এসএসসি-এইচএসসি পরীক্ষার সব বোর্ডের সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ (SSC-HSC Short Syllabus 2021) প্রকাশ করা হয়েছে। সংগ্রহ করুন এখান থেকে।
এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ – SSC-HSC Short Syllabus 2021 (All Board)
সূচীপত্র...
বহুল প্রত্যাশিত এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২১ এর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে এই সিলেবাস ০৫/০২/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশ করা হয়।
এর আগে ০৪/০২/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে জাতীয় পাঠ্যক্রম ও শিক্ষা বোর্ড এই সিলেবাস (পাঠ্যসূচী) দেশের সাধারণ বোর্ডগুলোকে সরবরাহ করে।
গত ২৫/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে এনসিটিবি অনুরূপ একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচী প্রণয়ন করে। কিন্তু পাঠ্যক্রমে বিষয়বস্তু বেশী হওয়ায়, মাননীয় শিক্ষামন্ত্রী তা বাতিল করে, নতুন করে আরো সংক্ষিপ্ত পাঠ্যসূচী প্রণয়নের কথা বলেন।
এরই প্রেক্ষিতে বিষয়বস্তু প্রায় ৫০% কমিয়ে নতুন এই পাঠ্যসূচী প্রণয়ন করা হয়েছে। যাতে করে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে।
পাঠ্যসূচিতে খুবই প্রয়োজনীয় অংশ রেখে অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় বিষয়বস্তুকে বাদ দিয়ে সিলেবাস প্রণয়ন করা হয়েছে।
এবার কোনক্রমেই আর অটোপাশ দেওয়া হবে না বলে শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন। তাই সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে এই দুটি পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুসারে, এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে জুন-জুলাই মাসে। যদিও সময়টা এখনই নিশ্চিত করে বলা যাবে না।
প্রতিষ্ঠান খুললে নতুন ঘোষিত পাঠ্যসূচীর আলোকে শ্রেণি শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এই পাঠ্যসূচী শিক্ষার্থীদের শেষ করে পরীক্ষায় বসতে হবে।
আশা করা যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের চলতি সাধারণ ছুটি শেষ হলে, স্কুল-কলেজের শ্রেণি শিক্ষা কার্যক্রম শুরু হবে।
এদিকে ঢাকা বোর্ড সহ দেশের সকল শিক্ষা বোর্ড, ২০২১ সালের এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠানের জন্য, ফরম পূরণের প্রক্রিয়া শেষ করেছে।
বিশেষ ঘোষণা: ২০২১ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। নতুন পাঠ্যসূচী সংগ্রহ করতে নিচের লিংকে ক্লিক করুন।
SSC-HSC Short Syllabus 2022: এসএসসি-এইচএসসি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী
আরো পড়ুন: স্কুল ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান)
২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার নতুন সংক্ষিপ্ত পাঠ্যসূচী PDF (ঢাকা বোর্ডে প্রকাশিত)
এনসিটিবি কর্তৃক প্রণীত নতুন সংক্ষিপ্ত সিলেবাস, ঢাকা শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে প্রথম প্রকাশিত হয়।
ZIP (জিপ) ফোল্ডারে সকল বিভাগ ও বিষয়ে সিলেবাস, PDF (পিডিএফ) ফাইলে সংরক্ষণ করে তা প্রকাশ করা হয়েছে।
নিচের দুটি লিংক থেকে বোর্ড প্রকাশিত অরিজিনাল সংক্ষিপ্ত পাঠ্যসূচী সংগ্রহ করা যাবে।
এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করুন এখান থেকে। (বোর্ড প্রকাশিত অরিজিনাল জিপ ফাইল)।
এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে এখানে ক্লিক করুন। (বোর্ড প্রকাশিত অরিজিনাল জিপ ফাইল)।
(জিপ ফাইল খুলতে ও পিডিএফ ফাইল দেখতে সমস্যা হলে, নিচের অনুচ্ছেদের লিংক থেকে ইমেজ ফাইল (Image) সংগ্রহ করুন।)
নির্দেশনা: প্রথমে উপরোক্ত লিংক দুটির একটিতে ক্লিক করে জিপ ফাইল সংগ্রহ করেন। এরপর জিপ ফাইলটি খুলুন। মোবাইলে এটা খুলতে সমস্যা হতে পারে। এক্ষেত্রে উইনজিপ বা অনুরূপ অ্যাপস গুলল প্লে থেকে সংগ্রহ করুন।
আর কম্পিউটারে হলে, জিপ ফাইলে উপর ক্লিক করলে, একটি ফোল্ডার পাওয়া যাবে। সে ফোল্ডারটি কপি করে ভিন্ন জায়গায় পেস্ট করুন। এরপর এখান থেকে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত সিলেবাস দেখুন।
বিঃ দ্রঃ– পিডিএফ ফাইল দেখতে অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার এর প্রয়োজন হতে পারে। এছাড়া এই ফাইল ব্রাউজারে পড়া যাবে।
