দাখিল পরীক্ষার রুটিন ২০২১ (Madrasah Board Dakhil Exam Routine): মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার রুটিন (সময়সূচী) প্রকাশ। পরীক্ষা শুরু ১৪ নভেম্বর।
মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার রুটিন ২০২১: Madrasah Education Board Dakhil Exam Routine 2021
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর ২০২১ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষার রুটিন (সময়সূচী) প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত দাখিলের রুটিন বোর্ড ওয়েবসাইটে ২৩ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখে প্রকাশ করা হয়।
চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ বরিবার। পরীক্ষা শেষ হবে ২১ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ রবিবারে। ১৪, ১৮ ও ২১ নভেম্বর, মোট তিন দিনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা চলবে সকাল ১০:০০টা থেকে ১১:৩০টা পর্যন্ত। পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। MCQ ও CQ পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।
সকাল ০৯:৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী (OMR শীট) বিতরণ করা হবে।
সকাল ১০:০০ টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। ১০:১৫ মিনিটে বহুনির্বাচনী উত্তরপ্রত্র (OMR শীট) সংগ্রহ করা হবে। এরপর সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।
পরীক্ষার্থীদের সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী, ব্যবহারিক খাতা (নোটবুক) এর নম্বরে পৃথকভাবে পাশ করতে হবে।
পরীক্ষার্থীরা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ও এনালগ হাতঘড়ি ব্যবহার করতে পারবে। তবে প্রোগ্রামিং সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না।
কেন্দ্র সচিব ব্যতিত অন্য কেউ মোবাইল ফোন আনতে পারবেন না। তবে কেন্দ্র সচিব কেবলমাত্র ফিচার ফোন (স্মার্ট ফোন নয়) ব্যবহার করতে পরবেন।
শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর তিন দিন আগে, প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
সকল পরীক্ষার্থীকে ও পরীক্ষার কাজে নিয়োজিত ব্যক্তিবর্গকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হলে, ৭ দিনের মধ্যে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বোর্ডে আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে।
আরো পড়ুন:
Dakhil Exam 2021 Assignment: ২০২১ সালের দাখিল পরীক্ষার অ্যাসাইনমেন্ট
দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ – Dakhil-Alim Syllabus 2021
Vocational SSC-Dakhil Exam 2021 Assignment: ভোকেশনাল অ্যাসাইনমেন্ট ২০২১
এসএসসি পরীক্ষার রুটিন ২০২১ – All Education Board SSC Exam Routine 2021
Madrasah Education Board Dakhil Examination Routine 2021
মাদ্রাসা বোর্ড প্রকাশিত দাখিল পরীক্ষার সময়সূচী সম্পর্কে আরো জানুন নিচের যুক্ত রুটিন থেকে। পরীক্ষার রুটিন ভালোভাবে পড়ে রুটিনের নির্দেশনা মত যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত বিষয়ের পরীক্ষা দিতে হবে।
উপরে যুক্ত দাখিলের রুটিন সম্পর্কে কোন অস্পষ্টতা দেখা দিলে, মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত রুটিন দেখুন এখান থেকে।
আরো দেখুন:
দাখিল এসাইনমেন্ট নম্বর এন্ট্রি করতে মাদ্রাসা বোর্ডের জরুরী নির্দেশনা
Alim Exam 2021 Assignment: ২০২১ সালের আলিম পরীক্ষার অ্যাসাইনমেন্ট
এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম পরীক্ষা ২০২১ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ২৪/০৯/২০২১ খ্রি. তারিখ ০৮: ২০ অপরাহ্ন।
কোন তিন টি বিষয় পরিক্ষা হবে বিষয় গুলোর নাম কি
যে বিষয়গুলোর এসাইনমেন্ট জমা দিচ্ছেন সে বিষয়ের। এবিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের বিষয় শিক্ষককের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।