এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-আযহা উৎসব ভাতা, অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
ঈদ-উল-আযহা এমপিও ২০২২: এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের ঈদ উৎসব ভাতা হস্তান্তর
সূচীপত্র...
এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-আযহার ঈদ বোনাসের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, ঈদ উৎসব ভাতা হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ০৩/০৭/২০২২ খ্রি. তারিখে ঈদ বোনাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ ঈদ বোনাসের টাকা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৭/০৭/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
উল্লেখ্য, এবারও খন্ডিত ঈদ বোনাস পাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকগণ। শিক্ষকগণ স্কেলের শতকরা ২৫ ভাগ ও কর্মচারীগণ স্কেলের ৫০ ভাগ বোনাসের অর্থ পাচ্ছেন।
এমপিও ভুক্ত শিক্ষকগণ দীর্ঘদিন থেকে শতভাগ ঈদ বোনাসের দাবি করলেও সরকার এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
আরো জানুন:
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর
এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)
School-College Eid Bonus MPO Sheet 2022: স্কুল-কলেজ ঈদ বোনাস এমপিও শিট ২০২২
নিচের লিংক থেকে স্কুল-কলেজের ঈদ বোনাসের এমপিও শিট সংগ্রহ করতে পারবেন।
https://drive.google.com/drive/folders/1v7ItUHnOHBIKT_Xpgf6H9PBnxd22BoF7?usp=sharing
২০২২ সালের স্কুল-কলেজের ঈদ উৎসব ভাতা হস্তান্তরের আরো তথ্য জানতে আমাদের কাছে লিখতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষাপঞ্জি
২০২২ সালের কলেজ ছুটির তালিকা (সরকারি-বেসরকারি কলেজ)
উপবৃত্তি নোটিশ ২০২২: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি উপবৃত্তি বিতরণ
তথ্যসূত্র: