প্রাথমিকের ৩য় দফার নিয়োগ পরীক্ষা ৩ জুন, মানতে হবে ২৩ নির্দেশনা

প্রাথমিকের সহকারি শিক্ষক পদে ৩য় দফার নিয়োগ পরীক্ষা ৩ জুন ২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রাথমিক নিয়োগের লিখিত পরীক্ষায় মানতে হবে জরুরী ২৩ নির্দেশনা।

প্রাথমিকের ৩য় দফার নিয়োগ পরীক্ষা ৩ জুন, প্রার্থীদের মানতে হবে জরুরী ২৩ নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষক পদে সবশেষ ৩য় পর্যায়ের নিয়োগের লিখিত পরীক্ষা ৩ জুন খ্রি. তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে।

সকাল ১০:৩০ ঘটিকা হতে বেলা ১২:০০ পর্যন্ত প্রাথমিক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রার্থীদের সকাল ১০:০০ ঘটিকার আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।।

উল্লেখ্য, বন্যার কারণে স্থগিত হওয়া সিলেট জেলার পরীক্ষা এই ধাপে অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে ৩২টি জেলার (সম্পূর্ণ/আংশিক) প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব জেলার তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

তৃতীয় ধাপের পরীক্ষার কয়েক দিন আগে থেকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, প্রাথমিকের নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

প্রার্থীদের আবেদন করার সময় পাওয়া ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে, সহজে প্রাথমিক নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড সংগ্রহ করা যাবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীরা অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোডের ঠিকানা:

http://admit1.dpe.gov.bd:8086/att/applicant/downloadByUP

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড সংগ্রহ করার বিস্তারিত নির্দেশনা পেতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

dpe.teletalk.com.bd admit card download 2022

প্রাথমিক নিয়োগ পরীক্ষা: ৩য় ধাপের জেলার তালিকা ২০২২

প্রাথমিকে পোষ্য কোটা কারা পাবে? ব্যাখ্য দিল প্রাথমিক অধিদপ্তর

এডমিট কার্ড ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট করে পরীক্ষা দিন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে। এছাড়া এডমিট কার্ডের সাথে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

শুধু তাই নয়, প্রাথমিকের নিয়োগের লিখিত পরীক্ষা প্রার্থীদের ২৩টি জরুরী নির্দেশনা মেনে পরীক্ষা দিতে হবে। এসব নির্দেশনা প্রাথমিকের নিয়োগ প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এসব নির্দেশনা কোনটির একটি না মানলে, নিয়োগ পরীক্ষা বাতিল বা পরীক্ষা কেন্দ্র থেকে আপনাকে বহিষ্কার করা হতে পারে।

নিচের অনুচ্ছেদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের, প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অতি জরুরী ২৩টি নির্দেশনা দেখুন।

প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার ২৩ নির্দেশনা

প্রাথমিক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই নির্দেশীকায় নিয়োগ পরীক্ষার সকল বিষয় সম্পর্কে আগাম নির্দেশনা দেওয়া হয়েছে।

১০ পৃষ্ঠার নির্দেশিকা সংগ্রহ করার ঠিকানা: http://admit.dpe.gov.bd/Manual.pdf

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী

১. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র এবং জাতীয় পরিচয় পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে৷

২. পরীক্ষা শুরু হওয়ার ১ এক ঘন্টা পূর্বে প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না৷

৩. পরীক্ষা শুরুর পর থেকে ওএমআর ফরম জমা না দেয়া পর্যন্ত কাউকে বাইরে যেতে দেয়া হবে না, তাই পরীক্ষার শুরু হওয়ার আগেই সকল প্রয়োজন মিটিয়ে আসতে হবে।

৪. কক্ষ পরিদর্শকের অনুমতি ব্যতীত নিজ আসন ছাড়া অন্য কোন আসনে বসা যাবে না।

৫. প্রবেশপত্র ব্যতিরেকে কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটিব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স হাত ঘড়ি বা যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, যোগাযোগ যন্ত্র বা এই জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না।

যদি কোন পরীক্ষার্থী উল্লেখিত বস্তু সঙ্গে আনে তাহলে তাৎক্ষনিক বহিষ্কার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬. পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে।

৭. আবেদনপত্রে পরীক্ষার্থীর প্রদত্ত ছবি হাজিরা শীটে থাকবে এবং ইনভিজিলেটর এই ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবেন ।

ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৮. আবেদনপত্রে প্রার্থীর দেয়া স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা সীটে এবং ওএমআর শীটে প্রদত্ত স্বাক্ষরসহ সকল তথ্যে মিল থাকতে হবে।

৯. পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

১০. একজন পরীক্ষার্থীর জন্য ওএমআর ফরমের সেট কোড পূর্বনির্ধারিত থাকবে, পরীক্ষার্থীর জন্য নির্ধারিত ওএমআর ফরমের সেট কোডটি এ প্রবেশপত্রে উল্লেখ করা আছে।

১১. পরীক্ষার হলে যে ওএমআর ফরমটি দেওয়া হবে, সেখানে সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লিখিত কোডটির বিপরীতে বৃত্ত ভরাট করতে হবে।

১২. ওএমআর ফরম পাওয়ার পর ফরমের ডানদিকে নীচে লেখা নির্দেশাবলী সমূহ খুব ভালোভাবে পড়ে নিতে হবে।

১৩. পরীক্ষায় প্রশ্নপত্রের সেট কোডসমূহ এবং ওএমআর ফরমের সেট কোড ভিন্ন হবে।

পরীক্ষার্থীর ওএমআর সেট কোড এর বিপরীতে কোন সেট কোডের প্রশ্ন পাবেন তা পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে কক্ষ পরিদর্শক জানিয়ে দিবেন।

পরীক্ষার্থী সঠিক কোডের প্রশ্নটি পেলেন কিনা তা নিজে নিশ্চিত হবেন।

১৪. প্রবেশপত্রে নির্ধারিত ওএমআর-এর সেট কোড ব্যতীত অন্য সেট কোডে পরীক্ষা দিলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।

১৫. রোল বা সেট কোড এর বৃত্ত পূরণে কোনো ভুল হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।

১৬. হাজিরা সীটের সঠিক স্থানে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে এবং হাজিরা বৃত্তটি পূরণ করতে হবে। তা না হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে৷

১৭. ওএমআর ফরমের উপরিভাগের নির্ধারিত সকল টেক্সটবক্স নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে, অন্যথায় উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।

১৮- পরীক্ষা কেন্দ্রের ভিতরে আপনার আসন কোন রুমে তার তালিকা টানিয়ে দেয়া হবে। এক পরীক্ষার্থীর জায়গায় অন্য কোন পরীক্ষার্থী পরীক্ষা দিলে তার পরীক্ষা বাতিল হবে।

১৯. পরীক্ষা চলাকালীন সময়ে কারো সাথে যোগাযোগ করা যাবে না, কারো সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কিংবা কোন অসদুপায় অবলম্বন করা হলে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে।

২০. পরীক্ষা আগে, চলাকালীন কিংবা পরে পরীক্ষার্থী কক্ষ পরিদর্শকের সঙ্গে দুর্ব্যবহার করলে বা কোন অন্যায় আচরণ করলে ও তা প্রমাণিত হলে তার পরীক্ষা বাতিল হবে।

২১. পরীক্ষা হলে কক্ষ পরিদর্শকের নির্দেশ মেনে চলতে হবে৷

২২. পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শক লেখা বন্ধ করতে বলার সঙ্গে সঙ্গে লেখা বন্ধ করতে হবে।

২৩. কক্ষ পরিদর্শক কর্তৃক ওএমআর ফরম ও প্রশ্ন পত্র জমা নেয়ার পর উনারা তা গুনে সব ঠিক পাওয়া পর্যন্ত পরীক্ষার্থীদের যার যার আসনে বসে থাকতে বলবেন। তারা যেতে না বলা পর্যন্ত কেউ কক্ষ ত্যাগ করবে না।

প্রাথমিকের সহকারি শিক্ষক পদের ৩য় ধাপের নিয়োগ লিখিত পরীক্ষা সম্পর্কে আরো কিছু জানার থাকলে, আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

প্রাথমিক শিক্ষক নিয়োগের ১ম ধাপের লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২২

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (এডমিট) ডাউনলোড ২০২২

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি 2022

তথ্যসূত্র:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“প্রাথমিকের ৩য় দফার নিয়োগ পরীক্ষা ৩ জুন, মানতে হবে ২৩ নির্দেশনা”-এ 2-টি মন্তব্য

  1. ও এম আর শীট এ সেট কোড বৃত্তের উপরে ফাঁকা অংশে কি কিছু লিখতে হবে?

    জবাব
    • প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রবেশপত্র ডাউনলোড ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশীকা সংগ্রহ করে পড়ুন।

মন্তব্য করুন