আরো দেখুন: কলেজ ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি কলেজ)
এসএসসি এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ Image (ছবি) ফাইল- SSC-HSC Short Syllabus 2021
উপরের লিংক থেকে জিপ ফোল্ডারে পিডিএফ ফাইলে প্রকাশিত সিলেবাস সংগ্রহ করতে অসুবিধা হলে, নিচের লিংক থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এর ইমেজ ফাইল (ছবি) সংগ্রহ করতে পারেন।
এই ইমেজ ফাইল মোবাইল ও কম্পিউটারে কোন সফটওয়ার এর সাহায্য ছাড়াই দেখা যাবে।
এসএসসি সিলেবাস ইমেজ ফাইল সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
এইচএসসি পরীক্ষার ইমেজ ফাইল সংগ্রহ করুন এখান থেকে।
উপরের লিংক দুটির একটিতে ক্লিক করলে, গুগল ড্রাইভে সংশ্লিষ্ট সিলেবাস এর বিভিন্ন বিষয়ের ফোল্ডার দেখা যাবে।
প্রয়োজনীয় বিষয়ের নাম লেখা ফোল্ডারে ক্লিক করলে, সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাসের ইমেজ ফাইল দেখা যাবে।
এবার সিলেবাসের পাতাগুলোর একেকটিতে ক্লিক করে তা দেখা যাবে ও চাইলে সংগ্রহ করতে হবে।
সাধারণ শিক্ষা বোর্ড এর সাথে, মাদ্রসা শিক্ষা বোর্ড দাখিল ও আলিম পরীক্ষা ২০২১ এর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে।
মাদ্রসা বোর্ডের সিলেবাস সংগ্রহ করতে চাইলে নিচের প্রতিবেদনটির শিরোনামের লিংকের উপর ক্লিক করুন।
দাখিল আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ – Dakhil Alim Short Syllabus 2021 PDF
২০২১ সালের অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নের ধারা ও মান বন্টন (নম্বর বিভাজন)
আসন্ন ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নের ধারা ও মান বন্টন একই রূপ থাকবে। অর্থাৎ প্রশ্নপত্র প্রণয়নের ধারা ও পূর্ণমান, পূর্বের বছরের ন্যায় অপরিবর্তিত থাকবে।
উভয় শ্রেণির পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে, প্রশ্নের ধারা ও মান বন্টন বিষয়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রশ্নপত্রে নৈবিত্তিক (বহুনির্বাচনী-MCQ), সৃজনশীল ও প্রযোজ্য বিষয়ে ব্যবহারিক পরীক্ষা পূর্বের ন্যায় অনুষ্ঠিত হবে।
এক্ষেত্রে সিলেবাস সংক্ষিপ্তকরণের পাশাপাশি ব্যবহারিক বিষয়ও কমিয়ে আনা হয়েছে। শুধুমাত্র সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়বস্তুর মধ্য হতে প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ করা হবে।
এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ প্রকাশের পর কেন্দ্র স্থাপন ও ফরম পূরণের কাজ করেছে শিক্ষা বোর্ড
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড, এসএসসি ও এইচএসসি (সমমান) পরীক্ষা ২০২১ এর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের পর, কেন্দ্র স্থাপন ও পুনর্বিন্যাসের কাজে হাত দিয়েছে। সাথে ফরম পূরণের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড এরই মধ্যে কেন্দ্র স্থাপন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করেছে। অন্য বোর্ডগুলোও একই কার্যক্রম শুরু করেছে।
এরপর পর্যায়ক্রমে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও সময়সূচী নির্ধারণ (রুটিন) করবে বোর্ডগুলো। এবারের রুটিনে কম সময়ের মধ্যে পরীক্ষা সমাপ্ত করা হবে বলে আভাষ পাওয়া গেছে। কারণ এমনিতেই নির্ধারিত পরীক্ষার অনেক সময় চলে গেছে।
শিক্ষা প্রতিষ্ঠান খুললে, সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে ক্লাশ শুরু হবে। ক্লাশ শুরু হলে মাস তিনেকের মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে বলে ধারণা করা হচ্ছে।
এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ (SSC-HSC Short Syllabus 2021) সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।
আর লেখাটি অন্যকে জানাতে চাইলে, সামাজিক গণমাধ্যমে শেয়ার করুন।
আরো জানুন:
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২১ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য
এমবিবিএস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ | MBBS Admission 2021
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ২৮/০৫/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ১২:৪০ পূর্বাহ্ন।
ssc syllabus download korbo kivabe??
প্রতিবেদনে নিচের দিকে সিলেবাস সংগ্রহের নির্দেশনা দেওয়া আছে। সেটা পড়ে চেষ্টা করুন। মোবাইলে হলে জিপ ফাইল খুলতে সমস্যা হতে পারে। এক্ষেত্রে গুগল প্লে সেন্টার থেকে জিপ ফাইল খোলার অ্যাপস সংগ্রহ করুন। ধন্যবাদ।
ssc cilevasdownloadkorbo kibabe
দেখুন সিলেবাসের গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করুন। এরপর গুগল ড্রাইভ থেকে সিলেবাসের পিডিএফ কপি সংগ্রহ করুন। ধন্যবাদ।
Ssc syllabus
প্রতিবেদনে এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ এর লিংক দেওয়া হয়েছে। একটি বোর্ড প্রকাশিত অরিজিনাল জিপ ফোল্ডার। আর অন্যটি ইমেজ ফোল্ডার।
সহজে এসএসসি সিলেবাস দেখতে, ইমেজ ফোল্ডারের লিংকটি থেকে সিলেবাস সংগ্রহ করতে পারেন।
ধন্যবাদ।
Download hote pb hoy..sob subject tho dei nai.kothay pabo
আপনি সংক্ষিপ্ত সিলেবাস এর ইমেজ ফাইলগুলো সংগ্রহ করুন। এখানে বিষয় ভিত্তিক সকল সিলেবাস দেওয়া আছে। ধন্যবাদ।
Syllabus
সিলেবাস সম্পর্কে জানতে বিস্তারিত লিখুন। ধন্যবাদ।
এস এসির সিলেবাস
এসএসসি সিলেবাস সংগ্রহ করতে অসুবিধা হলে বিস্তারিত ভাবে লিখে জানান। ধন্যবাদ।
দারুণ
ধন্যবাদ।
This is a bad Side for us
সিলেবাস সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ।
Amito kono link khoge passi na
নিচের দিকে সিলেবাসের ইমেজ ফাইলের লিংক দেওয়া আছে। ‘এখানে ক্লিক করুন’ লেখা লিংকের উপর ক্লিক করলে ব্রাউজারের নতুন ট্যাবে সিলেবাস এর ইমেজ ফাইলগুলো দেখাবে। ধন্যবাদ।
কদম রসূল কলেজের শর্ট সিলেবাস
কারিগরি শিক্ষা বোর্ডে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। ধন্যবাদ।
কারিগরি এস এস সি সিলেবাস
Ssc chilebus
Hsc সিলেবাস
Ashe pasher manush bolteche je ei syllabus ta naki fake kotha ta kotokhani true?
এখানে যে সিলেবাস সংযুক্ত করা হয়েছে তা ঢাকা শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তাই এটা ফেক হওয়ার প্রশ্নই আসে না। ধন্যবাদ।
এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস পেতে সমস্যা হলে বিস্তারিত লিখে জানান। ধন্যবাদ।
Syllabus koi.
