প্রাথমিক বিদ্যালয় ছুটি ৩১ আগস্ট পর্যন্ত, অনলাইন শিক্ষায় যুক্ত থাকার নির্দেশ

প্রাথমিক বিদ্যালয় ছুটি বিজ্ঞপ্তি

প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে ৩১ আগস্ট পর্যন্ত । দেশের সকল সরকারি-বেসরকারি প্রাইমারী স্কুল, কিন্ডারগার্টেনে আবারো সাধারণ ছুটি ঘোষণা।

দেশের অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানের মত করোনা সংক্রমণের কারণে লকডাউন বর্ধিত করায়, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে। এসময় শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে ৩১ আগস্ট পর্যন্ত, অনলাইন ক্লাশে যুক্ত থাকবে শিক্ষার্থীরা

দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান সাধারণ ছুটি বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ সময় কিন্ডারগার্টেনও বন্ধ থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি হতে প্রাথমিক বিদ্যালয়ের বর্ধিত ছুটির তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মন্ত্রণালয়ের এক ছুটির বিজ্ঞপ্তিতে, ৩১ জুলাই পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছিলো।

আরো পড়ুন: Primary Education Ministry Notice, Gazette, Office Order-mopme.gov.bd

বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। করনা ভাইরাস জনিত কারণে কঠোর লকডাউন শুরু হওয়ায়, নতুন করে আবারো ঘোষিত ছুটি বর্ধিত করা হলো।

দেশের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এই ছুটির আওতায় থাকবে।

এসময় দেশের সকল স্কুল-কলেজ, মাদ্রসা, কারিগরি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ও বন্ধ থাকবে।

দেশের কওমি মাদ্রাসাগুলো অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের মত সাধারণ ছুটির আওতায় থাকবে।

করোনা সংক্রমন থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষার জন্য, ছুটি বর্ধিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

এসময় শিক্ষার্থীদের নিজেদের ও পরিবারের অন্য সদস্যের সুরক্ষার জন্য বাড়িতে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়।

সাধারণ ছুটির সময়ে অনলাইন ক্লাশ অব্যহত থাকবে এবং শিক্ষার্থীদের অনলাইনে ক্লাশে যুক্ত থাকার পরামর্শ দেওয়া হয়।

শিক্ষার্থীদের বাড়িতে থাকার বিষয়ে অভিভাবকদের নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসনকে শিক্ষার্থীদের বাড়িতে অবস্থানের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ থেকে করোনা ভাইরাস জনিত মহামারীর কারণে দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ আছে।

বেশ কয়েকবার ছুটি বাড়িয়ে এই ছুটি ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়। আশা করা যাচ্ছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি নির্ভর করছে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের উপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে এটা প্রায় নিশ্চিত।

এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। ক্লাশ শুরু হলে এই সিলেবাস এর ভিত্তিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

আরো জানুন: প্রাথমিক সিলেবাস ২০২১ (পুনর্বিন্যাসকৃত) Primary Syllabus 2021

তথ্যসূত্র:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ৩১/০৭/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ০৯:৪৮ পূর্বাহ্ন।

মন্তব্য করুন