বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব বোনাসের চেক ছাড় ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
২০২৩ সালের ঈদুল ফিতরের বোনাসের টাকা উত্তোলন করা যাবে ১৮ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। ১২ এপ্রিল বোনাসের চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব বোনাসের চেক ছাড়
দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের ঈদ বোনাসের চেক হস্তান্তর করা হয়েছে।
১১২ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখে অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে, ঈদ বোনাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।
অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে, চেক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ ঈদুল ফিতরের উৎসব বোনাসের টাকা উত্তোলন করতে পারবেন ১৮/০৪/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০.৯১০/৪ তারিখ ১২/৪/২০২৩।
উল্লেখ্য, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ মূল বেতনের ২৫% এবং কর্মচারীগণ ৫০% উৎসব ভাতা পেয়ে থাকেন।
আরো জানুন:
এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের বৈশাখী ভাতার চেক হস্তান্তর
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের চেক ছাড়ের নোটিশ দেখুন।
School-College EID Bonus MPO Shee 2023: স্কুল-কলেজ ঈদ বোনাস এমপিও শিট ২০২৩
নিচের লিংক থেকে অনলাইনে ঈদ বোনাসের এমপিও শিটের সফট কপি সংগ্রহ করা যাবে। এই কপি প্রিন্ট করে প্রতিষ্ঠান প্রধানদের উৎসব ভাতা উত্তোলন করতে বলা হয়েছে।
https://drive.google.com/drive/folders/1__QuIlJcV6UBG2k3spJypCJOTZWb7Fza?usp=sharing
লক্ষ্য করুন: ১১ এপ্রিল তারিখে স্কুল-কলেজের বৈশাখী ভাতার চেক ছাড় করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
- এমপিও স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড়
২০২৩ সালে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়ের আরো তথ্য জানতে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
তথ্যসূত্র-