(এসএমএস ও অনলাইন) একাদশ ভর্তি রেজাল্ট দেখার পদ্ধতি জানুন

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কলেজ মাদ্রাসার এইচএসসি-আলিম একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ২৩ জুন সন্ধায় প্রকাশ করা হবে।

একাদশের প্রকাশিত ভর্তি ফলাফল মোবাইল এসএমএস-এর মাধ্যমে জানা যাবে। এছাড়া অনলাইনে xiclassadmission.gov.bd ভর্তি ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

(এসএমএস ও অনলাইন) এইচএসসি-আলিম একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখার পদ্ধতি জানুন

২০২৪ সালের এইচএসসি-আলিম একাদশ শ্রেণির ১ম দফার ভর্তি আবেদনের রেজাল্ট প্রকাশ করা হবে ২৩ জুন রবিবার রাত ৮টার সময়।

একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট প্রকাশের পরপর মোবাইল মেসেজে ও অনলাইনে ভর্তির দাপ্তরিক ওয়েবসাইট থেকে ভর্তি রেজাল্ট দেখা যাবে।

শিক্ষার্থীরা দুই উপায়ের এইচএসসি আলিম একাদশের ভর্তি রেজাল্ট জানতে পারবেন। এক. মোবাইল মেসেজে, দুই. অনলাইনে। নিচের অনুচ্ছেদে ভর্তি রেজাল্ট দেখার পদ্ধতি সমূহ বর্ণনা করা হলো।

আরো জানুন:

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ও রেজাল্ট প্রকাশের তারিখ ২০২৪

একাদশে ভর্তি নিশ্চয়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি ২০২৪

মোবাইল মেসেজে একাদশের ভর্তি রেজাল্ট দেখার পদ্ধতি

এইচএসসি আলিম একাদশের ভর্তি রেজাল্ট প্রকাশের পরে আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ভর্তি রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে এই মেসেজ দেওয়া হবে।

ভর্তি রেজাল্ট দেখতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোন এসএমএস পাঠাতে হবে না। কেবলমাত্র মোবাইল নম্বরটি সচল রাখতে হবে।

অনলাইনে এইচএসসি-আলিম ভর্তি রেজাল্ট দেখার নিয়ম

কোন কারণে মোবাইল মেসেজে ভর্তি রেজাল্টের এসএমএস না গেলে, অনলাইনে ভর্তি রেজাল্ট দেখা যাবে। এক্ষেত্রে ভর্তিচ্ছু আবেদনকারীর এসএসসির তথ্য প্রয়োজন হবে। যেমন রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম ও পাশের সাল।

নিচের ঠিকানা হতে একাদশের প্রকাশিত ভর্তি রেজাল্ট দেখা যাবে।

উপরের ঠিকানাটিতে ক্লিক করলে নিচের ছবির মত একটি রেজাল্ট সার্চ পাতা আসবে।

উপরের ছবির মত সার্চ পাতায় শিক্ষার্থীর তথ্য দিয়ে সার্চ করলে ভর্তির রেজাল্ট দেখা যাবে।

২০২৪ সালের এইচএসসি আলিম একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখতে সমস্যা হরে লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি ফি ২০২৪ (সরকারি, এমপিও, নন-এমপিও)

HSC XI Class Online Admission 2024: একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৪

তথ্যসূত্র-

XI Class Admission System.

মন্তব্য করুন