বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: এমওডিসি (এয়ার) পদে আবেদন ২ মে

বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ। অনলাইনে  আবেদন ২ মে থেকে ৮ মে পর্যন্ত, পরীক্ষা ৬ জুন থেকে।

বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: আবেদনের যোগ্যতা, সময়সূচী ও নিয়মাবলী

বাংলাদেশের বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাহিনীর রিক্রুটমেন্ট পরিদপ্তর।

বিমান বাহিনীর সদর দপ্তর হতে সংশ্লিষ্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২৮/০৪/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে।

বাংলাদেশের পুরুষ নাগরিক এবং ১৬-২১ বছর বয়সী ন্যূনতম জিপিএ ২.০০ সহ এসএসসি/সমমান পাশে এ পদে আরো কিছু শর্ত পূরণ করে আবেদন করা যাবে।

অনলাইনে আবেদন শুরু হবে ২ মে থেকে, চলবে ৮ মে ২০২১ খ্রি. তারিখ পর্যন্ত। লিখিত, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে।

আরো জানুন: Educator Jobs | Government and N0n-Government Job Circular

বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: এমওডিসি (এয়ার) পদের যোগ্যতা

বাংলাদেশের পূরুষ নাগরিক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পাশ ও ন্যূনতম জিপিএ ২.০০ পয়েন্ট থাকতে হবে।

৩ অক্টোবর ২০২১ খ্রি. তারিখে বয়স ১৬-২১ বছরের মধ্যে থাকতে হবে।

উচ্চতা কমপক্ষে  ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি।

চোখের দৃষ্টিশক্তি ৬/৬ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন।

বৈবাহিক অবস্থা অবিবাহিত ও ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।

প্রার্থীর আবেদন বিস্তারিত যোগ্যতা দেখুন নিচের ছবিতে।

বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) পদে যোগ্যতা

বিমান বাহিনীর এমওডিসি (এয়ার) পদে আবেদনে প্রয়োজনীয় সনদ ও ডকুমেন্টস

সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।

নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিত অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ ইউনিয়ন পরিষদ/মিউনিসিপ্যাল/ওয়ার্ড কমিশনার অথবা ৯ম গ্রেড বা তার উর্ধ্বের সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত হতে হবে। সাথে সঙশ্লিষ্ট ব্যাক্তির মোবাইল নমবর সংযুক্ত থাকতে হবে।

সম্প্রতি তোলা ১২ কপি পাসপোর্ট সাইজের ছবি তা অবশ্যই রঙ্গিন ও ল্যাব প্রিন্ট হতে হবে।

বর্তমান অথবা সবশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ প্রয়োজন হবে।

প্রার্থীর বর্তমান ঠিকানাসহ ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকারের ফেরত খাম প্রয়োজন হবে।

প্রার্থীর প্রয়োজনীয় ছবি ও অন্যান্য সনদের বিস্তারিত দেখুন নিচের সংযুক্ত ছবি থেকে।

বিঃ দ্রঃ-নিচের ছবিতে দেখুন কিছু জেলার প্রার্থীরা এই পদের আবেদন করতে পারবেন না। উল্রেখিত জেলা সমূহ ছাড়া অন্য সকল জেলার প্রার্থীরা উল্লেখিত পদে আবেদন করতে পারবেন।

এমওডিসি (এয়ার) পদে আবেদনে প্রয়োজনীয় সনদ

বিমান বাহিনীর এমওডিসি (এয়ার) পদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা

প্রশিক্ষণকালীন সময়ে ৮৮০০/ টাকা বেতন-ভাতা পাওয়া যাবে। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আর্কষণীয় বেতন ও ভাতা প্রাপ্ত হবে।

পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্তের সুযোগ পাওয়া যাবে।

এছাড়া রেশন, সামরিক হাসপাতালে চিকিৎসা, সুসজ্জিত বাসস্থানের সুযোগ সহ বহুবিধ সুবিধা প্রদান করা হবে।

এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের ছবির থেকে।

বিমান বাহিনীর এমওডিসি (এয়ার) পদের বেতন-ভাতা

বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: আবেদন নিয়ম ও ওয়েবসাইট

বিমান বাহিনীর এমওডিসি (এয়ার) পদের আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের ঠিকানা: www.joinbangladeshairforce.mil.bd

এছাড়া নিচের ঠিকানা থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

www.baf.mil.bd

বিমান বাহিনীর দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত এমওডিসি (এয়ার) পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: এমওডিসি (এয়ার) পদে আবেদন ২ মে”-এ 7-টি মন্তব্য

  1. আমার টাকা কেটে নিছে। আবেদন এডমিট তুলতে পারছি না। মন হয়ে গেছে।
    আশা ছিলো Air force সৈনিক হবো।
    হয়তো পূরন হবে না।

    জবাব
    • অ্যাডমিট তুলতে কী সমস্যা হচ্ছে।

  2. আবেদন করতে পারতেছি কেনো,
    আপনাদের সার্ভারে কি প্রবলেম??

    জবাব
    • প্রতিবেদনে উল্লেখিত ওয়েবসাইটে যান। সমস্যা হলে কিছু পরপর চেষ্টা করে দেখুন। ধন্যবাদ।

  3. সার্ভার এ সমস্যা ৫ তারিখ থেকে,একন আবেদন করতে পারছি নাহ, কাল আবার সময় শেষ কি করবো? সময় কি বারানো হবে?

    জবাব
    • আপনার মন্তব্যের জবাব দেওয়া পর্যন্ত আবেদনের সময় বাড়ানোর কোন নির্দেশনা নেই। ধন্যবাদ।

  4. আবেদন ফরম কি খানি আছে

    জবাব

মন্তব্য করুন