বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Police sergeant job circular 2022) প্রকাশ করা হয়েছে। অনলাইনে police.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন শুরু হয়েছে ২৫ নভেম্বর থেকে। আবেদনপ্রত্র প্রেরণ করা যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (BD police sergeant job circular 2022)
বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৩ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে পুলিশ সার্জেন্ট পদের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শারিরিক ও শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন নারী ও পুরুষ উভয়ই, সার্জেন্ট পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
সার্জেন্ট পদে নিয়োগ পেতে অনলাইনে আবেদন করতে হবে। police.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
অনলাইনে সার্জেন্ট পদের আবেদন শুরু হয়েছে ২৫ নভেম্বর থেকে। আবেদন ফরম পূরণ করা যাবে ২২ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
অনলাইনে আবেদনের জন্য ৫৫০/= টাকা ফি পরিশোধ করতে হবে। টেলিটক প্রি-প্রেইড ফোন থেকে এসএমএস-এর মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।
অনলাইনে আবেদন ও সার্জেন্ট পদের নিয়োগের যাবতীয় তথ্য পাওয়া যাবে নিচের ঠিকানা থেকে।
আরো জানুন:
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ২০২২ ( স্কুল-কলেজ)
পুলিশের সার্জেন্ট পদের যোগ্যতা (শিক্ষাগত ও শারিরিক)
প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনের সময় ও শিক্ষানবীশ সময় পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে। মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে।
পুরুষ প্রার্থীদের বেলায় ৫ ফুট ৮ ইঞ্চি ও নারী প্রার্থীদের বেলায় ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা সম্পন্ন হতে হবে।
বুকের মাপ পুরুষদের বেলায় ৩২ ইঞ্চি (স্বাভাবিক অবস্থায়) ও ৩৪ ইঞ্চি (সম্প্রসারিত অবস্থায়) হতে হবে।
ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমানের। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।
পুলিশ সার্জেন্ট পদে নিয়োগে প্রার্থীর বয়স
সার্জেন্ট পদে আবেদনকারী প্রার্থীর বয়স ২২ ডিসেম্বর ২০২২ তারিখে ১৯-২৭ বছরের মধ্যে হতে হবে।
তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
এছাড়া যাদের বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে ২৭ বছর হয়েছে তারাও সার্জেন্ট পদের নিয়োগ বিজ্ঞতিতে আবেদন করতে পারবেন।
পুলিশের সার্জেন্ট পদের নিয়োগ আবেদন ফি
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ আবেদনে নিম্নোক্ত ফি পরিশোধ করতে হবে। কেবলমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে এই ফি প্রদান করতে হবে।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য আবেদন ফি ৪০ টাকা।
৫৫০/= টাকা লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি দিতে হবে।
পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ সার্কুলার ২০২২ (police.teletalk.com.bd)
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২৩ নভেম্বর তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ করা হয়েছে। আমরা চাকুরী প্রার্থীদের সুবিধার্থে এই প্রতিবেদনের নিয়োগ সার্কুলারের অনুলিপি যুক্ত করেছি।
পুলিশ সার্জেন্ট পদে অনলাইন আবেদন ফরম পূরণ করার আগে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট যোগাড় করে অনলাইনে নির্ভুল আবেদন করুন।
২০২২ সালের বাংলাদেশ পুলিশ বাহিনীর সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল নভেম্বর মাসের মধ্যে
তথ্যসূত্র-
আমি ১৫ মার্চ ২০০৪ সালে জন্ম গ্রহণ করেছি।
আমি বর্তমান ইনটার সেকেন্ড ইয়ারের ছাত্র।
আমার উচ্চতা ৫ফুট ৮ /আমার সঠিক ওজন কতটুকু হতে হবে।
আমার এন আইডি নেই।আমি আবেদন করতে পারবো।
নিয়োগ যোগ্যতায় সকল তথ্য উল্লেখ করা হয়েছে। স্নাতক ডিগ্রি ছাড়া আবেদন করতে পারবেন না।
এই সার্জেন্ট নিয়োগে কি আগামী বছর ও ২৫ মার্চ ২০২০ সালে যাদের বয়স ২৭ হয়েছে তারাও আবেদন করতে পারবে।
আমার প্রশ্ন হলো আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে। তার মানে আমি আগামী নিয়োগে আবেদন করতে পারবো তখন আমার বয়স হবে ২৭ বছর ৩ চার মাস তখন কি আমার আবেদন করার সুযোগ থাকবে??
এই নিয়োগে প্রার্থীর বয়স উল্লেখ করা হয়েছে।