চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪ [cu admission]

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির যোগ্যতা, পরীক্ষার সময়সূচি ও ভর্তির নিয়মাবলী জানুন Chittagong University (CU) ওয়েবসাইট admission.cu.ac.bd থেকে।

চবির অনার্স ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ৪ জানুয়ারি থেকে। ভর্তি পরীক্ষা শুরু হবে ২ মার্চ ২০২৪ তারিখ থেকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার তথ্য ২০২৩-২০২৪ [cu admission 2024]

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চবির অনার্স ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ৪ জানুয়ারি থেকে। আবেদন গ্রহণ শেষ হবে ১৮ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে।

এবারে দ্বিতীয় বার (সেকেন্ড টাইম) ভর্তি সুযোগ দেওয়া হয়েছে। তবে এর জন্য ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার থেকে ৫ নাম্বার কেটে নেওয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে, ভর্তি আবেদনের সময়সূচি, যোগ্যতা, পরীক্ষা ফি সহ ভর্তির সকল তথ্য প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস. এম. আকবর হােছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ভর্তি আবেদন ও সকল ভর্তির সকল তথ্য জানার ঠিকানা:

এবারে চবির ইউনিট প্রতি ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মোট ১০০০ টাকা। মোবইল ব্যাংকিং-এর মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।

চবির ভর্তির পরীক্ষার আপডেট তথ্য জানতে, ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। নিচের প্রতিবেদন থেকে চবির ভর্তি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তি দেখুন।

আরো পড়ুন:

কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনার্স ভর্তি যোগ্যতা ২০২৪

বাংলাদেশ সকল শিক্ষা বোর্ডের ২০২০ ও ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি/সমমান এবং ২০২২ ও ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি/সমমান পরীক্ষায় নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতিটি ইউনিটে চাহিদাকৃত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

নিচের ইউনিট সমূহের পৃথক পৃথক ভর্তি যোগ্যতা আবেদন করার সময় ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে। ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদর ভর্তি যোগ্যতা নিচের যুক্ত বিজ্ঞপ্তি হতে বিস্তারিত জানুন।

A-ইউনিট: বিজ্ঞান/জীব বিজ্ঞান/ইঞ্জিনিয়ারিং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগ/ইনস্টিটিউট।

B-ইউনিট: কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ১৩টি বিভাগ/ইনস্টিটিউট (নাট্যকলা বিভাগ, চারুকলা ইনষ্টিটিউট ও সংগীত বিভাগ ব্যতীত)।

B1-উপ-ইউনিট: কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগ, চারুকলা ইনষ্টিটিউট ও সংগীত বিভাগ।

C-ইউনিট: ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ।

D-ইউনিট: সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ, আইন অনুষদভুক্ত আইন বিভাগ এবং জীব বিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা

D1- উপ-ইউনিট: শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড ষ্পোর্টস সায়েন্স বিভাগ।

নিচের প্রতিবেদন থেকে চবির ভর্তি আবেদনের যোগ্যতা সম্পর্কে জানুন।

চবির ভর্তি আবেদন ও পরীক্ষার সময়সূচি

চবির ভর্তির অনলাইন আবেদন ৪ জানুয়ারি ২০২৪ তারিখ (বৃহস্পতিবার) দুপুর ১২.০০টায় শুরু হবে। আবেদন ১৮ জানুয়ারি ২০২৪ তারিখ (বৃহস্পতিবার) রাত ১১:৫৯টা পর্যন্ত অনলাইনে করা যাবে।

২০ জানুয়ারি ২০২৪ তারিখ (শনিবার) রাত ১১:৫৯টা পর্যন্ত ইউনিট/উপ-ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি জমা দেয়া যাবে।

ইউনিট/উপ-ইউনিট প্রতি আবেদন ফি ১০০০/- (এক হাজার) টাকা (প্রসেসিং ফি সহ)। নির্ধারিত আবেদন ফি রকেট বা বিকাশ এর মাধ্যমে জমা দেয়া যাবে।

২০২৪ সালের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২ মার্চ থেকে শুরু হবে। চবির পরীক্ষা চলবে ১৬ মার্চ ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

চবির ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ ২০২৪

এবারেই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিজস্ব ক্যাম্পাস ছাড়াও, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এবারের চবির ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা নিম্নের সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। নিচের অনুচ্ছেদে পরীক্ষার তারিখ ও সময় দেখুন।

A Unit: 2 march, 2024।

B Unit: 08 march, 2024।

C Unit: 09 march, 2024।

D Unit: 16 march, 2024।

B1 Unit: 03 march, 2024।

D1 Unit: 04 march, 2024।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টন

আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিট/ উপ-ইউনিটে একশত নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে।  ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ [cu admission circular 2024]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদনের যোগ্যতা, ভর্তির অনলাইন আবেদনের সময়সূচি ও ভর্তি ফি এর পরিমান উল্লেখ করা আছে।

ভর্তি আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস হাতে নিয়ে নির্ভুল আবেদন প্রেরণ করুন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

উপরে যুক্ত ২০২৪ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির আবেদনের সকল তথ্য লিপিবদ্ধ আছে। এরপর ভর্তির সময় ইউনিট ভিত্তিক ভর্তির যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী প্রকাশ করা হবে।

ভর্তি আবেদনের বিষয়ে কোন প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখে জানাতে পারেন।

আরো দেখুন:

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ (স্নাতক অনার্স): NU Admission 2024

গুচ্ছ পদ্ধতিতে ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০২৪ সার্কুলার (আপডেট খবর)

২০২৪ সালের চবি ভর্তি পরীক্ষার আপডেট তথ্য জানতে, বিশ্ববিদ্যালয় এর ভর্তি ওয়েবসাইটে নিয়মিত ব্রাউজ করুন।

তথ্যসূত্র:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট

সবশেষ আপডেট: ০৩/০১/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ০৩:৪২ অপরাহ্ন।

“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪ [cu admission]”-এ 46-টি মন্তব্য

  1. আমার এসএসসিতে ৩.৩৯
    এইসএসসিতে ৩.৬৭
    আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ডি১ সাব ইউনিটে আবেদন করতে পারব…?
    প্লিজ বলবেন।

    জবাব
  2. স্যার এখানে বলা হয়েছে পদার্থ ; রসায়ন ; জীববিজ্ঞান ; ম্যাথ এ যেকোনো তিনটা দাগাইতে এখন আমরা কি physics ba chemistry skip korte parbo jemon ami chemistry Biology math dagate parbo???

    Arek ta Quation Math na dagale ki CSE Subject pawa jabe 😣
    Asa kori reply diven

    জবাব
    • বিষয় পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষার দেওয়া বা নম্বর পাওয়ার শর্ত দেখলাম না। তবে সংশ্লিষ্ট সাবজেক্টে সর্বনিম্ন জিপিএ নির্ধারণ করা হয়েছে।

  3. আমি মাদ্রাসা বোর্ড থেকে দাখিল এবং আলিম পরীক্ষা দিয়েছি। আমার আলিম পরীক্ষায় পৌরনীতি ছিল অর্থনীতি ছিল না। আমি যদি “ডি- ইউনিটে” পরীক্ষা দেই তাহলে কি আইন নিয়ে পড়তে পারবো??

    জবাব

মন্তব্য করুন