২০২৩ সালের চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ২৭ আগস্ট তারিখের আগের পরীক্ষা সমূহ স্থগিত করা হয়েছে। তবে তিন বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা ২৭ আগস্ট থেকে পূর্বের প্রকাশিত রুটিন অনুসারে যথারীতি চলমান থাকবে।
উল্লেখিত তিন বোর্ড বাদে অন্য সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা, ১৭ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ থেকে পূর্বের প্রকাশিত রুটিন অনুসারে অনুষ্ঠিত হবে।
এইচএসসি আলিম সমমান স্থগিত পরীক্ষার নতুন রুটিন ২০২৩ (চট্টগ্রাম, মাদ্রাসা, কারিগরি বোর্ড)
সূচীপত্র...
তিন শিক্ষা বোর্ডের ২০২৩ সালের ১৭-২৪ আগস্টের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো, চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।
এই তিন বোর্ডের এইচএসসি-আলিম সমমান পরীক্ষা পূর্বের রুটিন অনুসারে ২৭ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ থেকে অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে কারিগরি, মাদ্রাসা ও চট্টগ্রাম বোর্ড, পূর্বের প্রকাশিত রুটিন অনুসারে ২৭ আগস্ট থেকে পরীক্ষা গ্রহণ চলমান থাকবে বলে জানিয়েছে। স্থগিত পরীক্ষা সমূহের নতুন রুটিন প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ড।
প্রকৃতিক দুর্যোগ বন্যার কারণে এই তিন বোর্ডের পরীক্ষা ১৭ থেকে ২৪ আগস্টে অনুষ্ঠিত বিষয় সমূহের পরীক্ষা হচ্ছে না। তবে এই তিন বোর্ড বাদে অন্য সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
লক্ষ্য করুন: নিচের অনুচ্ছেদে স্থগিত হওয়া সকল বোর্ডের পরীক্ষার সংশোধিত নতুন রুটিনের কপি যুক্ত করা হয়েছে।
আরো জানুন:
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা)
আলিম পরীক্ষার রুটিন ২০২৩ (Alim Routine pdf 2023)
যেসব বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট ২০২৩ থেকে অনুষ্ঠিত হবে
দেশের ৯ সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে থেকে কেবলমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়েছে। অন্য ৮ বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট তারিখ থেকে প্রকাশিত রুটিনের সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে।
যেসব বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে- ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড।
আরো পড়ুন:
HSC ICT মানবন্টন ২০২৩: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মানবন্টন
এইচএসসি পরীক্ষার নতুন মানবন্টন নম্বর বিভাজন নির্দেশিকা ২০২৩
চট্টগ্রাম বোর্ড এইচএসসি স্থগিত পরীক্ষার সংশোধিত রুটিন ২০২৩
চট্টগ্রাম বোর্ডের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।
চট্টগ্রাম বোর্ডের বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ ও সময় স্থগিত করা হয়েছে। তবে ১৩ আগস্ট তারিখে বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলা ও ইংরেজি ছাড়া অন্যান্য বিষয় সমূহের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
২৭ আগস্ট পূর্বনির্ধারিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২৭৫) বিষয়ের পরীক্ষা পরিবর্তিত মানবণ্টন ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিস্তারিত জানুন চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সময়সূচি সম্বলিত রুটিনের নোটিশ থেকে।
মাদ্রাসা আলিমের স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত নতুন রুটিন
মাদ্রাসা শিক্ষা বোর্ডের বন্যার কারণে স্থগিত হওয়া ১৭ আগস্ট থেকে ২৪ আগস্টের ৪টি বিষয়ের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে।
নিম্নোক্ত নতুন সময়সূচি অনুসারে আলিমের স্থগিত হওয়া পরীক্ষা সমূহের পরীক্ষা গ্রহণ করা হবে।
১৭ আগস্টের কুরআন মাজিদ (২০১) পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২০ আগস্টের আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ ২০৫) ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ ২২৩) পরীক্ষা আগামী ৩ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।
২২ আগস্টের বাংলা প্রথম পত্র পরীক্ষা (২৩৬) আগামী ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে এবং;
২৪ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা (২৩৭) আগামী ৮ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষা ০৯/১০/২০২৩ তারিখ হতে ১৭/১০/২০২৩ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে।
১৮/১০/২০২৩ তারিখের মধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র হাতে হাতে অত্র বোর্ডের আলিম শাখায় জমা দিতে হবে।
মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা সংশোধিত রুটিনের নোটিশ দেখুন।
কারিগরি বোর্ডের এইচএসসি সমমান স্থগিত পরীক্ষার রুটিন ২০২৩
এইচএসসি (ভোকেশনাল) বিএম/বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২৭ আগস্ট থেকে পূর্বের প্রকাশিত রুটিন অনুসারে শুরু হবে। স্থগিত ১৭ থেকে ২৪ আগস্ট তারিখের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।
১৩ আগস্ট তারিখে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে কারিগরি বোর্ডের এইচএসসি সমমান ১৭, ২০, ২২ ও ২৪ আগস্ট তারিখের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
নিচের অনুচ্ছেদ থেকে কারিগরি বোর্ডের এইচএসসি সমমান ভোকেশনাল, বিএম/বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা সংশোধিত রুটিন দেখুন।
এইচএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন দেখুন নিচের অনুচ্ছেদে।
নিচের অনুচ্ছেদে বিএম/বিএমটির স্থগিত পরীক্ষার সংশোধিত রুটিন যুক্ত করা হয়েছে।
নিচের অনুচ্ছেদে কারিগরি বোর্ডের ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সংশোধিত নতুন রুটিন যুক্ত করা হয়েছে।
২০২৩ সালের এইচএসসি আলিম সমমান স্থগিত পরীক্ষার রুটিন সংক্রান্ত আরো তথ্য জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
এইচএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন ২০২৩ (দ্বাদশ-একাদশ শ্রেণি)
এইচএসসি বিএম বিএমটি পরীক্ষার রুটিন ২০২৩ (bm routine 2023)
কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রুটিন ২০২৩
তথ্যসূত্র-