এমবিবিএস মেডিকেল ভর্তি রেজাল্ট ২০২২: MBBS Admission 2022
এমবিবিএস মেডিকেল কলেজ ভর্তি রেজাল্ট ২০২২ (MBBS Admission 2022)। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ১ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ১৯টি কেন্দ্রের ৫৭ টি ভেন্যুতে সর্বমোট ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী এবার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ এমবিবিএস ১ম বর্ষ ভর্তি রেজাল্ট (শিক্ষাবর্ষ ২০২১-২০২২)
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা, ১ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে।
মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট ৫ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মেডিকেল ভর্তির ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের তথ্যটি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/) এমবিবিএস ভর্তির ১ম মেধাতালিকার ফলাফল প্রকাশ করা হয়।
১ এপ্রিল শুক্রবার দেশজুড়ে অনুষ্ঠিত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রেজাল্ট অনলাইন ও মোবাইল এসএমএস এর মাধ্যমে জানা যাবে।
গতবারে দুইদিনের ব্যবধানে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল। কিন্তু এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা বেশী হওয়ায় পরীক্ষার ফল প্রকাশে কিছুটা দেরি হয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে মেডিকেল কলেজের এমবিবিএস ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির আবেদনের সময়সূচি, ভর্তির যোগ্যতা ও ভর্তি ফি নির্ধারণ করা হয়।
আরো জানুন:
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী
বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি (শিক্ষাবর্ষ ২০২১-২০২২)
মেডিকেল ভর্তির মেধাস্কোর রেজাল্ট জানবেন যেভাবে
মেডিকেল ভর্তি পরীক্ষায় যে সব শিক্ষার্থীরা ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় কমপক্ষে ৪০ নম্বর পেয়েছেন তাদের মেধাস্কোর প্রকাশ করা হয়েছে।
নিচের লিংক থেকে এই মেধাস্কোর জানা যাবে।
https://result.dghs.gov.bd/mbbs/
উপরের লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে ব্রাউজ করুন। নিচের ছবির মত মেধাস্কোর সার্চ পাতাটি ওপেন হবে।
উপরের ছবির মত সার্চ ফরমে মেডিকেল ভর্তির পরীক্ষার রোল নম্বর দিয়ে Result বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে মেডিকেল ভর্তির মেধাস্কোর জানা যাবে।
সরকারি মেডিকেল কলেজ ভর্তির ১ম মেধাতালিকা PDF
২০২২ সালের ১ এপ্রিল অনুষ্ঠিত মেডিকেল কলেজের ভর্তির ১ম মেধাতালিকার ফলাফল প্রকাশ হয়েছে ৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ১ টায়।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রকাশিত ১ম মেধাতালিকার ফলাফল দুইভাবে জানা যাবে। এক. স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ভর্তি রেজাল্ট ওয়েবসাইট থেকে। দুই. শিক্ষার্থীর আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস করে ভর্তি ফল জানিয়ে দেওয়া হবে।
অনলাইনে সরকারি মেডিকেল কলেজ ভর্তি রেজাল্ট পেতে নিচের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। পিডিএফ ফাইলে ভর্তির মেধাতালিকার রেজাল্ট জানা যাবে।
https://old.dghs.gov.bd/images/docs/Notice/notice_5_4_2022_MBBS.pdf
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
২০২১-২০২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে প্রকাশ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টার পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি ওয়েবসাইটে, এমবিবিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশিত হয়।
মেডিকেল ভর্তির প্রবেশপত্র ডাউনলোড করা যাবে http://dgme.teletalk.com.bd/mbbs/index.php ঠিকানা থেকে।
অনলাইনে উপরের ছবির মত পাতায়, ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই কালার প্রিন্ট করতে হবে।
মেডিকেল কলেজ এমবিবিএস ১ম বর্ষে ভর্তির যোগ্যতা
এমবিবিএস ১ম বর্ষের ভর্তির যোগ্যতা ও অন্যান্য বিষয় ভর্তি বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২০২০ ও ২০২১ সালের এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি সমমান পরীক্ষা, এইচএসসির পরীক্ষার তিন শিক্ষাবর্ষের মধ্যে উত্তীর্ণ হতে হবে।
এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।
এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে কমপক্ষে ৩.৫০ জিপিএ থাকতে হবে।
এমবিবিএস মেডিকেল ভর্তি ২০২২: অনলাইন আবেদন ও পরীক্ষার সময়সূচি
এমবিবিএস মেডিকেল কলেজ ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ২৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ সোমবার সকাল ১০:০০ ঘটিকা থেকে।
ভর্তি আবেদন করা যাবে ১০ মার্চ ২০২২ খ্রি. তারিখ বৃহস্পতিবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
অনলাইনে আবেদনের ফি পরিশোধ করা যাবে ১১ মার্চ ২০২২ খ্রি. তারিখ শনিবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৬ মার্চ ২০২২ খ্রি. তারিখ শনিবার হতে ২৯ মার্চ ২০২২ খ্রি. তারিখ মঙ্গলবার পর্যন্ত।
এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ শুক্রবার সকাল ১০:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত।
মেডিকেল ভর্তি রেজাল্ট ৪ অথবা ৫ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে।
ভর্তি রেজাল্ট দেখার ঠিকানা: http://dgme.teletalk.com.bd
ভর্তি ফি: ১০০০/= (এক হাজার) টাকা। টেলিটক প্রিপ্রেইড সিম থেকে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশীত পন্থায় পরিশোধ করতে হবে।
২০২২ সালের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার নম্বরবণ্টন
মেডিকেল কলেজে ১ম বর্ষ কোর্সের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির প্রশ্নের মান ১। এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়।
মেডিকেল ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বরের (মোট ১০০) প্রশ্ন থাকবে।
লিখিত পরীক্ষায় ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম প্রাপ্তরা অকৃতকার্য বলে গন্য করা হবে।
পূর্ববর্তী বছরের এইচএসসি সমমান উত্তীর্ণদের ৫ নম্বর কাটা হবে। আর পূর্ববর্তী বছরে মেডিকেল কলেজে বা ডেন্টালে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৭.৫ নম্বর বাদ দিয়ে মেধাতালিকা প্রকাশ করা হবে।
নিচের বিজ্ঞপ্তি থেকে মেডিকেল ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পর্কে জানুন।
২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস
২০২২ সালে অনুষ্ঠিতব্য মেডিকেল কলেজের এমবিবিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেন, সভায় সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টি তোলা হয়েছিল। তবে সেটিতে কেউ রাজি নন।
বৈঠকে সংক্ষিপ্ত সিলেবাসে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের কথা বলা হলেও, অধিকাংশ সদস্য এ বিষয়ে রাজী হননি। তাই পূর্বের নিয়মে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মানে পুরো সিলেবাস থেকে প্রশ্নপত্র প্রণয়নের বিষয়টি নিশ্চিত করেছে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।
এদিকে দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আরো দেখুন:
বিডিএস ১ম বর্ষ ভর্তি ২০২২: ডেন্টাল ভর্তি পরীক্ষা তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২ (স্নাতক অনার্স ১ম বর্ষ)
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ০৫/০৪/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ০১:২৭ অপরাহ্ণ।
আমার বাসা রাজশাহীতে, আমি আর্থিক সমস্যার কারনে ১১-১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারি নি,আমি রাজশাহীতে পরীক্ষা দিতে চাই,এই দিকে শুনছি রাজশাহীতে সিট পুরন হয়ে গেছে,এখন আমার কি করা উচিত,ঢাকা গিয়ে পরীক্ষা দেওয়ার মতো সামর্থ নাই
রাজশাহীতে পরীক্ষা দেওয়ার সিট পূরণ হয়ে থাকলে নিকটবর্তী ভিন্ন কোন কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। তার আগে নিশ্চিত হয়ে নিন রাজশাহী কেন্দ্রে সিট আসলেই পূরণ হয়েছে কীনা। ধন্যবাদ।
আজ এপ্লিকেশন করলে কী ঢাকায় সিট পাওয়া যাবে??
এটা আগে থেকে বলা যাবেনা। আপনি আপনার এলাকার কম্পিউটার দোকানে খোঁজ নিতে পারেন। ধন্যবাদ।
exam ki 2 tarikhei hobe
এখন পর্যন্ত পরীক্ষা সম্পর্কে নতুন কোন সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ধন্যবাদ।