চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ-ইউনিটের ভর্তি রেজাল্ট ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ-ইউনিটের (বিজ্ঞান) ভর্তি রেজাল্ট ৮ মার্চ তারিখ বিকাল ৫টার সময় প্রকাশ করা হবে। চবির ভর্তি ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে রেজাল্ট দেখা যাবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ-ইউনিটের ভর্তি রেজাল্ট ২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত এ-ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট ৮ মার্চ তারিখে প্রকাশ করা হবে। এ দিন বিকাল ৫টার সময় রেজাল্ট প্রকাশ করা হবে। চবির ভর্তি কমিটির সদস্যরা ভর্তি রেজাল্ট প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন।

রেজাল্ট প্রকাশের পর, চবির অফিসিয়াল ভর্তি ওয়েবসাইট (admission.cu.ac.bd) ও ফেসবুক পেজ থেকে এ-ইউনিটের ভর্তি রেজাল্ট দেখা যাবে।

উল্লেখ্য, ২ মার্চ তারিখে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ’ ইউনিটে ৭৭ হাজার ২৫৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

আরো দেখুন:

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ [এ বি সি ইউনিট পরীক্ষার তারিখ]

চবির এ-ইউনিটের ভর্তি ফলাফল দেখার নিয়ম

চবির এ-ইউনিটের ভর্তি ফলাফল দুইভাবে জানা যাবে। এক. চবির ভর্তি ওয়েবসাইট থেকে। দুই. চবির ফেসবুক পেজ থেকে।

শিক্ষার্থীরা চবির অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ ভর্তি ফলাফল দেখতে পারবেন। আর চবির ফেসবুক পেজ থেকেও এই ফল জানা যাবে।

লক্ষ্য করনু: নিচের লিংকগুলো থেকে এই ইউনিটের ভর্তি রেজাল্ট দেখা যাবে।

A_General (Roll 100001-129240)

A_General (Roll 129241-153219)

A_General (Roll 153220-174776)

A_General (Roll 174777-199521

২০২৪ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ-ইউনিটের ভর্তি ফলাফল দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

চবি ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪ (A, B, C, D, B1, D1 ইউনিট)

তথ্যসূত্র-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন