে স্পেস দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর USERID লিখে 16222 নম্বরে এসএমএসটি পাঠিয়ে দিন। কিছু সময়ের মধ্যে ফিরতি মেসেজে ভর্তি লটারির রেজাল্ট জানতে পারবেন।

২০২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

আর তথ্যটি সবাইকে জানাতে শেয়ার করুন।

আরো দেখুন:

সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৪ (সংশোধিত ভর্তি নীতিমালা জারি)

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ১৫/১১/২০২৩ খ্রি. তারিখ ০৭:৪২ অপরাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: আবেদন করার নিয়ম”-এ 30-টি মন্তব্য

  1. যদি জানুয়ারিতে ৬+ না হয়ে জুনে যদি ৬+ বয়স হয় তাহলে আমি প্রথম শ্রেণিতে জুন মাসে ভর্তি করতে পারবো কি না?

    জবাব
    • যে সময়ে ভর্তি করুন না কেন, শিক্ষাবর্ষের প্রথম থেকে বয়স গননা শুরু হবে। ধন্যবাদ।

  2. আমার বোন সরকারি স্কুলে চান্স পায় নিয়ে। দুই শিফটে দিয়েছি কিন্তু তবুও পায় নি। এইদিকে আমরা বেসরকারিতেও আবেদন করি নাই। এখন বেসরকারি তে ২য় সার্কুলার কি দিবে? ওকে ৬ষ্ঠ শ্রেনিতে কিভাবে ভর্তি করাবো?

    জবাব
    • বেসরকারি স্কুলে ভর্তির দ্বিতীয় সার্কুলার দেওয়ার সম্ভাবনা নেই। কারণ গত বছর দ্বিতীয়বার সার্কুলার হয়নি। আপনি আপনার এলাকার বেসরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা নিতে পারেন। ধন্যবাদ।

  3. muktijoddha qutai ki vabe apply korbo

    জবাব
    • এখানে কি মুক্তিযোদ্ধার কোটা আছে?

  4. আমার থানায় মাত্র একটি বেসরকারি স্কুলে এপ্লাই করেছি।
    এখন আমি পুনরায় অন্য থানার ৫ টিতে এপ্লাই করতে পারবো জনাব?

    জবাব
    • বেসরকারির পাশাপাশি সরকারিতে আবেদন করতে পারবেন।

  5. জন্ম নিবন্ধন ছাড়া টিকা কার্ড দিয়ে ভর্তি আবেদন করা সম্ভব কিনা?

    জবাব
    • ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে।

  6. লটারিতে ৯ম শ্রেনিতে টিকার পরে,ভরতি হতে কি কি কাগজ পত্র লাগবে???

    জবাব
    • পূর্বের স্কুলের প্রশংসাপত্র, ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি সহ স্কুল যে সব কাগজপত্র চাইবে তা দিতে হবে।

  7. বেসরকারি স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র পুরন করে ফি দিয়েছি, এখন লটারির আগে হার্ড কপি স্কুলে জমা দিতে হবে নাকি একটু জানাবেন?

    জবাব
    • এক কপি নিজে কাছে সংরক্ষণ করে রাখুন। এখন কোন কপি জমা দিতে হবে না। তবে পরবর্তীতে ভর্তির সময় চাইলে দিতে হতে পারে।

  8. বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন- ২০২৩
    লটারির ফলাফল kokhon dibe????

    জবাব
    • বেসরকারি বিদ্যালয় লটারির ফলাফল রেজাল্ট 13 ডিসেম্বর বিকালে প্রকাশ করা হয়েছে।

  9. আমার ছেলের জন্মতারিখ ২৮.১২.২০১৭.
    প্রথম শ্রেণির জন্য আবেদন করতে পারেতছি না।এখন আমার প্রশ্ন হলো যারা ডিসেম্বরে জন্মগ্রহণ করছে তারা কি অপরাধ করলো নাকি?
    গত বছর ও দেখলাম আমার আত্মীয়ের বাচ্চা ২৭.১২.১৬ জন্ম সাল নিয়ে ১ম শ্রেণিতে চান্স পাইলো।আগের সিস্টেম ভালো ছিল ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হলেই চলতো।

    জবাব
    • বয়স নিয়ে জটিলতা চলছে। এটা সংশোধন হতে পারে।

    • আমি রাজিউর রহমান। বয়স সংক্রান্ত ব্যাপারে আমি আপনার সাথে একটু প্রাইভেট আলোচনা করতে চাচ্ছিলাম। আমার মোবাইল নাম্বার :–
      ০১৭২০৯২৭১৯৬।
      রোকসানা বুশরা আপু আপনি অবশ্যই আমাকে এই নাম্বারে একটু নক দিবেন প্লিজ।

  10. আমার মেয়ের জন্য বেসরকারি ৫ টি স্কুলে আবেদন করেছি। এখন স্কুলের পছন্দক্রম পরিবর্তন করতে পারবো কিনা অথবা পুনরায় স্কুল পছন্দ করে আবেদন করা যাবে কিনা?

    জবাব
    • আবারো লগইন করে দেখুন।

  11. ভর্তির আবেদন সংশোধন করা যাবে কিনা অথবা পুনরায় আবেদন করা যাবে কিনা?

    জবাব
    • সম্পাদনার কোন অপশন আছে কি না লগইন করে দেখুন

  12. শুধু একটা সরকারি স্কুলে আবেদন করা হয়েছে।চান্স না হলে কি বেসরকারি তে ভর্তি হউয়া যাবে না?যেহেতু আবেদন করা হয়নাই।জানাবেন।

    জবাব
    • যেসব বেসরকারি স্কুলে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করে নাই, সেসব স্কুলে ভর্তি হওয়া যাবে।

  13. মহানগরী ও জেলার সদর উপজেলা ব্যতীত অন্যান্য বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হবার নিয়ম কি? অনলাইনে আবেদন না করে কি এসব বিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে?

    জবাব
    • ওদেরও আবেদনের পর লটারির আয়োজন করতে বলা হয়েছে। তবে অনেক প্রতিষ্ঠান আগের নিয়মে ভর্তি করছে বলে জানা গেছে।

  14. বেসরকারী স্কুলে ভর্তি ২০২৪ নিয়ম অনুযায়ী একটা শাখায় ৫৫ জন এর বেশি ভর্তি নিতে পারবে না এখন শাখা নাই কিন্তু অনেক বেশী ছাত্র ছাত্রী ভর্তি নিচ্ছে এটার সমাধান কি বলবেন কি

    জবাব
    • সেখানে হয়তো অনেকগুলো সেকশন আছে। তবে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে কোন ক্রমেই বেশী শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। ভর্তি করলে সংশ্লিষ্ট অধিদপ্তরে অভিযোগ করতে হবে।

মন্তব্য করুন