দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২২ (এসএমএস ও অনলাইন)

দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২২

২০২২ সালের দাখিল পরীক্ষার রেজাল্ট মোবাইল এসএমএস ও অনলাইনে সহজে দেখা যাবে। মাদ্রাসা বোর্ড ওয়েবসাইট (www.bmeb.gov.bd) হতে দাখিলের ফলাফল দেখার নিয়ম জানুন।

মোবাইল এসএমএস ও অনলাইনে মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২২

২০২২ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার রেজাল্ট ২৮ নভেম্বর তারিখ সোমবার প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ওই দিন বেলা ১২ টার পর থেকে প্রকাশিত রেজাল্ট মার্কশিট নাম্বার সহ দেখা যাচ্ছে।

একই সাথে সকল সাধারণ বোর্ডের এসএসসি ও কারিগরি বোর্ডের এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর Education Board Bangladesh ওয়েবসাইট থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাচ্ছে। এছাড়া মোবাইল এসএমএস-এর মাধ্যমে নির্ধারিত ফরম্যাটে মেসেজ পাঠিয়ে ফিরতি মেসেজে দাখিল পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে।

একজন দাখিল পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সহজে মোবাইল এসএমএস ও অনলাইনে রেজাল্ট দেখা যাবে। নিচের অনুচ্ছেদের বর্ণিত পদ্ধতি অনুসরণ করে দাখিল পরীক্ষার ফলাফল জানুন।

আরো জানুন:

এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ ২০২২ (SSC Result 2022)

Education Board SSC 2022 Result BD: এসএসসি বোর্ড রেজাল্ট ২০২২

Madrasah Education Board Dakhil Exam Result By Mobile SMS 2022

মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে একজন পরীক্ষার্থীর দাখিল পরীক্ষার ফলাফল জানতে, নির্ধারিত ফরম্যাটে মেসেজ লিখতে হবে।

এরপর মেসেজটি যে কোন অপারেটরের ফোন থেকে নির্ধারিত নম্বর সেন্ড করতে হবে। ফিরতি মেসেজে পরীক্ষার্থীর ফলাফল জানা যাবে।

নিচের পদ্ধতিতে মোবাইল ফোনের মেসেজ অপশনে মেসেজ লিখুন।

প্রথমত পরীক্ষার নাম ইংরেজী অক্ষরে লিখুন। যেমন DAKHIL। এরপর একটি স্পেস দিন।

দ্বিতীয়ত বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর। যেমন MAD। এখানেও একটি স্পেস দিতে হবে।

তৃতীয়ত পরীক্ষার্থীর নিজের রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন। যেমন 321245। এরপর স্পেস দিন।

চতুর্থত পরীক্ষার বছর লিখুন ইংরেজী সংখ্যায়। যেমন 2022

মেসেজ লিখা সম্পূর্ণ হলে 16222 নম্বরে পাঠিয়ে দিন যে কোন অপারেটরের মোবাইল থেকে।

উদাহরণ হিসাবে একজন কল্পিত পরীক্ষার্থীর নিচের মেসেজ ফরম্যাটটি লক্ষ্য করুন। এখানে রোল নম্বর হিসাবে পরীক্ষার্থীর নিজের রোল নম্বর দিতে হবে।

DAKHIL<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2022 Send to 16222

উপরের ফরম্যাটে মেসেজ পাঠানো হলে, কিছু সময়ের মধ্যে মোবাইল এসএমএস-এর মাধ্যমে দাখিল পরীক্ষার ফলাফল দেখা যাবে।

educationboardresults.gov.bd: অনলাইনে দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২২ দেখার নিয়ম

www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে দাখিল পরীক্ষার রেজাল্ট সহজে দেখা যাবে। পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর থেকে এই ওয়েবসাইট থেকে দাখিলের রেজাল্ট জানা যাবে। নিচের পদ্ধতি অনুসরণ করে রেজাল্ট দেখুন।

প্রথমত আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে Education Board Bangladesh ওয়েবসাইটের নিচের ঠিকানাটি লিখুন।

www.educationboardresults.gov.bd

উপরের ঠিকানাটি ব্রাউজ করলে নিচের ছবির মত রেজাল্ট সার্চ পাতাটি ব্রাউজারে ওপেন হবে।

দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২২

এবার সার্চ ফরমে পরীক্ষার্থীর নিজ পরীক্ষার নাম, বছর, বোর্ড, রোল, রেজিষ্ট্রেশন নম্বর দিন। সবশেষে ক্যাপচা যোগফল লিখে Submit বাটনে ক্লিক করুন।

Examination: এখানে পরীক্ষার নাম সিলেক্ট করুন। যেমন SSC/Dakhil।

Year: পরীক্ষার বছর নির্বাচন করুন। যেমন: 2022।

Board: পরীক্ষার্থীর বোর্ড নির্বাচন করুন। যেমন Madrasah।

Roll: পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।

Reg: No: এখানে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।

ক্যাপচা সংখ্যা: এখানে ইংরেজীতে সংখ্যায় দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলবে। যোগফলটি ডান পাশের ঘরে লিখুন।

Submit: উপরের তথ্যগুলো সঠিকভাবে নির্বাচন ও লেখা হলে সবগুলো ভালোভাবে চেক করে নিন। সবশেষে রেজাল্ট সার্চ ফরমের সাবমিট বাটনে ক্লিক করুন।

কিছু সময়ের মধ্যে পরবর্তী পাতায় পরীক্ষার্থীর প্রাপ্ত জিপিএ সহ সকল বিষয় ও পত্রের বিস্তারিত রেজাল্ট দেখা যাবে।

লক্ষ্য করুন: অনেক সময় রেজাল্ট প্রকাশের দিনে সার্ভার ব্যস্ততার কারণে, রেজাল্ট দেখতে সমস্যা হতে পারে। তাই ধৈর্য না হারিয়ে কিছু সময় পরপর চেষ্টা করুন।

২০২২ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এসএসসি-দাখিল ফলাফল ২০২২)

SSC Result 2022 with Marksheet: মার্কশীট (নাম্বার) সহ এসএসসি রেজাল্ট

মাদ্রাসা শিক্ষা বোর্ড

Share This:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seven + 9 =