HSC ICT মানবন্টন ২০২৩: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নের নম্বর বন্টন

HSC ICT মানবন্টন ২০২৩: এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নের নতুন মান বন্টন প্রকাশ করা হয়েছে।

এবারে উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয়ের পরীক্ষা হবে মোট ৭৫ নম্বরের। সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘন্টা ২৫ মিনিট।

HSC ICT মানবন্টন ২০২৩: এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নপত্রের নতুন নম্বর বন্টন

এইচএসসি পরীক্ষা ২০২৩-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) বিষয়ের পরিবর্তিত নম্বর বন্টন বিষয়ে নোটিশ প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

৮ আগস্ট ২০২৩ খ্রি. তারিখের এক নোটিশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ের নতুন নম্বর বন্টন নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বোর্ডের  চেয়ারম্যান ও আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০২৩ সালের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মোট ৭৫ নম্বরে পরীক্ষা গ্রহণ করা হবে। এর মধ্যে ব্যবহারিকে থাকবে ২৫ নম্বর। সৃজনশীল ৩০ আর বহুনির্বাচনীতে থাকবে ২০ নম্বর।

আরো জানুন:

এইচএসসি পরীক্ষার নতুন মানবন্টন নম্বর বিভাজন নির্দেশিকা ২০২৩

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা)

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নম্বর বণ্টন যেভাবে

তথ্য ও যোগাযোগ প্রযুক্ত বিষয়ে মোট ৭৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী + সৃজনশীল= ৫০ নম্বরের। ব্যবহারিকে নম্বর থাকবে ২৫।

সৃজনশীল ৮ প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে। সৃজনশীলে নম্বর থাকবে ৩০। সময় থাকবে ২ ঘন্টা। বহুনির্বাচনী ২৫টি প্রশ্নের মধ্যে ২০টির উত্তর দিতে হবে। সময় থাকবে ২৫ মিনিট।

ব্যবহারিকের নম্বর পূর্বের মত ২৫ নম্বর বহাল থাকবে। এই পরিবর্তিত নতুন নম্বর বণ্টন অনুসারে সকল বোর্ডের তথ্য প্রযুক্তি বিষয়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিচের অনুচ্ছেদে ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে প্রকাশিত এইচএসসি পরীক্ষা সংক্রান্ত নোটিশ দেখুন।

এইচএসসি পরীক্ষার তথ্য প্রযুক্তি বিষয়ের নতুন মানবন্টন ২০২৩

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নতুন নম্বর বণ্টন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এইচএসসি স্থগিত তিন বোর্ডের রুটিন (চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি)

আলিম পরীক্ষার রুটিন ২০২৩ (Alim Routine pdf 2023)

এইচএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন ২০২৩ (দ্বাদশ-একাদশ শ্রেণি)

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

“HSC ICT মানবন্টন ২০২৩: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নের নম্বর বন্টন”-এ 7-টি মন্তব্য

  1. Rashidul

    কয়টি অধ্যায় পড়তে হবে? জানালে উপকৃত হতাম।

    জবাব
    • আইসিটি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করুন।

  2. Md nayon

    ভাইয়া ict mcq 6 ta pela ki pass hoba??

    জবাব
  3. Nahin

    Ict exam e ki duita milei pass mark hbe naki individually pass krte hbe writing,mcq e??
    Taile pass mark koto?

    জবাব
  4. tarek

    ভুগোল ১ম ৬ টা হইছে ওহ ২য় তে ১৮ টা হইছে এখন পাস আসবে কি

    জবাব
    • দুই পত্রের সৃজনশীল মিলে পাস।

মন্তব্য করুন