প্রাথমিক শিক্ষক আন্তঃবিভাগ বদলি আবেদন ২৬-২৬ মার্চ ২০২৩

অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তঃবিভাগ বদলি আবেদন গ্রহণ করা হবে ২৬ থেকে ২৮ মার্চ ২০২৩ তারিখে।

একই বিভাগের মধ্যে সহাকারী ও প্রধান শিক্ষকদের আন্তঃবিভাগ বদলি আবেদনের নতুন নোটিশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অনলাইনে প্রাথমিক শিক্ষক আন্তঃজেলা বদলি আবেদন ২৬-২৮ মার্চ ২০২৩ পর্যন্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সিটি কর্পোরেশন ব্যতিত) আন্তঃবিভাগ বদলি আবেদন গ্রহণ করা হবে ২৬- ২৮ মার্চ তারিখে। প্রাথমিক সহাকারী ও প্রধান শিক্ষকদের একই বিভাগের মধ্যে আন্তঃবিভাগ বদলির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরীন সুলতানা স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে, প্রাথমিকের সহাকারী/ প্রধান শিক্ষকদের বদলি আবেদনের তথ্য নিশ্চিত করা হয়েছে।

২৩ মার্চ ২০২৩ খ্রি. তারিখে প্রাথমিক শিক্ষকদের আন্তঃবিভাগ বদলি আবেদনের নোটিশ, অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংশোধিত বদলি নীতিমালার আলোকে নতুন এই আবেদন শর্ত সাপেক্ষে গ্রহণ করা হবে। নিচের যুক্ত বিজ্ঞপ্তিতে এসব শর্ত সম্পর্ক বিস্তারিত জানা যাবে।

আরো জানুন:

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [রংপুর বরিশাল সিলেট]

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি)

প্রাথমিকের সহকারী/প্রধান শিক্ষকদের আন্তঃবিভাগ বদলির শর্ত

প্রাথমিকের সহকারী ও প্রধান শিক্ষকদের একই বিভাগের মধ্যে আন্তঃবিভাগ বদলির আবেদনের বিষয়ে তিনটি শর্ত দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শর্তগুলো হলো-

ক. শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোন শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ০১ বা ০২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।

খ. যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ২২ ডিসেম্বর ২০২২ তারিখে জারিকৃত সর্বশেষ “সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২” অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

গ. যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

উল্লেখ্য আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোন রকম হস্তক্ষেপের সুযোগ নেই।

একই জেলার মধ্যে আন্তঃবিভাগ অনলাইন বদলি কার্যক্রমের তারিখ

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/সহকারী শিক্ষক গণের একই বিভাগের মধ্যে আন্তঃবিভাগ অনলাইন বদলি কার্যক্রম নিম্নলিখিত সময় সুচি অনুসারে চলমান থাকবে।

ক. ২৬/৩/২০২৩ হতে ২৮/৩/২০২৩ তারিখ পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন।

খ. ২৯/৩/২০২৩ তারিখে উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

গ. ৩০/৩/২০২৩ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

ঘ. ৩১/৩/২০২৩ তারিখে বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

প্রাথমিকের বদলি আবেদন করবেন যেভাবে (একই বিভাগের মধ্যে)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিচের লিংকে প্রবেশ করে লগইন করে সহকারী শিক্ষকরা একই জেলার মধ্যে আন্তঃবিভাগের বদলি হতে অনলাইন করতে হবে।

http://myschool.eis.dpe.gov.bd/login

প্রাথমিকের আন্তঃবিভাগ বদলির শর্ত অনুযায়ী, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি স্কুল পছন্দ দিতে পারবেন। তবে, কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুইটি স্কুল পছন্দ দিতে পারবেন।

এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের যুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষক বদলি সম্পর্কীত বিজ্ঞপ্তি থেকে।

আন্তঃবিভাগ প্রাথমিক বদলি আবেদন ২০২৩

২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি/প্রধান শিক্ষকদের আন্তঃবিভাগ বদলি সংক্রান্ত আরো তথ্য জানতে আমাদের কাছে লিখুন।

অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলির সর্বশেষ খবর জানতে আমাদের সাথেই থাকুন। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২২ (সংশোধিত প্রজ্ঞাপন)

[রাজশাহী খুলনা মনমনসিংহ] প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

তথ্যসূত্র-

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“প্রাথমিক শিক্ষক আন্তঃবিভাগ বদলি আবেদন ২৬-২৬ মার্চ ২০২৩”-এ 13-টি মন্তব্য

  1. প্রধান শিক্ষকদের বদলীর খবর কি?

    জবাব
    • প্রধান শিক্ষক বদলির বিষয়ে খবর হলে জানতে পারবেন।

    • বিভাগীয় বদলী কবে থেকে শুরু হবে ?

    • এটা শুরু আগে বলা যাবে না। এসব সিদ্ধান্ত নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

  2. আন্ত জেলা বদলির কোন খবর আছে

    জবাব
    • একই জেলার মধ্যে উপজেলার বদলি আবেদন শুরু হয়েছে।

  3. প্রাথমিক সহকারি শিক্ষক বদলি আন্ত উপজেলা অনলাইনে আবেদনের সময় কি আবার দিবে??

    জবাব
    • এটার জন্য নতুন বিজ্ঞপ্তি না দিলে বলা যাবে না।

  4. প্রধান শিক্ষকদের আন্তঃউপজেলায় বদলীর আদেশ এসেছে কী? পর্যলোচক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এখনও অপেক্ষামান দেখাচ্ছে বদলী কি সম্ভব? অন‍্য কোন প্রার্থী নেই।

    জবাব
    • এসব তথ্য জানতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে।

  5. Ak Division theke onno Division jete chaile.si tai ki anto divisione pore

    জবাব
    • হ্যাঁ , এটাকেই আন্তঃবিভাগ বদলি বলা হয় ।

মন্তব্য করুন