নভেম্বর মাসের মাদ্রাসা এমপিও ২০২০ প্রকাশ ও বেতন ভাতা হস্তান্তর

নভেম্বর মাসের মাদ্রাসা এমপিও ২০২০

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও শিট ২০২০ প্রকাশ ও বেতন ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও শিট ২০২০ প্রকাশ ও বেতন ভাতার চেক ছাড়

বাংলাদেশের সকল এমপিওভুক্ত মাদ্রাসার বেতন-ভাতার চেক ০৬/১২/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিক, বেতন-ভাতা ছাড়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নভেম্বর মাসের এমপিও শিট প্রকাশ ও বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি দেখা যাবে, অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে।

শিক্ষক-কর্মচারীগণ স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহের শাখা থেকে নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতার টাকা তুলতে পারবেন।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতার অর্থ উত্তোলন করা যাবে ১০/১২/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

২০২০ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসের প্রকাশিত এমপিও শিট, অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। (নিচের অনুচ্ছেদে দেখুন)

স্বতন্ত্র এবতেদায়ি সহ সকল এমপিওভুক্ত মাদ্রসার ডিসেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত জানুন নিচের লিংক থেকে।

মাদ্রাসা ডিসেম্বর এমপিও ২০২০ প্রকাশ ও বেতন-ভাতার চেক ছাড়

এমপিও শিটে ভুল সংশোধন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাদ্রাসা অধিদপ্তর

মাদ্রাসার ২০২০ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসের এমপিও’তে যা থাকছে

চলতি বছরের শেষ নতুন এই এমপিও’তে থাকছে, নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি।

পূর্বের ইনডেক্স প্রাপ্ত শিক্ষকের পদোন্নতির স্কেল, টাইমস্কেল/সিলেকশন গ্রেড।

উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের মাদ্রাসা শিক্ষকদের সিনিয়র প্রভাষক ও সহকারী অধ্যাপক স্কেল।

সদ্য নিয়োগ প্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের অভিজ্ঞতার স্কেল সহ অন্যান্য পদের বেতন-ভাতার আপডেট।

নভেম্বর মাসের মাদ্রাসা এমপিও নোটিশ দেখুন

নভেম্বর মাসের মাদ্রাসা শিক্ষকের এমপিও নোটিশ

আরো পড়ুন: নভেম্বর এমপিও ২০২০: স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড়

Madrasah November MPO Sheet 2020 – মাদ্রাসা নভেম্বর এমপিও শিট ২০২০

নভেম্বরের এমপিও শিট. টপ শিট ও ভাউচার সংগ্রহ করা যাবে নিচের সংযুক্ত লিংক থেকে।

https://drive.google.com/drive/folders/1DfU5nfZHBHpzEfrePh0zbCNNYb6J06qq?usp=sharing

নির্দেশনা: প্রতিষ্ঠানের এমপিও শিট সংগ্রহ করতে উপরের লিংকটি ব্রাউজারে কপি করে পেস্ট করুন।

এরপর লিংকটি ব্রাউজ করুন। কতকগুলো ব্যাংকের নাম লেখা ফোল্ডার পাওয়া যাবে।

প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেন-ভাতা উত্তোলন করে সে নামের ফোল্ডারে ক্লিক করুন।

দেখবেন, টপ সীট, ভাউচার লেখা ফাইল আছে। এখানে আপনার প্রতিষ্ঠানের এমপিও শিট খুঁজুন।

আরো জানুন: মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“নভেম্বর মাসের মাদ্রাসা এমপিও ২০২০ প্রকাশ ও বেতন ভাতা হস্তান্তর”-এ 6-টি মন্তব্য

  1. নভেম্বর-2020মাদ্রাসা-এমপিও /ব্যাংক অর্ডার সীট সদখতে চাই।

    জবাব
    • এই প্রতিবেদনে গুগোল ড্রাইভ এর লিংক সংযুক্ত করা আছে। এখানে মাদ্রাসার নভেম্বর মাসের এমপিও শীট পাওয়া যাবে।

  2. নভেম্বর মাসের মাদরাসার এম.পি.ও =সীট

    জবাব
    • এই প্রতিবেদনের শেষের অনুচ্ছেদে মাদ্রাসার নভেম্বরের এমপিও শিটের লিংক যুক্ত করা আছে। আপনি সেখানকার নির্দেশনা মত তা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।

  3. নভেম্বর-2020মাদ্রাসা-এমপিও /ব্যাংক অর্ডার সীট সদখতে চাই

    জবাব
    • আপনি যে প্রতিবেদনের মন্তব্য করেছেন, সে প্রতিবেদনের শেষের দিকে গুগল ড্রাইভ এর একটি লিংক দেওয়া আছে। লিংকটি ব্রাউজ করলে আপনার প্রতিষ্ঠানের এমপিও শিট খুঁজে বের করতে পারবেন। ধন্যবাদ।

মন্তব্য করুন