এই প্রতিবেদনের নিচের দিকে সিলেবাস সংগ্রহের লিংক দেওয়া হয়েছে। লিংকে ক্লিক করে সিলেবাস সংগ্রহ করতে হবে। ধন্যবাদ।
এসএসসি সিলেবাস
এসএসসি সিলেবাস সংগ্রহ করতে সমস্যা হলে আমাদের জানান। ধন্যবাদ।
Hsc syllabus 2021
এই প্রতিবেদনে এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহের বোর্ড অরিজিনাল লিংক ও রূপান্তরিত ইমেজ ফাইলের লিংক দেওয়া আছে। এখান থেখে তা সংগ্রহ করা যাবে। ধন্যবাদ।
কারিগরি এইচএসসি সিলেবাস কোনটি?
কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি সমমান সংক্ষিপ্ত সিলেবাস পেতে এখানে ক্লিক করুন। প্রতিবেদনের প্রথম দিকে এইচএসসি সমমানের সিলেবাস এর লিংক পাওয়া যাবে। ধন্যবাদ।
ভাই বোর্ড কর্তৃক প্রকাশিত জিপ ফাইল কোথায়
বোর্ড কর্তৃক প্রকাশিত এসএসসি ও এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস এর জিপ ফাইলের লিংক দেওয়া আছে। যেখানে ব্রাকেটের মধ্যে বোর্ড প্রকাশিত অরিজিনাল ফাইল লেকা আছে সেখানে লিংকটি খুজে ক্লিক করুন। আশা করি পেয়ে যাবেন। ধন্যবাদ।
ধন্যবাদ। অশেষ অশেষ ধন্যবাদ
বিডি এডুকেটর এর পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
যারা গত বছর fail করেছে তাদের ও কি এই সিলেবাসের আলোকে পরীক্ষা হবে?? নাকি পুরাতন সিলেবাসের আলোকেই হবে??
বোর্ড এর ওয়েবসাইটে কেবলমাত্র একটি সিলেবাস প্রকাশিত হয়েছে। ভিন্ন কোন সিলেবাস প্রকাশিত হয় নি। সেই হিসাবে প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা হওয়ার কথা। ধন্যবাদ।
HSC shylebush
এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস এর লিংক প্রতিবেদনে দেওয়া আছে। সংগ্রহ করুন। ধন্যবাদ।
এটা থেকে কি বোর্ড পরিক্ষা হবে
সংক্ষিপ্ত সিলেবাস এর মধ্যে থেকে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। ধন্যবাদ।
সংক্ষিপ্ত সিলেবাস ২০২১
সংক্ষিপ্ত সিলেবাস এর লিংক দেওয়া আছে। প্রয়োজনীয় সিলেবাস সংগ্রহ করতে পারবেন এখান থেকে। ধন্যবাদ।
সংক্ষিপ্ত সিলেবাস ২০২১
মন্তব্যের জন্য ধন্যবাদ।
sir hsc improvement পরীক্ষার ক্ষেত্রে শর্ট সিলেবাস কি প্রযোজ্য
২০২১ সালে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রযোজ্য হবে। ধন্যবাদ।
রাজশাহী বোর্ড এর এইচএসসি পরীক্ষা ২০২১ এর শর্ট সিলেবাস কোথায়, খুজে পাওয়া যায় না তো।
প্রতিবেদনে সংযুক্ত এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এর লিংক সংযুক্ত আছে। সব বোর্ডের সিলেবাস এক। তাই এখান থেকে প্রয়োজনীয় বিষয়ের সিলেবাস সংগ্রহ করুন। ধন্যবাদ।
আমি উচ্চতর গনির পরিবর্তন করে কৃষিশিক্ষা নিতে চাই। ২০২১ সালের ব্যাচ, আমি কি এখন পরিবর্তন কররে পারবো?
সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।
আমি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একজন এইস এস সি ছাত্র আমি ইংরেজি বিষয়ে শুধু অকৃতকার্য হই।আমি চলতি বছর ফরম পূরণ করি। আমার কি পরীক্ষায় সশরীরে অংশ নিতে হবে?
আবশ্যিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না। কারণ আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ধন্যবাদ।